![]() |
|||||||||||||||
|
|||||||||||||||
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
মহাপ্রভুর ধামের সম্বন্ধেরীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের পাত্রসায়ের বাঁকুড়ায় হরিকথামৃত (দ্বিতীয় ভাগ): "মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার আগে নাম ছিল নিমাই, পরে তাঁর নাম হয়েছে শ্রীকৃষ্ণচৈতন্য, অর্থাৎ কৃষ্ণ এই জড় জীব জগতকে চতন্য দিয়েছেন । তিনি গোলোক বৃন্দাবন থেকে কি জন্য এসেছেন ? জীবকে দয়া করার জন্য, আমাদের মত পতিত অধম জীবকে উদ্ধার করবার জন্য ভগবান নিজেই এই কলিযুগে এসেছেন ।" • ডাউনলোড / অডিও শোনা (16.2 Mb, 39 min | ২৫ জানুয়ারী ২০২১)
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
আমাদের পরিচয়রীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের পাত্রসায়ের বাঁকুড়ায় হরিকথামৃত (প্রথম ভাগ): "সাধু-সঙ্গে কৃষ্ণ-নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই । এই সাধু সঙ্গে কৃষ্ণ-নাম খুবই দুর্ল্লভ বস্তু । শাস্ত্রে বলেছে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়, হরিকথা বিহীন দিন হয়েছে দুর্দিন । আজকে আমদের এই সুযোগ এসেছে—বৈষ্ণবের মুখে, গুরুর মুখে, সাধুর মুখে কিছু হরিকথা শ্রবণ-কীর্ত্তন করবার আমরা সুযোগ লাভ কারেছি । কৃষ্ণ কৃতায় ? শ্রীহরিকথায় । কৃষ্ণ কোন বনে ? কৃষ্ণ হচ্ছেন সেবনে ।" • ডাউনলোড / অডিও শোনা (6.5 Mb, 16 min | ২৫ জানুয়ারী ২০২১)
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
হরিভজনময় জীবনরীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের কোলকাতায় হরিকথামৃত: "সঙ্কীর্ত্তন-যজ্ঞের দ্বারা গৌর-নিতাইকে আরাধনা করতে হয় আর সেটা সত্যিকারের নাম হতে হয় । সেই জন্য সব সময় সাধু সঙ্গে থাকা চাই । আমরা শ্রীগুরুদেবের কাছে প্রার্থনা করি, গুরুদেব তুমি আমাকে সহ্যক্ষমতা দাও, ধৈর্যক্ষমতা দাও যেন আমি সব সময় গুরু-বৈষ্ণব-ভগবানের সেবা করতে পারি, হরিনাম কীরত্তন করতে পারি, তাহলে আমার পরম কল্যাণ বস্তু লাভ হয়ে যাবে । সাধু-গুরু-বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে আমাদের দৈনিক হরিভজন কররতে হবে—আমরা সব সময় কৃষ্ণ নাম করব, কৃষ্ণধাম পরিক্রমা করব ।" • ডাউনলোড / অডিও শোনা (52.2 Mb, 2 hr 05 min | ১৬ জানুয়ারী ২০২১)
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
মহাপ্রভুর দুর্ল্লভ দান ও শিক্ষারীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের উলুবেড়িয়াতে হরিকথামৃত: "জীবকে দয়া করবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লোকের দ্বারে দ্বারে হেঁটে হেঁটে বলতেন, ‘জীব জাগো, জীব জাগো—জীব আর ঘুমিও না, এবার উঠে পড় !’ যে গোলোক বৃন্দাবদ ধাম থেকে আভিন্না, সেই শ্রীনবদ্বীপ অবলম্বন করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন । অবতীর্ণ হয়ে তিনি কী দিয়েছেন ? যে অত্যন্ত দুর্ল্লভ প্রেম ব্রহ্মা শিব মহেশ্বরও কৃষ্ণপ্রেম পান না, তিনি সেই কৃষ্ণপ্রেম লোকের দ্বারে দ্বারে বিতরণ করেছেন, কিন্তু সবাই ত সেই প্রেম ধরতে পারে নি—যাদের কৃষ্ণপ্রেম ধরার ক্ষমতা আছে, তারা সেটা ধরতে পারেন ।" • ডাউনলোড / অডিও শোনা (43.5 Mb, 1 hr 44 min | ১২ জানুয়ারী ২০২১)
সোমবার, ৪ জানুয়ারী ২০২১
শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথির উপলক্ষে পুষ্পাঞ্জলি নিবেদনশ্রীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লী থেকে online শ্রী শ্রী গৌড়ীয়-বৈষ্ণব সভার জন্য: "আজকে যাঁর তিরোভাব তিথি সেই মহাপুরুষের আমাদের পরমগুরুদেব ওঁবিষ্ণুপাদ ভগবান শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠকুর প্রভুপাদের শ্রীচরণকমলে বন্দনা করছি কিছু পুষ্পাঞ্জলি নিবেদন করার চেষ্টা করছি মাত্র । আমাদের মত অধমের পক্ষে সেটা সম্ভব নয়, তবুও তাঁদের কৃপায়, গুরুবর্গের কৃপায় ও আদেশে আমি কিছু কথা বলার চেষ্টা করছি মাত্র ।" • ডাউনলোড / অডিও শোনা (3.4 Mb, 8 min | ৩ জানুয়ারী ২০২১)
রবিবার, ৩ জানুয়ারী ২০২১
শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথিশ্রীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে: "আজকে প্রভুপাদের তিরোভাব তিথি । আমরা প্রার্থনা করি যেন উনি যেখানে থাকুন না কেন আমাদেরকের কৃপা করুন—তাঁর ধামের সেবা করতে করতে, তাঁর শ্রীচরণে সেবা করতে করতে আমাদের মঙ্গল হয় এবং যেন উনি আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করতে পারেন… এই দিনটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ দিন ।" • ডাউনলোড / অডিও শোনা (23 Mb, 55 min | ৩ জানুয়ারী ২০২১)
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
সেবাময় জীবনশ্রীল গুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে: "আজকে অনেক দিন পরে আবার শ্রীনবদ্বীপ ধামে আমরা সব উপস্থিত হয়েছি । নবদ্বীপধাম অভিন্না বৃন্দাবন ধাম, তার মধ্যেও এটা হচ্ছে শ্রীগোদ্রুমদ্বীপ । গুরুদেব কিসের খুশি হন?—সেই দিকে সব সময় নজর রাখতে হবে । আমি গুরুদেবের উৎসব করবার জন্য এসেছি । কেন ? সেটা আমার গুরুর উৎসব, আমি এই দিনের জন্য সুন্দরভাবে নিজে হাতে সব কিছু করছি । এই ভাবে আমি প্রথম থেকে গুরুদেবকে সন্তোষ করতাম । গুরুসেবা যদি না করতে পারি তাহলে কিছু লাভ হবে না ।" • ডাউনলোড / অডিও শোনা (19.7 Mb, 43 min | ২৬ ডিসেম্বর ২০২০)
রবিবার, ২০ নভেম্বর ২০২০
"সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হউ দূর"শ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত কাজিয়াখালিতে (উলুবেড়িয়া): "তাঁর পিতৃ চলে গিয়েছেন বলে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কিছু বৈষ্ণব সেবা, বৈষ্ণব হোম এবং ভক্তসেবা আয়োজন করেছেন, তাই আমরা সেই উপলক্ষে আজকে খুব সৌভাগ্যের ফলে এসে উপস্থিত হয়েছি । গুরুদেব সব সময় একটা কথা বলতেন, ‘বৈষ্ণবগণ যদি চলে যান এই জগৎ থেকে, সেই বৈষ্ণবগণের ক্রিয়াকার্য বেশি গুরুত্বপূর্ণ নয় । কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে বৈষ্ণব-সেবা এবং বৈষ্ণব হোম । ভক্তসেবা যেন ঠিক মত হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ।" • ডাউনলোড / অডিও শোনা (28.8 Mb, 68 min | ১৯ ডিসেম্বর ২০২০)
শনিবার, ১৯ নভেম্বর ২০২০
ক্ষুধার্ত জীবনযাত্রাশ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত ভগবানপুরে (মেদিনিপুরে): "এই মায়াবদ্ধ জীব শুধু নিজের টাকা, খাওয়া, পরা, ঘুম, এই সব নিয়ে চিন্তা করে—কী করে ভাল খাব ? কী করে ভাল পরব ? সেটা কে না করে ? আমা যখন শুয়োর ছিলাম কত বিষ্ঠা খেয়ে শেষ করেছি, যখন হাতি ছিলাম কত কলা গাছ শেষ করেছি, তাতে কি ক্ষিদা মিটেছে ? সব সমত আরো চাই । যাঁকে পেলে আর কোন চাওয়া-বাসনা থাকে না, সেই ভগবানের কাছে—নিজের বাড়িতে—যেতে হবে ।" • ডাউনলোড / অডিও শোনা (11 Mb, 27 min | ৮ ডিসেম্বর ২০২০)
শনিবার, ৫ নভেম্বর ২০২০
ভগবানকে কুঁজে পেতে হয়শ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত সিরাজপুরে (বর্ধমান): "ভারত ভূমিতে এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি কিন্তু আমরা আমাদের নিজের ভালটা জানি না, নিজের ভালটা বুঝতে পারি না—শুধু এই দেহের ভালটার জন্য এই সব টাকা, খাওয়া, পরা, ঘুম ভাবছি । আমরা মায়ার দাসত্ব করলাম—আমরা সবাই জন্মিয়েছি কৃষ্ণের দাসত্ব করবার জন্য কিন্তু জন্ম লাভ করবার পর আমরা ভুলে গিয়েছেন যে, জীব নিত্য কৃষ্ণদাস..." • ডাউনলোড / অডিও শোনা (13 Mb, 31 min | ১ ডিসেম্বর ২০২০)
"তাঁর জিনিস তাঁর সেবায়"
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবাশ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে : "কীর্ত্তন করে দিয়ে হরিকথা বেশি বলবেন কারণ এই কলিযুগের লোক ত পড়াশোনাই করতে চায় না, বই পড়তে চায় না, মোবাইল নিয়ে, পরিবেশ নিতে ব্যস্ত থাকে । কলিযুগের লোকের মন সব সময় চঞ্চল, বিকৃত । ভজন-কীর্ত্তন করলে মনটা শান্ত হয়ে যাবে । বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ ।" • ডাউনলোড / অডিও শোনা (12.8 Mb, 31 min | ২৭ নভেম্বর ২০২০)
বুধবার, ১৮ নভেম্বর ২০২০
শ্রীগোবর্দ্ধন পূজা ও আত্মাপরিচয়শ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে : “অহংকারীকে ভগবান দেখেন না, অহংকারীর কাছে ভগাবান থাকেন না । ‘দীনেরে অধিক দয়া করে ভগবান্ কুলীন, পণ্ডিত, ধনীর বড় অভিমান ।’ এটা মনে রাখতে হবে । কেন আমরা হরি ভজন করব ? কেন আমরা হরিনাম করব ? কেন আমরা বৈষ্ণব সেবা করব ? এই কলিযুগে আমরা এসেছি—আমরা কলিহত জীব….” • ডাউনলোড / অডিও শোনা (26.6 Mb, 63 min | ১৭ নভেম্বর ২০২০)
শনিবার, ১৪ নভেম্বর ২০২০
নিজের পরিচয় জানুনশ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে : "এই জগতে অনেকে অনেক কথা বলে কিন্তু সত্যিকারের আত্মাতত্ত্ব জ্ঞান, আত্মার কথা, নিজের পরম মঙ্গলের কথা অনেকে বলে না, অনেকে বুঝে না । প্রথম নিজের পরিচয় জানুন । নিজের পরিচয় না জানলে ভগবানকে জানতে পারব না । আমরা নিজের পরিচয় ভুলে গিয়েছি । আমাদের পরিচয় কী ? জানেন ? আমরা নিত্যকৃষ্ণদাস । সারা জীবন ধরে আমরা কৃষ্ণদাস—দুইদিনের জন্য নয়, তিনদিনের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়—জন্মজন্মান্তরে আমাদের পরিচয় হয়েছে আমরা নিত্যকৃষ্ণদাস ।" • ডাউনলোড / অডিও শোনা (21.6 Mb, 52 min | ১৩ নভেম্বর ২০২০)
বুধবার, ৪ নভেম্বর ২০২০
"কীর্ত্তনের ধামে সব সময় কীর্ত্তন করতে হবে"শ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে : "সব সময় গৌরহরির বন্দনা করতে হবে, গৌরহরির কীর্ত্তন করতে হবে । কীর্ত্তন করাবার কে অধিকারী ? দৈন্যতা থাকতে হবে, অপরের দিকে দয়া করতে হবে, অন্যে মান দিতে হবে, নিজের প্রতিষ্ঠা বর্জ্জন করতে হবে । ভক্তের জীবনে সেবাটাই হচ্ছে ব্রত । নিয়ম-সেবার ব্রত পালন কছেন ? সেবাটাই হচ্ছে ব্রত । সেবাই ব্রত, সেবাই প্রাণ, সেবাই নিয়ম । এইটা নিয়ম সেবা করা ।" • ডাউনলোড / অডিও শোনা (19.7 Mb, 47 min | ৩ নভেম্বর ২০২০)
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
ভালো অন্বেষী হউকশ্রীল গুরুপদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীলভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের হরিকথামৃত শ্রীনৃসিংহপল্লীতে : "আমি একটা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু গুরুদেব যে আমাকে সম্পত্তি দিয়েছেন, সেটা আমি অস্বীকার করতে পারি না । ঈশ্বরের কৃপায়, গুরুদেবের কৃপায় যে সম্পদ আমি পেয়েছি, সেটা আমি আপনাদেরকের বলিয়ে দিচ্ছি । সেটা যদি গ্রহণ করতে পারেন, তাহলে বার বার এখানে আসতে হবে না । চাতক পাখি যেমন এক ফোঁটা বৃষ্টির জলের জন্য অপেক্ষায় তাকিয়ে থাকে, তদ্রূপ গুরু-সেবার জন্য আমাদের অপেক্ষায় তাকিয়ে থাকতে হবে । কোন অজুহাত চলবে না ।" • ডাউনলোড / অডিও শোনা (16.1 Mb, 40 min | ২ নভেম্বর ২০২০)
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
(১২) শ্রীশ্রীঋতুদ্বীপ ও শ্রীরাধাকুণ্ড বর্ণন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"দেখিতে দেখিতে তবে, রাতুঃপুর চলে সবে, দেখি সেই নগরের শোভা । প্রভু নিত্যানন্দ বলে, ঋতুদ্বীপে আইল চলে, এই স্থানে অতি মনোলোভা ॥ বৃক্ষ সব নতশির, পবন বহয়ে ধীর, কুসুম ফুটেছে চারিভিত । ভৃঙ্গের ঝঙ্কার রব, কুসুমের গন্ধাসব, মাতায় পথিকগণ চিত ॥"
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
(১১) শ্রীশ্রীকোলদ্বীপ, শ্রীসমুদ্রগড়, শ্রীচম্পাহট্ট ও শ্রীজয়দেব-কথা বর্ণনা
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"ধন্য জয়দেব কবি ধন্য পদ্মাবতী । শ্রীগীতগোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতি ॥ জয়দেব ভোগ কৈল যেই প্রেমসিন্ধু । কৃপাকরি দেহ মোরে তার একবিন্দু ॥ এই কথা বলি জীব ধরণী লোটায় । নিত্যানন্দ শ্রীচরণে গড়াগড়ি যায় ॥"
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
(১০) শ্রীব্রাহ্মণপুষ্কর, শ্রীউচ্চহট্টাদি দর্শন ও
পরিক্রমা-ক্রম বর্ণন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"শুনহে কলির জীব ছাড়ি জ্ঞান কর্ম্ম । নিতাই চৈতন্য ভজ ত্যজি ধর্ম্মাধর্ম্ম ॥ দয়ার সমুদ্র সেই গৌর নিত্যানন্দ । অকাতরে দিবে ভাই সার ব্রজানন্দ ॥ যামিনী প্রভাত হৈলে নিত্যানন্দ রায় । জীবেরে লইয়া ধাম ভ্রমণেতে যায় ॥ বলে দেখ জীব এই গ্রাম মনোহর । এখন ব্রাহ্মণপুরা ডাকে সর্ব্বনর ॥ ব্রাহ্মণপুষ্কর নাম সর্ব্বশাস্ত্রে কয় ।"
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
(৯) শ্রীমধ্যদ্বীপ ও নৈমিষ বর্ণন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"নিশি অবসানে, মত্ত গৌরগাণে, চলিলেন নিত্যানন্দ । সঙ্গে ভক্তগণ, প্রেমেতে মগন, বিস্তারিয়া পরানন্দ ॥ মধ্যদ্বীপে আসি, বলে হাঁসি হাঁসি, এইত মাজিদা গ্রাম । হেথা সপ্তঋষি, ভজি গৌরশশী, করিলেন সুবিশ্রাম ॥"
রবিবার, ৩০ আগস্ট ২০২০
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনকুটির (স্বানন্দ-সুখদা-কুঞ্জ)
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"শ্রীল গুরুদেবের কৃপায়, সমস্ত ভক্তিবৃন্দের কৃপায় আমাদের শ্রীচৈতন্য সারস্বত মঠ (আন্তর্জাতিক) পরিক্রমা সঙ্ঘ এখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনকুটির ও সমাধি-মন্দিরে এসেছে । এই গৃহে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর থাকতেন ও ভজন করতেন ।"
রবিবার, ১৬ আগস্ট ২০২০
(৭) শ্রীসুবর্ণবিহার ও শ্রীদেবপল্লী বর্ণন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"সত্যযগে এইস্থানে, ছিল রাজা সবে জানে, শ্রীসুবর্ণসেন তার নাম । বহুকাল রাজ্য কৈল, পরেতে বার্দ্ধক্য হৈল, তবু নাহি কার্য্যেতে বিশ্রাম ॥ নারদ কহেন রায়, বৃথা তব দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে ॥ দারা পুত্র বন্ধুজন, কেহ নহে নিজ জন, মরণেতে কেহ নহে কার ॥"
(৮) শ্রীহরিহরক্ষেত্র, শ্রীমহাবারাণসী ও শ্রীশ্রীগোদ্রুমদ্বীপ বর্ণন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)
বুধবার, ১২ আগস্ট ২০২০
“শ্রীকৃষ্ণজন্ম বিনা জীবের জীবন বৃথা”
(শ্রীউপদেশ, তৃতীয় খণ্ড)"আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ইন্দ্রিয়ের ব্যর্থ ও পরিণামে পরমদুঃখের সম্ভোগের পিপাসায় শ্রীকৃষ্ণের এক একটি ক্ষুদ্র নকল সংস্করণ সাজিয়া রহিয়াছি ! পরাৎপর-কৃষ্ণের পরিবর্ত্তে অসুর-কৃষ্ণের জন্ম আমাদের অস্মিতাকে গ্রাস করিয়াছে । সম্ভোগে মত্ত হইয়া আমরা কেহ মনে করিতেছি, কৃষ্ণভজনের প্রয়োজন কি ? আমাদের হৃদয়ে সম্ভোগের অসুর প্রতিমুহূর্ত্তে জন্মগ্রহণ করিতেছে, কৃষ্ণের জন্মে আমাদের প্রয়োজন কি ?"
রবিবার, ২ আগস্ট ২০২০
(৬) শ্রীগঙ্গানগর, শ্রীপৃথুকুণ্ড, শ্রীসীমন্তদ্বীপ, শ্রীবিশ্রামস্থানাদি দর্শন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"পরদিন প্রাতে প্রভু নিত্যানন্দরায় । শ্রীবাস শ্রীজীব লয়ে গৃহ বাহিবার ॥ অন্তর্দ্বীপ প্রান্তে প্রভু আইলা যখন । শ্রীগঙ্গানগর জীবে দেখায় তখন ॥ প্রভু বলে শুন জীব এ গঙ্গানগর । স্থাপিলেন ভাগীরথ রঘু বংশধর ॥"
বুধবার, ১৫ জুলাই ২০২০
(৩) শ্রীশ্রীনবদ্বীপধাম পরিক্রমার সাধারণ বিধি
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"জয় জয় নবদ্বীপধাম সর্ব্বধাম সার । যেই ধাম সহ গৌরচন্দ্র অবতার ॥ সংক্ষেপে কহিনু পরিক্রমা বিবরণ । বিস্তারিয়া বলি এবে করহ শ্রবণ ॥ যেই জন ভ্রমে একবিংশতি যোজন । অচিরে লভয় সেই গৌরপ্রেম ধন ॥"
(৪) শ্রীজীবের আগমন ও শ্রীনিত্যানন্দ প্রভু তাঁহাকে শ্রীনবদ্বীপতত্ত্ব বলেন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)
রবিবার, ১৯ জুলাই ২০২০
শ্রীকোলদ্বীপ • কুলিয়া ও গুপ্ত-গোবর্দ্ধন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"শ্রীকোলদ্বীপে এসে আমাদের আর একটা প্রগাঢ় কথা বলা উচিত । এই গুপ্তগোবর্দ্ধনের মধ্যে আমাদের শ্রীচৈতন্য সারস্বত মঠ বিরাজ করে । আমাদের পরমগুরুদেব পূজ্যপাদ ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ এখানে ১৯৪১ সালে এসেছিলেন..."
বুধবার, ১৫ জুলাই ২০২০
(২) শ্রীশ্রীনবদ্বীপধামের সাধারণ মাহাত্ম্য কথন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"গৌরচন্দ্র গৌড়ভূমে করিল প্রকাশ ॥ এমন দয়ালু প্রভু যে জন না ভজে । এমন অচিন্ত্য ধাম যেই জন ত্যজে ॥ এই কলিকালে তার সম ভাগ্যহীন । না দেখি জগতে আর শোচনীয় দীন ॥ অতএব ছাড়ি ভাই অন্য বাঞ্ছা রতি । নবদ্বীপ ধামে মাত্র হও একমতি ॥"
রবিবার, ১২ জুলাই ২০২০
(১) শ্রীশ্রীনবদ্বীপধামের সাধারণ মাহাত্ম্য কথন
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"সকল ভকত পদে করিয়া প্রণাম । সংক্ষেপে বর্ণিব আমি নবদ্বীপধাম ॥ হেন নবদ্বীপধাম সর্ব্বধাম সার । কলিতে আশ্রয় করি জীব হয় পার ॥ তারক পারক বিদ্যাদ্বয় অবিরত । নবদ্বীপবাসীগণে সেবে রীতিমত ॥ এস হে কলির জীব ছাড় কুটিনাটি । নির্ম্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি ॥ এই বলি নিত্যানন্দ ডাকে বারবার । তবুত দুর্ভাগা জন না করে স্বীকার ॥"
বুধবার, ৮ জুলাই ২০২০
শ্রীগৌরধাম ও শ্রীভক্তিবিনোদ
(শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা)"শ্রীগৌরধাম দর্শন করিবার চক্ষু কিরূপে লাভ করিতে হয়, তাহাও নদীয়াপ্রকাশ ঠাকুর ভক্তিবিনোদ আমাদিগকে জানাইয়াছেন । গৌরধামের কৃপা লাভ করিতে হইলে সর্ব্বাগ্রে শ্রীল ঠাকুর ভক্তিবিনোদের কৃপা লাভ করিতে হইবে ।"
← সংরক্ষণাগার : আগের আপডেট
|
বিষ্ণু মাস—৩০ দিন ১৮ বিষ্ণু, ১ বৈশাখ, ১৫ এপ্রিল, বৃহস্পতিবার, গৌর-তৃতীয়া দিবা ১।০৫ । নববর্ষারম্ভ । উঃ ৫।২১ অঃ ৫।৫৪ । ২০ বিষ্ণু, ৩ বৈশাখ, ১৭ এপ্রিল, শনিবার, গৌর-পঞ্চমী অপরাহ্ন ৪।৪৫ । শ্রীপাদ রামানুজ আচার্য্যের আবির্ভাব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিহৃদয় বন মহারাজের আবির্ভাব । উঃ ৫।১৯ অঃ ৫।৫৫ । ২২ বিষ্ণু, ৫ বৈশাখ, ১৯ এপ্রিল, সোমবার, গৌর-সপ্তমী রাত্রি ৬।৫৭ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবিলাস তীর্থ মহারাজের আবির্ভাব । উঃ ৫।১৭ অঃ ৫।৫৬ । ২৪ বিষ্ণু, ৭ বৈশাখ, ২১ এপ্রিল, বুধবার, গৌর-নবমী রাত্রি ৭।০৯ । শ্রীশ্রীরামচন্দ্রের জন্মোৎসব । শ্রীশ্রীরাম-নবমীর ব্রত ও উপবাস । “মধ্যাহ্নে জন্ম ভাবয়েৎ” । উঃ ৫।১৬ অঃ ৫।৫৭ । ২৫ বিষ্ণু, ৮ বৈশাখ, ২২ এপ্রিল, বৃহস্পতিবার, গৌর-দশমী সন্ধ্যা ৬।৩০ । প্রাতঃ ৫।১৫ গতে পূর্ব্বাহ্ন ৯।২৯ মধ্যে শ্রীশ্রীরামনবমী ব্রতের পারণ । উঃ ৫।১৫ অঃ ৫।৫৭ । ২৬ বিষ্ণু, ৯ বৈশাখ, ২৩ এপ্রিল, শুক্রবার, গৌর-একাদশী অপরাহ্ন ৫।২৪ । কামদা একাদশী ব্রতের উপবাস । উঃ ৫।১৫ অঃ ৫।৫৮ । ২৭ বিষ্ণু, ১০ বৈশাখ, ২৪ এপ্রিল, শনিবার, গৌর-দ্বাদশী দিবা ৩।৫৪ । প্রাতঃ ৫।১৩ গতে পূর্ব্বাহ্ন ৯।২৮ মধ্যে একাদশীর পারণ । ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজের তিরোভাব মহোৎসব । শ্রীকৃষ্ণের দমনকারোপণ উৎসব । উঃ ৫।১৩ অঃ ৫।৫৮ । ২৯ বিষ্ণু, ১২ বৈশাখ, ২৬ এপ্রিল, সোমবার, গৌর-চতুর্দ্দশী দিবা ১১।৫৮ । উঃ ৫।১২ অঃ ৫।৫৯ । ৩০ বিষ্ণু, ১৩ বৈশাখ, ২৭ এপ্রিল, মঙ্গলবার, পূর্ণিমা দিবা ৯।৪১ । শ্রীকৃষ্ণের বসন্ত রাস । শ্রীশ্রীবলরামের রাসযাত্রা । শ্রীল বংশীবদানন্দ ঠাকুরের ও শ্রীল শ্যামানন্দ প্রভুর আবির্ভাব । পূর্ণিমার উপবাস । উঃ ৫।১১ অঃ ৫।৫৯ । মধুসূদন মাস—২৯ দিন মে মাস—৩১ দিন ৪ মধুসূদন, ১৭ বৈশাখ, ১ মে, শনিবার, কৃষ্ণ-পঞ্চমী রাত্রি ১০।০৫ । শ্রীপাদ কৃষ্ণদাস বাবাজী মহারাজের তিরোভাব । উঃ ৫।০৯ অঃ ৬।০১ । ৬ মধুসূদন, ১৯ বৈশাখ, ৩ মে, সোমবার, কৃষ্ণ-সপ্তমী রাত্রি ৬।৫১ । শ্রীল অভিরাম ঠাকুরের তিরোভাব । উঃ ৫।০৭ অঃ ৬।০১ । ৯ মধুসূদন, ২২ বৈশাখ, ৬ মে, বৃহস্পতিবার, কৃষ্ণ-দশমী অপরাহ্ন ৫।০৮ । শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব । উঃ ৫।০৫ অঃ ৬।০৩ । ১০ মধুসূদন, ২৩ বৈশাখ, ৭ মে, শুক্রবার, কৃষ্ণ-একাদশী অপরাহ্ন ৫।৩৪ । বরুথিনী একাদশী ব্রতের উপবাস । শ্রীযুক্ত সৌরীন্দ্রনাথ ভক্তি বারিধি প্রভুর তিরোভাব উৎসব । উঃ ৫।০৫ অঃ ৬।০৩ । ১১ মধুসূদন, ২৪ বৈশাখ, ৮ মে, শনিবার, কৃষ্ণ-দ্বাদশী সন্ধ্য ৬।৩০ । প্রাতঃ ৫।০৪ গতে পূর্ব্বাহ্ন ৯।২৪ মধ্যে একাদশীর পারণ । উঃ ৫।০৪ অঃ ৬।০৪ । ১৩ মধুসূদন, ২৬ বৈশাখ, ১০ মে, সোমবার, কৃষ্ণ-চতুর্দ্দশী রাত্রি ৯।৩৭ । উঃ ৫।০৩ অঃ ৬।০৫ । ১৪ মধুসূদন, ২৭ বৈশাখ, ১১ মে, মঙ্গলবার, অমাবস্যা রাত্রি ১১।৩৬ । শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব । উঃ ৫।০৩ অঃ ৬।০৫ । ১৫ মধুসূদন, ২৮ বৈশাখ, ১২ মে, বুধবার, গৌর-প্রতিপদ রাত্রি ১।৪০ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্ত্যালোক পরমহংস মহারাজের আবির্ভাব । উঃ ৫।০২ অঃ ৬।০৬ । ১৬ মধুসূদন, ২৯ বৈশাখ, ১৩ মে, বৃহস্পতিবার, গৌর-দ্বিতীয়া রাত্রি ৩।৩৬ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবিচার যাযাবর মহারাজের আবির্ভাব । উঃ ৫।০১ অঃ ৬।০৬ । ১৭ মধুসূদন, ৩০ বৈশাখ, ১৪ মে, শুক্রবার, গৌর-তৃতীয়া অহোরাত্র । অক্ষয়-তৃতীয়া । শ্রীশ্রীজগন্নাথদেবের ২১ দিবসব্যাপী চন্দন যাত্রা আরম্ভ । উঃ ৫।০১ অঃ ৬।০৭ ।
জ্যৈষ্ঠ মাস—৩১ দিন ২০ মধুসূদন, ২ জ্যৈষ্ঠ, ১৭ মে, সোমবার, গৌর-পঞ্চমী দিবা ৭।২৭ । শ্রীপাদ শঙ্করাচার্য্যের আবির্ভাব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবিলাস গভাস্তিনেমী মহারাজের তিরোভাব । উঃ ৪।৫৯ অঃ ৬।০৮ । ২২ মধুসূদন, ৪ জ্যৈষ্ঠ, ১৯ মে, বুধবার, গৌর-সপ্তমী দিবা ৭।৩৮ । জহ্নু সপ্তমী । শ্রীজাহ্নবী পূজা । উঃ ৪।৫৮ অঃ ৬।১০ । ২৪ মধুসূদন, ৬ জ্যৈষ্ঠ, ২১ মে, শুক্রবার, গৌর-নবমী প্রাতঃ ৫।৫২ পরে পরে গৌর-দশমী শেষরাত্রি ৪।২২ । শ্রীনিত্যানন্দ-শক্তি শ্রীজাহ্নবাদেবীর ও শ্রীরামশক্তি সীতাদেবীর আবির্ভাব । উঃ ৪।৫৭ অঃ ৬।১১ । ২৫ মধুসূদন, ৭ জ্যৈষ্ঠ,২২ মে, শনিবার, গৌর-একাদশী রাত্রি ২।৩১ । অদ্য উপবাস নহে । উঃ ৪।৫৭ অঃ ৬।১১ । ২৬ মধুসূদন, ৮ জ্যৈষ্ঠ, ২৩ মে, রবিবার, গৌর-দ্বাদশী রাত্রি ১২।২৪ । পূর্ব্বদিনের একাদশী তিথি দশমী অরুণোদয় বিদ্ধা হওয়ায় অদ্য মোহিনী একাদশী ব্রতের উপবাস । উঃ ৪।৫৭ অঃ ৬।১২ । ২৭ মধুসূদন, ৯ জ্যৈষ্ঠ, ২৪ মে, সোমবার, গৌর-ত্রয়োদশী রাত্রি ১০।০৬ । প্রাতঃ ৪।৫৭ গতে পূর্ব্বাহ্ন ৯।২২ মধ্যে মোহিনী একাদশী পারণ । উঃ ৪।৫৭ অঃ ৬।১২ । ২৮ মধুসূদন, ১০ জ্যৈষ্ঠ, ২৫ মে, মঙ্গলবার, গৌর-চতুর্দ্দশী রাত্রি ৭।৪১ । শ্রীশ্রীনৃসিংহ-চতুর্দ্দশী ব্রত ও উপবাস । উঃ ৪।৫৭ অঃ ৬।১২ । ২৯ মধুসূদন, ১১ জ্যৈষ্ঠ, ২৬ মে, বুধবার, পূর্ণিমা অপরাহ্ন ৫।১৪ । প্রাতঃ ৪।৫৬ গতে পূর্ব্বাহ্ন ৯।২১ মধ্যে শ্রীশ্রীনৃসিংহ-চতুর্দ্দশী ব্রতের পারণ । শ্রীকৃষ্ণের ফুলদোল ও সলিল-বিহার । বুদ্ধ পূর্ণিমা । শ্রীল পরমেশ্বরী দাস ঠাকুরের তিরোভাব । শ্রীল শ্রীনিবাস আচার্য্যের আবির্ভাব । পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (ভারতবর্ষে দৃশ্য) দিবা ৩।১৫–সন্ধ্যা ৬।২৩ । উঃ ৪।৫৬ অঃ ৬।১৩ । ত্রিবিক্রম মাস—২৯ দিন ১ ত্রিবিক্রম, ১২ জ্যৈষ্ঠ, ২৭ মে, বৃহস্পতিবার, কৃষ্ণ-প্রতিপদ দিবা ২।৪৯ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিসারঙ্গ গোস্বামী মহারাজের তিরোভাব । উঃ ৪।৫৬ অঃ ৬।১৩ । ৫ ত্রিবিক্রম, ১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, সোমবার, কৃষ্ণ-পঞ্চমী দিবা ৭।০৬ । শ্রীল রামানন্দ রায়ের তিরোভাব । উঃ ৪।৫৬ অঃ ৬।১৪ ।
|
||||||||||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||||||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |