| |||||||
|
|||||||
ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসুন্দর (ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ রচিত, ১৯৯৭)
আপনাকে জানাই কোটি দণ্ডবতৎ নতি ।
মায়া পাশে যদি ফাঁসি যে কোন সময় ।
সাধু, গুরু, বৈষ্ণবের গানে, সুখ পাই ।
পাপ পুণ্য লাভ ক্ষতি, নাহিক বিচার ।
তাঁদের গুণগান-শক্তি, মোর কভু নাই ।
সাধু, গুরু, বৈষ্ণব, কৃষ্ণের প্রাণধন ।
মনের পিপাসা বড় সাধু সনে বাস ।
তাঁদের চরণে কত কোটি পাপ করি ।
আরও কত বলে মন, কোটি দুঃখ সহি ।
হঠাৎ দেশে উঠল সারা, শহর থেকে সকল পাড়া,
ভক্তগণ সব অবিরত, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে কত,
শুভ ১৮ ই ডিসেম্বর, কৃষ্ণ-দ্বিতীয়া বুদ্ধবার,
শ্রীতরঙ্গিণী দেবী মাতা, নিতাই পদ, নিত্য পিতা,
সেই শিশু আজ মহাজন, ভক্তি সুন্দর গোবিন্দ ধন,
তোমার কোমল মুরতি আজ, গাঁথা রয় যেন হৃদয় মাঝ,
পাইয়া তব শীতল চরণ, মঙ্গলাকাঙ্ক্ষী করিবে বরণ,
রাজাসনের রাজা যেমন, তোমার শোভা আজকে তেমন,
পরম্পরার সূত্র ধরে, আসিয়াছ মোদনী পরে,
চির পঙ্কিল ধরণীতলে, শুদ্ধ ভকতি প্রকট করিলে—
তব কৃপাতরু-শীতল ছায়ায়, এ দুঃখীজন যেন ঠাঁই পায়,
শ্রীভক্তিরক্ষক প্রভু শ্রীশ্রীধর, তোমাকে বানাল ভব কর্ণধার,
☜ ফিরে গ্রন্থাগারে
|
|||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |