| ||||||||
| ||||||||
আশীর্বাদের প্রার্থনা (আচার্য্য-প্রতিষ্ঠা উপলক্ষে বক্তৃতা)
ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তি তিলক নিরীহ মহারাজের হরিকথামৃত
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্ ।
ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া ।
পূজ্য-শ্রীগুরুবর্গ-বন্দিত-মহাভাবান্বিতায়া সদা
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ । আমি সর্ব্বাগ্রে আমার গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণাম জানাই, সবন্মুখে তাঁর অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করি । তারপর আমার পরম গুরুবর্গ, গুরুভ্রাতাগণ আর সমাগত সমস্ত ভক্তবৃন্দ আর সমস্ত আগত যাত্রীবৃন্দ, সবাইকে আমি দণ্ডবৎ প্রণাম জানাই, আপনারা আমার ভূল-ত্রুটি ক্ষমা করবেন । আমার তো আচার্য্য হওয়ার কোনই যোগ্যতা নাই । গুরুদেব এক বছর আগে অপ্রকট হলেন, তারপরে আমাকে অনেকে তাঁর দায়িত্বভার নাওয়ার জন্য বলছিলেন কিন্তু আমি সর্ব্বক্ষণ নিজেকে অযোগ্যতা পেয়েছি বলে তাঁদেরকে neglect (উপেক্ষা) করে গিয়েছিলাম (আমি আচার্য্য হতে পারব না, আমার আচার্য্য হওয়া করার যোগ্যতা নাই) । তথাপি গুরুদেবের সমস্ত অনুগত্য শিষ্যগণ আর আমাদের মঠের senior (বরিষ্ঠ) পরম গুরুবর্গগণ বলেছেন, “যাদি আমাদের মঠের আপনি দায়িত্ব না গ্রহণ করেন, তবে আপনার গুরুদেবের প্রচার-মিশনটা বন্ধ হয়ে যাবে ।“ সেজন্য তাঁদের অনুরোধে অমি এই দায়িত্বভার নাওয়ার জন্য স্বীকার করেছি কিন্তু আপনারা যদি আমাকে কৃপা না করেন, আমি সেই দায়িত্বভার সুষ্ঠুভাবে পরিচালিত করতে অসমর্থ কেননা বৈষ্ণবের কৃপা ছাড়া কখোনই কারও উদ্ধার হতে পারে না । শ্রীচৈতন্যচরিতমৃতে আছে :
ভক্তপাদধূলি আর ভক্তপাদ-জল । বৈষ্ণবের পাদজল, বৈষ্ণবের ভুক্ত-শেষ আর বৈষ্ণবের পদরেণু ছাড়া আমার ভক্তি কোন সাধনই হতে পারে না । তো আমার যেন বৈষ্ণবের প্রতি, গুরুদেবের প্রতি বিশ্বাস বর্দ্ধিত হয়, তার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করছি । আপনারা আমাকে কৃপা করুন যেন আমি আমার গুরুদেবের সেবা সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারি আর সমস্ত ভক্তগণকে ভালবাসতে পারি । এটা আমার আপনাদের কাছে কৃপা-অনুরোধ । আপনারা কৃপা করুন যেন আমি গুরুদেবকে প্রসন্ন করতে পারি । গুরুদেব সব সময় বৈষ্ণব-সেবাকে খুবই মাহাত্ম্য দিতেন । তিনি আমাকে প্রায়ই বলতেন, “যদি বৈষ্ণব-সেবা সুষ্ঠু না করতে পার, তাহলে তোমার কখোন ভক্তি লাভ হবে না ।” বৈষ্ণব-সেবা ছাড়া কেউ কখোন ভক্তি লাভ করতে পারে না । আবার গুরুদেবের যদি প্রসন্নতা না বিধান করতে পারি, কখোন কৃষ্ণ প্রসন্ন হবেন না । কৃষ্ণ বলেছেন, “যে বলে আমি কৃষ্ণ ভক্ত, সে আমার ভক্ত নয় । যে আমার ভক্তের ভক্ত, সে আমার ভক্ত ।” যদি আমি বৈষ্ণবের ভক্ত, গুরুদেবের ভক্ত হতে না পারি, তাহলে আমি কৃষ্ণ ভক্তি কখোন হতে পারব না । এই বক্তব্য প্রার্থী : আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যেন আমি গুরুদবের সেবা সুষ্ঠুভাবে পরিচালিত করতে পরি । এই আপনাদের চরণে প্রার্থনা ।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ ।
— : • : —
|
• বক্তৃতা শুনতে (1.8 Mb, 4 min)
|
|||||||
|
||||||||
"HUMILITY, TOLERANCE, GIVING HONOUR TO OTHERS | HUMILITY, TOLERANCE, GIVING HONOUR TO OTHERS" | ||||||||
© 2014-2024, Sri Chaitanya Saraswat Math, Nabadwip, India. Sitemap | Contact us | About us |