আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

—চাওয়া—

(ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ বিরচিত)

 

আমি চাই না হ'তে এই জগতের স্বরাজ-দণ্ডধর ।
আমি চাই না হ'তে মুক্তি-পথের নবীন ন্যাসীবর ॥
আমি নাই বা গেলাম পুরী,
গয়া, কাশী, বদরীনারা'ণ
নাই বা এলাম ধুরি'
যদি কোন জন্মে পাইরে হোতে বৈষ্ণব-কঙ্কর ।
আমার সকল আশাই মিট্­বে রে ভাই পাই যদি ঐ বর ॥
আমি চাই না পেতে মুক্তি হাতে—ভুক্তিরে কে মাগে ?
যদি গৌরহরির চরণ-সেবক-চরণ পাইরে লাগে ॥
যদি ব্রহ্মা এসে ছলে
ইন্দ্র তাহার রাজধানী দেয়
তাও ফিরাই হেলে,
আর কি দেবে লক্ষ্মী-নারা'ণ ? —তাও হৃদে নাই জাগে
আমি চাই রে শুধু শচীসুতের সেবক-চরণ-রাগে ॥

 


শ্রীগৌড়ীয়-দর্শন, ১ম বর্ষ, ৩য় সংখ্যা
১৬ই পদ্মনাভ, ৩০শে আশ্বিন, ১৭ই অক্টোবর, সোমবার, গৌরাব্দ ৪৬৯, বাং ১৩৬২, ইং ১৯৫৫


 


 

ফিরে গ্রন্থাগারে

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥