আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

গ্রন্থাগার :

ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিরক্ষক শ্রীধর দেব-গোস্বামী মহারাজের গ্রন্থবলী ও প্রবন্ধ

 

শ্রীভক্তিরক্ষক হরিকথামৃত
   "শাস্ত্রে পুনঃ পুনঃ বলছেন মনুষ্য জন্মকে পশু জন্মের মত ব্যবহার করতে যেয়ো না । আহার, নিদ্রা, ভয় ও মৈথুন সব জন্মেই পাওয়া যেতে পারে । কুকুর রাস্তায় ঘুমিয়ে যে সুখ পাবে তুমি ভাল বিছানায় ঘুমিয়েও সে সুখ পাবে না । কিন্তু তোমার eternal life (শাশ্বত জীবন) এর যে চক্র চলছে তার থেকে বেরিয়ে আসবার ব্যবস্থা এক এই মনুষ্য জন্ম ছাড়া আর কোন জন্মেই সম্ভব নয় । অতএব এই মনুষ্য জন্ম পেলেই তোমার সেই eternal life এর solution (সমাধান)-এর জন্য যা করণীয় তাই করবে । এই ভাবে জীবন ধারণই হচ্ছে বুদ্ধিমত্তা । আর যদি না করলে যে chance (সুযোগ)-টা তুমি miss (হারালে) করলে তাতে suicide (আত্মহত্যা) করা হল । এই valuable (মূল্যবান) মনুষ্য জন্মটা পশুর কার্য্যে দেওয়া মানেই সোনা দিয়ে গর্ত্ত বোঝাই করা, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে ।"

শাশ্বত সুখনিকেতন
   "বর্ত্তমানে আমরা বহির্জগতে আছি আর আমাদের মনও বহির্মুখী হয়ে আছে । অসহায়ের মত আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি । শ্রীভগবানের প্রতিনিধিদের কৃপাই আমাদের একমাত্র আশাভরসা । তাঁরা এসে পতিত আমাদের তুলে ধরেন আর সাবধান করে দেন, 'কি করছ তোমরা ? এদিকে যেও না, এ দেশ বিপদের দেশ, মৃত্যুর দেশ । এসো আমার সঙ্গে । আমি তোমাকে অমৃতের দেশে নিয়ে যাবো ।' ভগবানের এই প্রতিনিধিরা আসেন আমাদের ঘুম থেকে তুলে দেওয়ার জন্যে, আমাদের তামসিক উন্মত্ততার ঘোর কাটিয়ে দেওয়ার জন্যে ।......
   "তবে ধর্ম্মের নামে কত কিনা চলে, এ যেন একটা ব্যবসা । কিন্তু তার মানে এই নয় যে প্রকৃত সত্যের উপলব্ধি বলে কিছু নেই, প্রকৃত মুক্তি বলে কিছু নেই । 'হৃদয়েনাভ্যনুজ্ঞাতো'—সেই হল চরম প্রমাণ যখন নিজের হৃদয় থেকে সমর্থন আসবে যে 'হ্যাঁ, এই হল সেই সত্য বস্তু যা আমি চাই । আমার হৃদয়ের অভ্যন্তর থেকে এর জন্য উল্লসিত সমর্থন আসছে । আর আমার হৃদয় আনন্দে নৃত্য করছে এই ভেবে যে এমন উজ্জল, অমৃতময় সম্ভাবনা আমার আছে ।'"

শ্রীশ্রীপ্রপন্নজীবনামৃতম্
   "এই প্রপত্তিবিষয়ক গ্রন্থরাজ যে ভক্তসমাজে কিরূপ সমাদৃত হইয়াছেন, তাহার নিদর্শন আমরা বহু পাঠকভক্তের নিকট হইতে প্রাপ্ত হইয়াছি । অনেক উচ্চাঙ্গের নৈষ্ঠিক ভক্ত তাঁহাদের প্রাত্যহিক সাধনের অঙ্গ রূপে শ্রীমদ্ভগবদ্গীতার ন্যায় ইহাকে নিত্যপাঠ্য গ্রন্থ স্বরূপে গ্রহণ করিয়া নিজেদের ভক্তিময় জীবনের সমৃদ্ধি ও পরিতৃপ্তি লাভ করিয়াছেন বলিয়াও জানাইয়াছেন । সুধী ভক্তগণ এই গ্রন্থ পাঠে মহাজনকৃত ভক্তিগ্রন্থের ও মহাভাগবতগণের ভজনামৃতের আস্বাদন লাভ করিয়া ধন্য হইতে পারিবেন ।"
   "এই গ্রন্থে অনন্যচিত্ত, শ্রীকৃষ্ণের পদরজসেবী, কৃষ্ণপদপ্রপন্ন, কৃষ্ণের নিমিত্ত অখিলকর্ম্মকারী, একমাত্র কৃষ্ণপ্রেমলুব্ধ ও কৃষ্ণের উচ্ছিষ্ট মাত্রে জীবনধারণকারী, শ্রীকৃষ্ণের সুখমাত্রবাঞ্ছাকারী ও কৃষ্ণকিঙ্করগণের পরিচর্য্যাকারী, কৃষ্ণবিচ্ছেদে যাঁহাদের হৃদয় দগ্ধ হয় এবং কৃষ্ণসঙ্গে যাঁহাদের হৃদয় উল্লসিত হয়, কৃষ্ণই যাঁহাদের স্বজন ও বন্ধু এবং কৃষ্ণই যাঁহাদের একমাত্র প্রাণবল্লভ, সেই সমস্ত ভক্তগণের হৃদয়োদ্ঘাটনপর পরম মর্ম্মগাথারূপ অমৃতের সঙ্গে সঙ্গে ভক্তগণের আর্ত্তিহরণকারী, ভক্তের আশা ও অভীষ্টপূরণকারী সমস্ত সংশয় ছেদন ও নিখিল অবিদ্যাগ্রন্থিভেদনকারী প্রজ্ঞানপূরিত এবং অত্যাশ্চর্য্য রসলহরীসমূহের দ্বারা চিত্তচমৎকারকারী, বিরহব্যাধিসন্তপ্ত ভক্তচিত্তের মহৌষধস্বরূপ, যোগ্যাযোগ্যবিচারবিহীন হইয়া ভক্তের নিমিত্ত অখিল চেষ্টাপর, এমন কি আপনাকে পর্য্যন্ত দান করিবার চরম প্রতিজ্ঞা-সমন্বিত-প্রতিশ্রুতিযুক্ত এবং নিজ স্বরূপের একমাত্র ভক্তপ্রেমবশ্যত্ব উল্লাস সহকারে ঘোষণাকারী ও ভক্তগণের প্রতি পরিপূর্ণ আশ্বাসপ্রদানকারী সাক্ষাৎ শ্রীগোবিন্দমুখনিঃসৃত পরম বাক্যামৃত যত্ন-সহকারে সংগৃহীত হইয়াছে । হে পবিত্রদর্শন সাধুগণ ! আপনারা ইহা পান করুন ।""

পণ্ডিত শ্রীগদাধর গোস্বামী
শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের প্রবন্ধ: "পণ্ডিত গোস্বামী চরিত্র নিজ প্রিয়তমের উদ্দেশ্যে একটী নীরব পূর্ণ-আত্মোৎসর্গময় উপটোকন বিশেষ । লক্ষ্মীদেবীর স্কন্ধ ভিক্ষার ঝুলি দর্শনে যাঁহারা বিরোধালঙ্কারের চমৎকারিতা হৃদয়ঙ্গমে যে অপূর্ব্ব সুখাস্বাদনে সমর্থ, তাঁহারাই শ্রীমৎ পণ্ডিত গোস্বামী অপূর্ব্ব ব্যক্তিত্বের অসাধারণ মহিমা অনুভবের অধিকারী ।"

পুরুষোত্তম-মাস
"এ বৎসর অধি-মাস বা পুরুষোত্তম-মাস সমুপস্থির হইয়া জীবের জাগাকে অধিক কৃষ্ণসেবানুকূল্যময় করিয়াছেন । পুরুষোত্তম-মাস, ভগবান পুরুষোত্তমের ন্যায় সর্ব্বগুণাধার এবং অন্যান্য সমস্ত মাসের মুকুটমণি স্বরূপ ।"

মা মুঞ্চ-পঞ্চ-দশকম্
শ্রীলভক্তিরক্ষক শ্রীধর দেব-গোস্বামী মহারাজের কবিতা ।

শ্রীনিমাই সন্ন্যাস
শ্রীলভক্তিরক্ষক শ্রীধর দেব-গোস্বামী মহারাজের কবিতা । প্রথমে শ্রীগৈদীয়-দর্শনে প্রকাশিত হয়েছে: ১২শ বর্ষ, ১১শ সংখ্যা, রবিবার, ১১ই জুন ১৯৬৭.

শ্রীগুরুদেব ও তাঁর করুণা [PDF, 12 Mb]
প্রেমময় অন্বেষণ [PDF, 16 Mb]
রসরাজ শ্রীকৃষ্ণ [HINDI] [PDF, 3 Mb]
অভিনব পুরটসুন্দ ভগবান গৌরসুন্দরের বহ্নিগর্ভ বিপ্রলম্ভ লীলার সমাহার [PDF, 20 Mb]
দুরব থার পরপারে পরমসত্য ও সুন্দ ভগবানের সঙ্গে যোগাযোগের উপায় [PDF, 1 Mb]
শুদ্ধভক্তি রন্তাবলী [PDF, 9 Mb]
শ্রীভক্তিরক্ষক দিব্যবাণী [PDF, 6 Mb]
শ্রীশিক্ষাষ্টক [PDF, 14 Mb]
সুবর্ণ সোপান [PDF, 7 Mb]

 


ইংরেজি ভাষায়

AUTOBIOGRAPHY
of Srila B.S. Govinda Dev-Goswami Maharaj

An extensive account by Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj published initially in Centenary Anthology and containing extensive recollections of His Divine Grace's childhood and youth, as well as the coming to the lotus feet of his Gurudev and later on starting Sri Chaitanya Saraswat Math:
"I was born at midnight, Saturday 10th October, 1895. Navami tithi under the same sign as Lord Ramchandra. Krishna-paksa (dark moon fortnight). I was the second child..."

 

The Search for Sri Krishna, Reality the Beautiful
This comprehensive and fundamental book is compiled from informal talks of His Divine Grace Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj and was presented to his holy lotus hands on 30 October 1983. Since then, it has been republished several times. Here we are presenting the latest, fifth, edition published in 2000.
"Everyone is searching for rasa, pleasure. The status of rasa is the highest. As persons we have our subjective existence, but rasa, pleasure, has His supersubjective existence. He is a person. He is akhila rasamrta-murtih: the reservoir of all pleasure. He is Krishna. Rasa is Krishna. There cannot be rasa in any other place but Krishna. He is the fountainhead of all different types of rasa. So, by the nature of our constitution we have to search after Krishna."

 

Sri Guru and His Grace
A profound publication exploring the theme of Guru and disciple, compiled from the discourses of His Divine Grace Srila B.R. Sridhar Dev-Goswami Maharaj—presented here in English and Bengali languages.
"Guru is the divine messenger of immortal hope and joy in this mortal and miserable world. His advent is the most auspicious and happy event to the suffering animation and can be compared to the rising of the morning star that can guide the traveller lost in the desert. A gentle touch of Sri Guru's merciful hand can wipe away the incessant tears from all weeping eyes. Oh the day when this poor soul realises the causeless grace of Sri Gurudev."

 

The Golden Volcano Of Divine Love
This book has been compiled from the lectures of His Divine Grace Om Vishnupad Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj and found a very special place in the heart of its author to the extent that His Divine Grace remarked it was his favourite English language publication. The text presented here is the second edition of the book.
"Sri Chaitanya Mahaprabhu has taught us that separation is the highest principle in divinity. Just as the most intense conception of ecstasy is association with Krishna, the most intense conception of pain is separation from Krishna. Yet the pain felt from Krishna's separation is far more intense than the ecstasy felt from His association. Sriman Mahaprabhu says, 'Can't you understand the painful situation you are in? Your senses must have all been destroyed? Otherwise you would have died from the pain of separation from Krishna. It is inconceivable. We belong to Him wholesale. He is all in all to us, but we can't see Him. We are forcibly separated from Him. How can we tolerate this?'"

 

Loving Search for the Lost Servant
The Loving Search for the Lost Servant has been compiled from talks given by His Divine Grace Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj at Sri Chaitanya Saraswat Math on the banks of the sacred Ganges in Nabadwip Dham, India. The date of its manifestation is the 14th of March, 1987, the divine appearance day of Sri Chaitanya Maharaj. The text presented for online reading is as it is, without amendments or edits.
"The Lord's Loving Search for His Lost Servants: Great intensity is expressed here in a simple way. It is a mad search—an urgent campaign. With great earnestness Krsna comes to deliver His lost servants, to take us home. Once, as Krishna and the cows were returning from the Vrndavana forest at the end of the day, a boy had just attained spiritual emancipation and entered Vrndavana as a cowherd boy. Seeing His long lost servant, Krishna embraced him and both of them fainted in ecstasy. 'Why did you stay away? Why have you been living away from home for so long? How was it possible for you? How could you bear My separation? You left Me, and you have been passing lives after lives without Me? Still, I know what trouble you took to return to Me. You searched for Me everywhere, and went to beg from house to house, and you were chastised by many, ridiculed by many, and you shed tears for Me. I know all these things. I was with you. And now, after great trouble, you have again come back to Me.'"

 

Inner Fulfillment
An introductory book compiled from excerpts of informal discourses by His Divine Grace Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj. The first printing dates back to June 1995. The book is presented here for online reading as it was published, without any amendments or edits.
"Our life is unfulfilled and we want fulfillment, there is no doubt. But, what type of fulfillment should we hanker for and search after? We know we are in want, and at the same time we yearn to remove our want and obtain satisfaction. No doubt this is so for everyone. But how to make progress from unfulfilled life towards fulfillment?"

 

Centenary Anthology
Published first on 18 October 1995 as an offering in honour of the Centenary Anniversary of Srila B.R. Sridhar Dev-Goswami Maharaj's divine appearance an the conclusion of a year-long festival in the Mission, this book is a beautiful compilation of jewel articles on the history and the conceptual foundation of Sri Chaitanya Saraswat Math.
"We do not like to live in this material world that is so nasty. We are trying to realise how to live in the land of the soul. We are soul and we should live there. Our ambition of life is the higher plane of Krishna. We want to live in a country where the general insult and disregard is absent. We can live an honourable life there."

 

Sri Sri Prema Dhama Deva Stotram
A unique compilation of Sanskrit verses that contain most Pastimes of Sri Krishna Chaitanya Mahaprabhu, written by Om Vishnupad Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj. Sri Sri Prema Dhama Deva Stotram has found exceptional appreciation in the hearts of the Vaishnav community worldwide. These verses are also sung every evening (10 each day, starting from Saturday) at Sri Chaitanya Saraswat Math and its affiliate centers.
"I offer my respects unto Sri Gaurangadev, who rose like a golden moon in Sri Mayapura in 1407 Sakabda, revealed the Pastime of accepting the garments of the renounced order, sannyas, in 1431 Sakabda in order to benedict the entire material universe, and disappeared beyond the ordinary vision of the people of this world in 1455 Sakabda. I offer my obeisances to that beautiful Golden Lord, Gaurangasundar, the divine form of Krishna prema."

 

Sri Sri Dayita Dasa Dasakam
A poem composed by Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj after the disappearance of his Divine Master Bhagavan Srila Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupad: "O Dina-nayana, wherever that great soul may be, please quickly take this servitor there."

 

The All-Auspicious Name of Sri Chaitanya Saraswat Math
Srila B.R. Sridhar Dev-Goswami Maharaj expounds on the profundity of the Mission's name.

 

A Fugitive's Plea
"What have I not done to carry out the orders of these enemies living within me? Now I am disgusted, my Lord. I do not know why, how, but I was able to avoid their vigilant eyes and I have now run to You! Please give me some engagement!"

 

Ma Muncha-Pancha-Dasakam
A heart-felt poem composed by His Divine Grace Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj: "Don't abandon me. Deliver this servant. O Krishna! O ocean of mercy for the destitute! Helplessly subjugated by material nature, I have fallen within this terrible world."

 

Sri Nimai Sannyas
"Vishvambhar, the son of Jagannath Mishra, who resides in Nabadwip, Sachi's Nimai, oh! He has taken sannyas."

 


Also available for download:
Divine Aspiration
Exclusive Guardianship
Golden Staircase
Heart and Halo
Holy Engagement
Home Comfort
Home Comfort (another edition)
Ocean of Nectar
Sermons of the Guardian of Devotion Volume I
Sermons of the Guardian of Devotion Volume II
Sermons of the Guardian of Devotion Volume III
Sermons of the Guardian of Devotion Volume IV
Sri Sri Prapanna-jivanamritam
Subjective Evolution of Consciousness

 

 

 

 

 

 

 

ফিরে গ্রন্থাগারে

বাংলা গ্রন্থ
ইংরেজি ভাষায়
স্পেনীয় ভাষায়
রাশিয়ান ভাষায়

 


 

গ্রন্থকার:

শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ

শ্রীলভক্তিসুন্দর গোবিন্দ দেব-গোস্বামী মহারাজ

শ্রীলভক্তিরক্ষক শ্রীধর দেব-গোস্বামী মহারাজ

শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ

শ্রীলসচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর

অন্যান্য গ্রন্থপ্রকাশ:

শ্রীগৌড়ীয়-গীতাঞ্জলি

বিবিধ গ্রন্থবলী ও প্রবন্ধ

শ্রীচৈতন্য মহাপ্রভুর মূল শিক্ষা

আমাদের শ্রীগুরুপরম্পরার সম্পর্কে

 


 

সুযোগ নষ্ট করেন না
'যারা কোন ঝামেলা, কোন কষ্ট চায় না, তারা মুক্তিকামী । ভগবান বলছেন, 'আমাকে তাদ্বারা পাবে না ।' যারা হাঙ্গামা-ঝামেলা এড়িয়ে চুপচাপ থাকতে চান, তারা ভগবানকে পাবেন না । সত্যিকারের ভক্তগণ বলেন, 'তোমার সেবা করতে গেলে যদি ঝামেলা আসে আসুক !''

      

 

 

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥