শ্রীভক্তিসিদ্ধান্তবাণী
হরিভজন-পরায়ণ ভক্ত গুরুর নিত্যদাস, শ্রীকৃষ্ণের নিত্যদাস । ভক্ত নিত্যকাল গুরুর
আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবা করিয়া থাকেন । যেখানে গুরু ও বৈষ্ণবের আনুগত্য বাদ দিয়া
হরিভজনের প্রয়াস—তাহা হরিভজন নহে—মায়ার ভজন । কোনও ব্যক্তি যদি
গুরুর-আনুগত্য ব্যতীত নিজ মতানুযায়ী সদাচার, তীর্থভ্রমণ, ভগবদ্ভক্তির চতুঃষষ্টি
অঙ্গ যাজন, ত্যাগ, তপস্যাচরণ, নামসঙ্কীর্ত্তন, জপ, ধ্যান—প্রভৃতি যাবতীয়
ভক্ত্যঙ্গানুশীলন (?) ও করিতে প্রবৃত্ত হন, তবেও তিনি একটুকুও হরিভজন করিতেছেন
না, পরন্তু নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছারূপ কাম চরিতার্থ করিতেছেন মাত্র ।
'নিজেন্দ্রিয় প্রীতি' হরিভজনের কপটসজ্জায় প্রকাশিত হইয়া উপভোগের ছলনায় অনেক সময়
লোকদিগকে বঞ্চনা করিয়া থাকে । প্রতিষ্ঠাশা কনক, কামিনী সংগ্রহেচ্ছায় হরিভজনের
কপট অভিনয় 'হরিভজন' নহে, কেবল কৈতবযুক্ত আত্মবঞ্চনা ও পরবঞ্চনা মাত্র ।
হরিভজনের মূলই গুরু ও বৈষ্ণবানুগত্য । গুরুর আনুগত্য ব্যতীত হরিভজনের ছলনা "ঘোড়া
ডিঙ্গাইয়া ঘাস খাওয়ার" ন্যায় কুচেষ্টা । বদ্ধাবস্থায় ত' গুরুর আনুগত্ত্য ব্যতীত
হরি ভজনে প্রবেশ লাভই করা যাইতে পারে না—সিদ্ধাবস্থাতে যে সিদ্ধদেহে
হরিভজন-প্রণালী তাহাতেও নিত্য গুরুদেবের আনুগত্য বর্ত্তমান । শ্রীহরির নিত্য
আশ্রয়-বিগ্রহ শ্রীগুরুদেব ও তদনুগজনের আনুগত্য না থাকিলে অহংগ্রহোপাসনারূপ
অপরাধমাত্র সার হয় ।
|
Sri Bhakti Siddhanta Vani
Devotees dedicated to the Lord's service are eternal
servants of Sri Guru and eternal servants of Sri Krishna. Devotees eternally
serve Sri Krishna following faithfully (anugatya) their Guru. If someone does
not consider it necessary to faithfully follow their Guru and the Vaishnavs,
their endeavour to serve the Lord is not service to the Lord—it is
service to maya. If someone does not faithfully follow their Guru, but,
following their own idea, behaves virtuously, visits holy places, performs
the sixty-four practices of devotion to the Lord, practises renunciation,
austerities, Nam-sankirtan, japa, meditation, or engages in any other
devotional (?) practices, they do not do even a little service to the
Lord thereby, rather, they are simply fulfilling the desire to gratify their
own senses.
When service to the Lord appears to be sense gratification
in disguise, many people are often cheated by such disguised enjoyment. A
deceitful show of service to the Lord motivated by desire for fame, wealth,
and women is not 'service to the Lord'—it is simply hypocritical
cheating of oneself and others.
Service to the Lord is based on faithful following
(anugatya) of one's Guru and the Vaishnavs. Pretending to serve the Lord
without faithfully following your Guru is a wicked idea compared to "jumping
over the goda* to eat grass". In the conditioned state, one cannot gain
entrance into the Lord's service without faithfully adhering to the Guru and
the Vaishnavs, and even in the liberated state, in which one serves the Lord
in a spiritual body, constant adherence to one's Gurudev continues. If one
does not faithfully follow the eternal embodiment of the Lord's shelter (the
asraya-vigraha), Sri Gurudev, and his followers, one only commits, in
essence, the offence of worshipping one's own self.
|