![]() |
|||||||
| |||||||
|
|||||||
১ বিষ্ণু, ২৩ ফাল্গুন, ৮ মার্চ
শ্রীগৌড়ীয়-পর্ব্ব-তালিকা (১৪২৯–১৪৩০)
"যে বৈষ্ণব পঞ্জিকায় উল্লেখ হয় তাঁর সম্বন্ধে কিছু না জানলেও তাঁকে তাঁর তীথিতে ‘জয়’ দেবেন । আমাদের সব সময় সমস্ত বৈষ্ণবগণের তিরোভাব ও আবির্ভাব তিথি স্মরণ করতে হবে । ওই পরম বৈষ্ণবগণকে, মহাপুরুষগণকে স্মরণ করা আমাদের পরমার্থিক জীবনে মঙ্গল আনবে ।"
৪ নারায়ণ, ২৫ অগ্রহায়ণ, ১২ ডিসেম্বর
গৌড়ীয়ে
প্রীতি
(ভগবান ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী
ঠাকুর প্রভুপাদের হরি-কথামৃত)
"গৌড়ীয় ভাষার পাঠক, গৌড়-দেশের অধিবাসি, তোমাদিগের আচার, ব্যবহার, ভাষা, রুচি, নীতি ও ধর্ম্মবিশ্বাস গৌড়ীয়ের মত হওয়াই প্রার্থনীয় । তোমাদের গৌড়ীয় পরিচয়ে যাহা কিছু অগৌড়ীয়ের মত আছে বা হ’তে চলিয়াছে, তাহা ক্রমশঃ পরিহার করিয়া গৌড়ীয়ের আদর্শ সমগ্রজগতের দেখ্বার মত কর ।"
শ্রীচৈতন্য-সারস্বত মঠের সম্পর্কে
শ্রীচৈতন্য সারস্বত মঠ কি ও তাঁর বৈশিষ্ট্য
শ্রীচৈতন্য-সারস্বত মঠের বই ও প্রবন্ধ "আপনারা সব সময় ভগবৎ-কীর্তন, ভগবৎ-কথা শ্রবণ-কীর্তন করবেন । আমরা গুরুদেবকে কোথায় পাব ? গুরুদেব ত’ চলে গিয়েছেন । তবু আমরা গুরুদেবের গ্রন্থ পড়ে গুরুদেবের সঙ্গ লাভ করতে পারি । আমি যখন এখান থেকে চলে যাব, আপনারা কোথায় সঙ্গ লাভ করবেন ? আমার গ্রন্থগুলো আছে—এই গ্রন্থগুলো পড়ে প্রত্যেক দিন গুরুদেবকে দর্শন করতে পারবেন এবং গুরুদেবের সঙ্গ লাভ করতে পারবেন ।" “যে আমাদের গুরুদেব সমস্ত পৃথিবীতে বলে দিয়েছেন, যে তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন (তাঁর বইগুলো, তাঁর অডিও- ও ভিডিও-বক্তৃতাগুলো), সেটাকে আমাদের অপরকে বিতরণ করতে হবে । যে আমরা বানান বা আবিষ্কার করি, সেটাকে বিতরণ করা উচিৎ নয় । যে গুরুদেব বানান বা আবিষ্কার করেছেন, সেটাকে বিতরণ করুন—সেটাই যথেষ্ট, সেটা করলে জগতের জীবগুল মঙ্গল লাভ করতে পারে ।” “আমাদের এতগুলো বই আছে কিন্তু আমরা পড়ি না । আমরা বইগুলো ছাপিয়েছি পেপার প্লেট বা চানাচুর-সিঙ্গারার ঠোঙার জন্য নয় ! যখন সময় পান, ওই বইগুলো পড়ুন । সেটা খুব গুরুত্বপূর্ণ ।” “আমরা বড় বা ঐশ্বর্যবান হতে চাই না, আমরা অনুকরণকারী হতে চাই না—আমরা আসল জিনিস চাই । সেইজন্য আপনাদের ধারণাটা বুঝতে হবে । শ্রীলশ্রীধর মহারাজ ও শ্রীলগুরুদেবের বইগুলো পড়তে হবে, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন । আমি অনেক সময় বলেছি—যখন সময় পান, পড়ুন । গ্রান্থ পড়তে পড়তে আসল ধারণাটা কী সেটা বুঝতে চেষ্টা করুন ।” “শ্রীলশ্রীধর মহারাজ ও শ্রীলগুরুদেবের অনেক বইগুলো আছে—আমাদের শিক্ষা বা ধারণাটা তাদের মধে রাখা হয় । তাই আপনাদের আসল খাদ্যটা আছে ।” “গুরু সব সময় আমাদের পাশেই থাকেন, তিনি আমাদের সব সময় উপদেশ দেন । তাঁর উপদেশ, তাঁর কথা স্মরণ করলে, তাঁর বইগুলো পড়লে, তা দ্বারা আমরা সব সময় তাঁর সঙ্গ লাভ করতে পারি । আপনারা সেতা সহজে বুঝতে পারেন ।” “যখন সময় পান, গুরুদেবের বইগুলো পড়ুন । যদি ভাবেন, 'বই পড়ে কোন রুচি পাই না' তাহলে বুঝতে পারেন যে, ভিতরে আপনাদের হৃদয়ের মধ্যে অপরাধের বীজ রয়েছে ।” (ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের মুখনিঃসৃত হরিকথামৃত বাণী)
শ্রীগুরুপাদপদ্মের শেষ-কথা
(ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তি নির্ম্মল আচার্য্য মহারাজের হরি-কথামৃত)
|
কার্ত্তিক মাস—৩০ দিন দামোদর মাস—৩০ দিন (নভেম্বর মাস—৩০ দিন) ১৮ দামোদর, ২৮ কার্ত্তিক, ১৫ নভেম্বর, বুধবার, গৌর দ্বিতীয়া দিবা ১।৫৫।২৯ । শ্রীল বাসুঘোষ ঠাকুরের তিরোভাব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিসর্ব্বস্ব গিরি মহারাজের তিরোভাব । ভ্রাতৃ-দ্বিতীয়া কৃত্যম্ । উঃ ৫।৫৩।১১, অঃ ৪।৪৯।৩ । ২০ দামোদর, ৩০ কার্ত্তিক, ১৭ নভেম্বর, শুক্রবার, গৌর চতুর্থী দিবা ১১।২৯।৬ । বিশ্ববরেণ্য ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তি-বেদান্ত স্বামী মহারাজের তিরোভাব । উঃ ৫।৫৪।৩৯, অঃ ৪।৪৮।১৪ ।
অগ্রহায়ণ মাস—২৯ দিন ২১ দামোদর, ১ অগ্রহায়ণ, ১৮ নভেম্বর, শনিবার, গৌর পঞ্চমী দিবা ৯।৪৩।৩৪ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্ত্যালোক পরমহংস মহারাজের তিরোভাব । উঃ ৫।৫৫।২৫, অঃ ৪।৪৭।৫১ । ২৩ দামোদর, ৩ অগ্রহায়ণ, ২০ নভেম্বর, সোমবার, গৌর অষ্টমী রাত্রী ৩।৮।৩৩ । শ্রীগোপাষ্টমী । শ্রীগোষ্ঠাষ্টমী । শ্রীল গদাধর দাস গোস্বামী, শ্রীল ধনঞ্জয় পণ্ডিত ও শ্রীল শ্রীনিবাস আচার্য্য প্রভুর তিরোভাব । উঃ ৫।৫৬।৫৯, অঃ ৪।৪৭।৯ । ২৫ দামোদর, ৫ অগ্রহায়ণ, ২২ নভেম্বর, বুধবার, গৌর দশমী রাত্রী ১০।২৬।৫৮ । উঃ৫।৫৮।৩৬, অঃ ৪।৪৬।২৯ । ২৬ দামোদর, ৬ অগ্রহায়ণ, ২৩ নভেম্বর, বৃহস্পতিবার, গৌর একাদশী রাত্রী ৮।১৬।১২ । শ্রীউত্থানৈকাদশী ব্রতের উপবাস । ওঁ বিষ্ণুপাদ পরমহংস শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের তিরোভাব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিদয়িত মাধব মহারাজের আবির্ভাব । শ্রীভীষ্মপঞ্চক । শ্রীহরির উত্থান । একাদশ্যারম্ভ পক্ষে চাতুর্ম্মাস্য, ঊর্জ্জব্রত, দামোদর-ব্রত, কার্ত্তিক-ব্রত বা নিয়ম-সেবা সমাপ্ত । উঃ ৫।৫৯।২৬, অঃ ৪।৪৬।১০ । ২৭ দামোদর, ৭ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, শুক্রবার, গৌর দ্বাদশী রাত্রী ৬।১৭।১৭ । প্রাতঃ ৬।০।১৭ গতে পূর্ব্বহ্ন ৯।৩৫।২৯ মধ্যে একাদশীর পারণ । দ্বাদশ্যারম্ভ পক্ষে চাতুর্ম্মাস্য, ঊর্জ্জব্রত, দামোদর-ব্রত, কার্ত্তিক-ব্রত বা নিয়ম-সেবা সমাপ্ত । উঃ ৬।০।১৭, অঃ ৪।৪৫।৫৩ । ২৯ দামোদর, ৯ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, রবিবার, গৌর চতুর্দ্দশী দিবা ৩।১৩।৩২ । শ্রীল ভূগর্ভ গোস্বামী ও শ্রীল কাশীশ্বর পণ্ডিতের তিরোভাব । শ্রীমদ্ভক্তিপ্রমোদ পুরী মহারাজের নির্য্যাণ । উঃ ৬।১।২০, অঃ ৪।৪৬।১ । ৩০ দামোদর, ১০ অগ্রহায়ণ, ২৭ নভেম্বর, সোমবার, পূর্ণিমা দিবা ২।১৬।৮ । শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা । শ্রীল সুন্দরানন্দ ঠাকুরের তিরোভাব । শ্রীল নিম্বার্ক আচার্য্যের আবির্ভাব । শ্রীধামবৃন্দাবনে শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ-গান্ধর্ব্বা-রাসবিহারী জীউর প্রাকট্য মহোৎসব । পৌর্ণমাস্যারম্ভ পক্ষে চাতুর্ম্মাস্য, ঊর্জ্জব্রত, দামোদর-ব্রত, কার্ত্তিক-ব্রত বা নিয়ম-সেবা, শ্রীভীষ্মপঞ্চক সমাপ্ত । পূর্ণিমার উপবাস । উঃ ৬।১।৫১, অঃ ৪।৪৬।৪ । কেশব মাস—২৯ দিন (ডিসেম্বর মাস—৩১ দিন) ১০ কেশব, ২০ অগ্রহায়ণ, ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, কৃষ্ণ দশমী রাত্রী ২।৫২।১৬ । উঃ ৬।৭।৫৪, অঃ ৪।৪৭।৩২ । ১১ কেশব, ২১ অগ্রহায়ণ, ৮ ডিসেম্বর, শুক্রবার, কৃষ্ণ একাদশী শেষ রাত্রী ৪।১৭।৮ । উৎপন্না একাদশী ব্রতের উপবাস । শ্রীযুক্ত ধনঞ্জয় দাস প্রভুর নির্য্যাণ । উঃ ৬।৮।৩৪, অঃ ৪।৪৭।৪৪ । ১২ কেশব, ২২ অগ্রহায়ণ, ৯ ডিসেম্বর, শনিবার, কৃষ্ণ দ্বাদশী শেষ রাত্রী ৫।১৫।৩৭ । ১০।৩২।০ গতে ১৬।৪৬।২২ মধ্যে একাদশী পারণ । শ্রীল নরহরি সরকার ঠাকুর ও শ্রীল কালিয় কৃষ্ণদাসের তিরোভাব । উঃ ৬।৯।১৪, অঃ ৪।৪৭।৫৭ । ১৩ কেশব, ২৩ অগ্রহায়ণ, ১০ ডিসেম্বর, রবিবার, কৃষ্ণ ত্রয়োদশী শেষরাত্রী ৫।৪২।২৬ । শ্রীল সারঙ্গ ঠাকুরের তিরোভাব । উঃ ৬।৯।৫৪, অঃ ৪।৪৮।৯ । ১৪ কেশব, ২৪ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, সোমবার, কৃষ্ণ চতুর্দ্দশী শেষরাত্রী ৫।৩৮।৩ । উঃ ৬।১০।৩৫, অঃ ৪।৪৮।২৩ । ১৫ কেশব, ২৫ অগ্রহায়ণ, ১২ ডিসেম্বর, মঙ্গলবার, অমাবস্যা শেষরাত্রী ৫।৪।১৩ । শ্রেষ্ঠার্য্য শ্রীল জগবন্ধু ভক্তিরঞ্জনের তিরোভাব । অমাবস্যার উপবাস । উঃ ৬।১১।১৭, অঃ ৪।৪৮।৩৭ ।
পৌষ মাস—২৯ দিন ২১ কেশব, ১ পৌষ, ১৮ ডিসেম্বর, সোমবার, গৌর ষষ্ঠী রাত্রী ৬।১৯।৩১ । শ্রীশ্রীজগন্নাথদেবের ওড়নষষ্ঠী । শ্রীধাম পুরীতে শ্রীচৈতন্য-সারস্বত মঠে শ্রীশ্রীনিতাই-চৈতন্য বিগ্রহগণের প্রাকট্য মহোৎসব । উঃ ৬।১৫।৩২, অঃ ৪।৫১।৬ । ২৩ কেশব, ৩ পৌষ, ২০ ডিসেম্বর, বুধবার, গৌর অষ্টমী দিবা ১।৪০।১৫ । সূর্য্যকুণ্ডবাসী শ্রীল মধুসূদন দাস বাবাজী মহারাজের তিরোভাব । উঃ ৬।১৬।৫৭, অঃ ৪।৫০।৩৭ । ২৪ কেশব, ৪ পৌষ, ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার, গৌর নবমী দিবা ১১।৩০।৫১ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিকমল মধুসূদন মহারাজের আবির্ভাব । উঃ ৬।১৭।৪১, অঃ ৪।৫০।৫৩ । ২৫ কেশব, ৫ পৌষ, ২২ ডিসেম্বর,শুক্রবার, গৌর দশমী দিবা ৯।৩৪।১২ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিকুসুম শ্রমণ মহারাজের তিরোভাব । উঃ ৬।১৮।২৫, অঃ ৪।৫১।৯ । ২৬ কেশব, ৬ পৌষ, ২৩ ডিসেম্বর, শনিবার, গৌর একাদশী দিবা ৭।৫৩।৫৬ । মোক্ষদা একাদশী ব্রতের উপবাস । উঃ ৬।১৯।৮, অঃ ৪।৫১।২৫ । ২৭ কেশব, ৭ পৌষ, ২৪ ডিসেম্বর, রবিবার, গৌর দ্বাদশী প্রাতঃ ৬।৩৬।৩২ । পরে গৌর ত্রয়োদশী শেষরাত্রী ৫।৪১।৫৪ । প্রাতঃ ৬।১৯।৫২ গতে প্রাতঃ ৬।৩৬।৩২ মধ্যে একাদশীর পারণ । উঃ ৬।১৯।৫২, অঃ ৪।৫১।৪১ । ২৮ কেশব, ৮ পৌষ, ২৫ ডিসেম্বর, সোমবার, গৌর চতুর্দ্দশী শেষরাত্রী ৫।১৬।১২ । উঃ ৬।২০।৭, অঃ ৪।৫২।২৫ । ২৯ কেশব, ৯ পৌষ, ২৬ ডিসেম্বর, মঙ্গলবার, পূর্ণিমা শেষরাত্রী ৫।২১।২০ । পূর্ণিমার উপবাস । উঃ ৬।২০।২৩, অঃ ৪।৫৩।৯ । নারায়ণ মাস—৩০ দিন ২ নারায়ণ, ১১ পৌষ, ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, কৃষ্ণ দ্বিতীয়া অহোরাত্র । ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর্য্য অষ্টোত্তরশতশ্রী শ্রীমদ্ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজের শুভ আবির্ভাব মহামহোৎসব । উঃ ৬।২০।৫৪, অঃ ৪।৫৪।৩৭ । ৪ নারায়ণ, ১৩ পৌষ, ৩০ ডিসেম্বর, শনিবার, কৃষ্ণ তৃতীয়া দিবা ৮।৩৬।৫২ । ওঁ বিষ্ণুপাদ শ্রীমদ্ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজের আবির্ভাব পীঠ ও শৈশব-কালীন পীঠ যথাক্রমে শ্রীপাট বামুনপাড়া ও শ্রীপাট নাদনঘাটে মহামহোৎসব । উঃ ৬।২১।২৪, অঃ ৪।৫৬।৪ । ৫ নারায়ণ, ১৪ পৌষ, ৩১ ডিসেম্বর, রবিবার, কৃষ্ণ চতুর্থী দিবা ১০।৩০।০ । ভগবান্ শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের তিরোভাব মহোৎসব । উঃ ৬।২১।৩৮, অঃ ৪।৫৬।৪৭ । (জানুয়ারী মাস—৩১ দিন) ১১ নারায়ণ, ২০ পৌষ, ৬ জানুয়ারী, শনিবার, কৃষ্ণ দশমী রাত্রী ৮।৫৬।৬ । উঃ ৬।২৩।২, অঃ ৫।১।২ । ১২ নারায়ণ, ২১ পৌষ, ৭ জানুয়ারী, রবিবার, কৃষ্ণ একাদশী রাত্রী ৯।২০।২৩ । সফলা একাদশীর ব্রতের উপবাস । শ্রীল দেবানন্দ পণ্ডিত ও শ্রীমদ্ভক্তি প্রকাশ অরণ্য মহারাজের তিরোভাব । উঃ ৬।২৩।১৫, অঃ ৫।১।৪৩ । ১৩ নারায়ণ, ২২ পৌষ, ৮ জানুয়ারী, সোমবার, কৃষ্ণ দ্বাদশী রাত্রী ৯।১৩।৩৩ । প্রাতঃ ৬।২৩।২৭ গতে পূর্ব্বাহ্ন ৯।৫৬।২৫ মধ্যে একাদশীর পারণ । শ্রীপাদ ভক্তিভূদেব শ্রৌতি মহারাজের তিরোভাব । উঃ ৬।২৩।২৭, অঃ ৫।২।২৪ । ১৪ নারায়ণ, ২৩ পৌষ, ৯ জানুয়ারী, মঙ্গলবার, কৃষ্ণ ত্রয়োদশী রাত্রী ৮।৩৭।৩৭ । শ্রীল মহেশ পণ্ডিত ও শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব । উঃ ৬।২৩।৩৮, অঃ ৫।৩।৪ । ১৫ নারায়ণ, ২৪ পৌষ, ১০ জানুয়ারী, বুধবার, কৃষ্ণ চতুর্দ্দশী রাত্রী ৭।৩৩।৪৭ । উঃ ৬।২৩।৪৯, অঃ ৫।৩।৪৩ । ১৬ নারায়ণ, ২৫ পৌষ, ১১ জানুয়ারী, বৃহস্পতিবার, অমাবস্যা রাত্রী ৬।৬।২৭ । অমাবস্যার উপবাস । উঃ ৬।২৪।০, অঃ ৫।৪।২২ । ১৭ নারায়ণ, ২৬ পৌষ, ১২ জানুয়ারী, শুক্রবার, গৌর প্রতিপদ অপরাহ্ন ৪।১৯।৪২ । শ্রীল লোচনদাস ঠাকুরের আবির্ভাব । উঃ ৬।২৪।১০, অঃ ৫।৫।১ । ১৯ নারায়ণ, ২৮ পৌষ, ১৪ জানুয়ারী, রবিবার, গৌর তৃতীয়া দিবা ১২।৪।৩৫ । শ্রীল জীব গোস্বামী প্রভু ও শ্রীল জগদীশ পণ্ডিতের তিরোভাব । উঃ ৬।২৪।২৭, অঃ ৫।৬।১৫ । ২০ নারায়ণ, ২৯ পৌষ, ১৫ জানুয়ারী, সোমবার, গৌর চতুর্থী দিবা ৯।৪৫।৭ । শ্রীমন্মহাপ্রভুর সন্ন্যাসলীলা তিনদিনব্যাপী স্মরণ মহোৎসব । উঃ ৬।২৪।২৯, অঃ ৫।৬।৪৫ ।
মাঘ—২৯ দিন ২৫ নারায়ণ, ৫ মাঘ, ২০ জানুয়ারী, শনিবার, গৌর-দশমী রাত্রী ১০।৭।৩৩ । উঃ ৬।২৪।৫৯, অঃ ৫।৯।৩৮ । ২৬ নারায়ণ, ৬ মাঘ, ২১ জানুয়ারী, রবিবার, গৌর একাদশী রাত্রী ৯।১৫।২৯ । পুত্রদা একাদশী ব্রতের উপবাস । শ্রীল জগদীশ পণ্ডিতের আবির্ভাব । উঃ ৬।২৫।৩, অঃ ৫।১০।১১ । ২৭ নারায়ণ, ৭ মাঘ, ২২ জানুয়ারী, সোমবার, গৌর দ্বাদশী রাত্রী ৮।৫২।৩১ । প্রাতঃ ৬।২৫।৭ গতে পূর্ব্বাহ্ন ১০।৯।১৯ মধ্যে একাদশীর পারণ । উঃ ৬।২৫।৭, অঃ ৫।১০।৪৩ । ২৯ নারায়ণ, ৯ মাঘ, ২৪ জানুয়ারী, বুধবার, গৌর চতুর্দ্দশী রাত্রী ৯।৩৭।৩১ । উঃ ৬।২৪।৩৩, অঃ ৫।১২।২১ । ৩০ নারায়ণ, ১০ মাঘ, ২৫ জানুয়ারী, বৃহস্পতিবার, পূর্ণিমা রাত্রী ১০।৪৬।৫ । শ্রীশ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা । পূর্ণিমার উপবাস । উঃ ৬।২৪।১৬, অঃ ৫।১৩।১০ । মাধব মাস—৩০ দিন ৩ মাধব, ১৩ মাঘ, ২৮ জানুয়ারী, রবিবার, কৃষ্ণ তৃতীয়া শেষরাত্রী ৪।২১।৩৭ । শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভুর আবির্ভাব ও শ্রীল রামচন্দ্র কবিরাজের তিরোভাব । উঃ ৬।২৩।১৭, অঃ ৫।১৫।৩০ । ৪ মাধব, ১৪ মাঘ, ২৯ জানুয়ারী, সোমবার, কৃষ্ণ চতুর্থী অহোরাত্র । শ্রীপাদ যাদবেন্দু ভক্তিচন্দনের তিরোভাব । উঃ ৬।২২।৫৬, অঃ ৫।১৬।১৫ । (ফেব্রুয়ারী মাস—২৯ দিন) ৭ মাধব, ১৭ মাঘ, ১ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, কৃষ্ণ ষষ্ঠী দিবা ১০।১৫।৪৬ । শ্রীল জয়দেব গোস্বামী প্রভুর তিরোভাব । উঃ ৬।২১।৪৮, অঃ ৫।১৮।২৫ । ৯ মাধব, ১৯ মাঘ, ৩ ফেব্রুয়ারী, শনিবার, কৃষ্ণ অষ্টমী দিবা ১২।২৮।২০ । শ্রীল লোচনদাস ঠাকুরের তিরোভাব । উঃ ৬।২০।৫৮, অঃ ৫।১৯।৪৮ । ১১ মাধব, ২১ মাঘ, ৫ ফেব্রুয়ারী, সোমবার, কৃষ্ণ দশমী দিবা ১২।৩৮।১৪ । উঃ ৬।২০।৬, অঃ ৫।২১।৮ । ১২ মাধব, ২২ মাঘ, ৬ ফেব্রুয়ারী, মঙ্গলবার, কৃষ্ণ একাদশী দিবা ১১।৫৮।৩৬ । ষট্তিলা একাদশী ব্রতের উপবাস । উঃ ৬।১৯।৩৮, অঃ ৫।২১।৪৬ । ১৩ মাধব, ২৩ মাঘ, ৭ ফেব্রুয়ারী, বুধবার, কৃষ্ণ দ্বাদশী দিবা ১০।৫১।৩০ । প্রাতঃ ৬।১৯।১০ গতে পূর্ব্বাহ্ন ১০।০।১৪ মধ্যে একাদশীর পারণ । উঃ ৬।১৯।১০, অঃ ৫।২২।২৪ । ১৫ মাধব, ২৫ মাঘ, ৯ ফেব্রুয়ারী, শুক্রবার, কৃষ্ণ চতুর্দ্দশী দিবা ৭।৩১।৪৬, পরে অমাবস্যা শেষরাত্রী ৫।২৭।৫৩ । অমাবস্যার উপবাস । উঃ ৬।১৮।১১, অঃ ৫।২৩।৩৭ । ১৬ মাধব, ২৬ মাঘ, ১০ ফেব্রুয়ারী, শনিবার, গৌর প্রতিপদ রাত্রী ৩।১৩।১১ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিগৌরব বৈখানস মহারাজের তিরোভাব ও শ্রীহরিপদ চৌধুরী দাসাধিকারীর নির্য্যাণ । উঃ ৬।১৭।৪১, অঃ ৫।২৪।১৩ । ১৭ মাধব, ২৭ মাঘ, ১১ ফেব্রুয়ারী, রবিবার, গৌর দ্বিতীয়া রাত্রী ১২।৫২।১৪ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিশরণ শান্ত মহারাজের তিরোভাব । উঃ ৬।১৭।৯, অঃ ৫।২৪।৪৮ ।
ফাল্গুন মাস—৩০ দিন ২০ মাধব, ১ ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারী, বুধবার, গৌর পঞ্চমী রাত্রী ৬।৩।৪৬ । শ্রীকৃষ্ণের বসন্ত-পঞ্চমী । শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব । শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধি, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্ত্তী ঠাকুরের তিরোভাব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবিবেক ভারতী ও ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিস্বরূপ পর্ব্বত মহারাজের তিরোভাব । শ্রীসরস্বতী পূজা । উঃ ৬।১৫।৩০, অঃ ৫।২৬।২৭ । ২২ মাধব, ৩ ফাল্গুন, ১৬ ফেব্রুয়ারী, শুক্রবার, গৌর সপ্তমী দিবা ২।২৯।১২ । মহাবিষ্ণুর অবতার শ্রীঅদ্বৈত আচার্য্যের আবির্ভাব । উঃ ৬।১৪।২০, অঃ ৫।২৭।২৮ । ২৩ মাধব, ৪ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারী, শনিবার, গৌর অষ্টমী দিবা ১।১৩।৪০ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিপ্রপন্ন পরিব্রাজক মহারাজের তিরোভাব ও শ্রীপাদ বীরেন্দ্রকৃষ্ণ প্রভুর নির্য্যাণ । উঃ ৬।১০।৪৩, অঃ ৫।২৭।৫৯ । ২৪ মাধব, ৫ ফাল্গুন, ১৮ ফেব্রুয়ারী, রবিবার, গৌর নবমী দিবা ১২।২২।৪৮ । শ্রীপাদ মধ্বাচার্য্যের তিরোভাব । উঃ ৬।১৩।৬, অঃ ৫।২৮।২৮ । ২৫ মাধব, ৬ ফাল্গুন, ১৯ ফেব্রুয়ারী, সোমবার, গৌর দশমী দিবা ১১।৫৯।৫২ । শ্রীল রামানুজ আচার্য্যের তিরোভাব । উঃ ৬।১২।২৯, অঃ ৫।২৮।৫৭ । ২৬ মাধব, ৭ ফাল্গুন, ২০ ফেব্রুয়ারী, মঙ্গলবার, গৌর একাদশী দিবা ১২।৭।৫৬ । ভৈমী একাদশী ব্রতের ও অগামী কাল শ্রীবরাহদেবের আবির্ভাব উপলক্ষে উপবাস । উঃ ৬।১১।৫০, অঃ ৫।২৯।২৪ । ২৭ মাধব, ৮ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারী, বুধবার, গৌর দ্বাদশী দিবা ১২।৪৬।৪৬ । প্রাতঃ ৬।১১।১১ গতে ৯।৫৭।২৫ মধ্যে বরাহদেবের অর্চ্চনান্তে ভৈমী একাদশীর পারণ । শ্রীবরাহদেবের আবির্ভাব । উঃ ৬।১১।১১, অঃ ৫।২৯।৫১ । ২৮ মাধব, ৯ ফাল্গুন, ২২ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, গৌর ত্রয়োদশী দিবা ১।৫৫।৪২ । শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর আবির্ভাব । শ্রীএকচক্রাধামস্থিত শ্রীচৈতন্য-সারস্বত কৃষ্ণানুশীলন সংঘে শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ বিগ্রহগণের প্রাকট্য বার্ষিকী মহোৎসব । উঃ ৬।১০।২৪, অঃ ৫।৩০।২৭ । ২৯ মাধব, ১০ ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারী, শুক্রবার, গৌর চতুর্দ্দশী দিবা ৩।২৯।১৪ । পূর্ব্বাহ্ন ৯।৫৬।৪৪ মধ্যে শ্রীশ্রীনিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পারণ । উঃ ৬।৯।৩৬, অঃ ৫।৩১।১ । ৩০ মাধব, ১১ ফাল্গুন, ২৪ ফেব্রুয়ারী, শনিবার, পূর্ণিমা সন্ধ্যা ৫।২৩।০ । শ্রীকৃষ্ণের মধুরোৎসব । শ্রীল নরোত্তম ঠাকুরের আবির্ভাব । পূর্ণিমার উপবাস । উঃ ৬।৮।৪৬, অঃ ৫।৩১।৩৪ । গোবিন্দ মাস—৩০ দিন ৫ গোবিন্দ, ১৬ ফাল্গুন, ২৯ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, কৃষ্ণ পঞ্চমী রাত্রী ২।৩২।৫৪ । ভগবান্ শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শুভ আবির্ভাব উপলক্ষে শ্রীশ্রীব্যাস-পূজা মহামহোৎসব । নবদ্বীপ শ্রীচৈতন্য-সারস্বত মঠে শ্রীগোবিন্দকুণ্ডস্থ শ্রীগুপ্তগোবর্দ্ধন শ্রীমন্দির বার্ষিকী মহোৎসব । শ্রীপুরুষোত্তম ঠাকুরের তিরোভাব । উঃ ৬।৪।৩১, অঃ ৫।৩৪।১২ । (মার্চ মাস—৩১ দিন) ৬ গোবিন্দ, ১৭ ফাল্গুন, ১ মার্চ, শুক্রবার, কৃষ্ণ ষষ্ঠী রাত্রী ৩।২১।৩৬ । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তি-সারঙ্গ গোস্বামী মহারাজের আবির্ভাব । উঃ ৬।৩।৩৮, অঃ ৫।৩৪।৪৪ । ৭ গোবিন্দ, ১৮ ফাল্গুন, ২ মার্চ, শনিবার, কৃষ্ণ সপ্তমী রাত্রী ৩।৩৮।৪৫ । অদ্য হইতে তিনদিনব্যাপী শ্রীগঙ্গাসাগরে শ্রীশ্রীগৌর-নিত্যানন্দ ও শ্রীশ্রীগান্ধর্ব্বা-গোবিন্দ-সুন্দর জীউর প্রাকট্য উপলক্ষে শ্রীচৈতন্য-সারস্বত সেবাসদন বার্ষিকী মহোৎসব । উঃ ৬।২।৪৫, অঃ ৫।৩৫।১২ । ১০ গোবিন্দ, ২১ ফাল্গুন, ৫ মার্চ, মঙ্গলবার, কৃষ্ণ দশমী রাত্রী ১।৩২।১৪ । উঃ ৬।০।৩, অঃ ৫।৩৬।৩৮ । ১১ গোবিন্দ, ২২ ফাল্গুন, ৬ মার্চ, বুধবার, কৃষ্ণ একাদশী রাত্রী ১১।৫৮।২৮ । বিজয়া একাদশী ব্রতের উপবাস । শ্রীপাদ কৃষ্ণ গোবিন্দ দাসাধিকারীর তিরোধান । উঃ ৫।৫৯।৮, অঃ ৫।৩৭।৮ । ১২ গোবিন্দ, ২৩ ফাল্গুন, ৭ মার্চ, বৃহস্পতিবার, কৃষ্ণ দ্বাদশী রাত্রী ১০।৬।৩ । প্রাতঃ ৫।৫৮।১৩ গতে পূর্ব্বাহ্ন ৯।৫১।১৯ মধ্যে একাদশীর পারণ । উঃ ৫।৫৮।১৩, অঃ ৫।৩৭।৩৩ । ১৪ গোবিন্দ, ২৫ ফাল্গুন, ৯ মার্চ, শনিবার, কৃষ্ণ চতুর্দ্দশী সন্ধ্যা ৫।৪২।৯ । শ্রীশ্রীশিবরাত্রিব্রত । শ্রীমদ্ভক্তিনিবাস ভাগবত মহারাজের নির্য্যাণ । উঃ ৫।৫৬।২১, অঃ ৫।৩৮।২৬ । ১৫ গোবিন্দ, ২৬ ফাল্গুন, ১০ মার্চ, রবিবার, অমাবস্যা দিবা ৩।১৯।১ । প্রাতঃ ৫।৫৫।২৪ গতে পূর্ব্বাহ্ন ৯।৪৯।৫৪ মধ্যে শ্রীশ্রীশিবরাত্রি ব্রতের পারণ । নবদ্বীপ শ্রীচৈতন্য-সারস্বত মঠে শ্রীগোবিন্দকুণ্ডের তীরে শ্রীসদাশিব গঙ্গাধরের প্রাকট্য বার্ষিকী মহোৎসব ও তারকেশ্বর শ্রীচৈতন্য-সারস্বত মঠের শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ-রাধা-মদনমোহন জীউ বিগ্রহগণের প্রাকট্য মহোৎসব । অমাবস্যার উপবাস । উঃ ৫।৫৫।২৪, অঃ ৫।৩৮।৫২ । ১৬ গোবিন্দ, ২৭ ফাল্গুন, ১১ মার্চ, সোমবার, গৌর প্রতিপদ দিবা ১২।৫৫।২৬ । শ্রীল রসিকানন্দ দেবগোস্বামী, বৈষ্ণব সার্ব্বভৌম শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজ ও ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিদয়িত মাধব মহারাজের তিরোভাব । উঃ ৫।৫৪।২৮, অঃ ৫।৩৯।১৯ । ১৮ গোবিন্দ, ২৯ ফাল্গুন, ১৩ মার্চ, বুধবার, গৌর তৃতীয়া দিবা ৮।২৫।৫৫ । কৈখালী শ্রীচৈতন্য-সারস্বত কৃষ্ণানুশীলন সঙ্ঘের শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ-গান্ধর্ব্বা-রাধারমণসুন্দর জীউ বিগ্রহগণের প্রাকট্য মহোৎসব । উঃ ৫।৫২।৩৩, অঃ ৫।৪০।৯ । ১৯ গোবিন্দ, ৩০ ফাল্গুন, ১৪ মার্চ, বৃহস্পতিবার, গৌর চতুর্থী প্রাতঃ ৬।২৯।১২ পরে গৌর পঞ্চমী শেষরাত্রী ৪।৫০।৩৩ । শ্রীল পুরুষোত্তম ঠাকুরের আবির্ভাব । শ্রীপাদ তুলসীদাস দাসাধিকারী প্রভুর নির্য্যাণ । উঃ ৫।৫১।৩৫, অঃ ৫।৪০।৩৪ ।
চৈত্র মাস—৩০ দিন ২০ গোবিন্দ, ১ চৈত্র, ১৫ মার্চ, শুক্রবার, গৌর ষষ্ঠী রাত্রী ৩।৩৩।৫৬ । পূর্ব্ব-দিনের পঞ্চমী তিথি চতুর্থী বিদ্ধা হওয়ায় অদ্য শ্রীযুক্তা তরঙ্গিনী দেবীর নির্য্যাণ । উঃ ৫।৫০।৩৬, অঃ ৫।৪০।৫৭ । ২৪ গোবিন্দ, ৫ চৈত্র, ১৯ মার্চ, মঙ্গলবার, গৌর দশমী রাত্রী ৩।৬।৬ । শ্রীনবদ্বীপধাম পরিক্রমার অধিবাস মহোৎসব । সপ্তদিবসব্যাপী বার্ষিক অধিবেশন ও মহোৎসব আরম্ভ । উঃ ৫।৪৬।৪২, অঃ ৫।৪২।৩৪ । ২৫ গোবিন্দ, ৬ চৈত্র, ২০ মার্চ, বুধবার, গৌর একাদশী শেষরাত্রী ৪।১৪।২০ । অদ্য একাদশীর উপবাস নহে । শ্রীনবদ্বীপধাম পরিক্রমা আরম্ভ । শ্রীঅন্তরদ্বীপ ও শ্রীসীমন্তদ্বীপ পরিক্রমা : শ্রীগঙ্গানগর, শ্রীনন্দনাচার্য্যের ভবন, শ্রীমাধাই ঘাট, শ্রীঈশোদ্যান—শ্রীযোগপীঠ (শ্রীমন্মহাপ্রভুর জন্মস্থান), শ্রীবাস অঙ্গন, মুরারী গুপ্তের ভবন, শ্রীঅদ্বৈত আচার্য্যের ভবন, শ্রীগদাধর পণ্ডিত ের ভবন, শ্রীচৈতন্য মঠ, শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের সমাধি, শ্রীচাঁদ কাজীর সমাধি, শরডাঙ্গার শ্রীজগন্নাথ মন্দির ও শ্রীশ্রীধর অঙ্গন দর্শন । উঃ ৫।৪৫।৪৩, অঃ ৫।৪২।৫৮ । ২৬ গোবিন্দ, ৭ চৈত্র, ২১ মার্চ, বৃহস্পতিবার, গৌর দ্বাদশী অহোরাত্র । ব্যঞ্জুলী মহাদ্বাদশী ব্রতের উপবাস । শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব । শ্রীসীমন্তদ্বীপ ও শ্রীরুদ্রদ্বীপ পরিক্রমা । উঃ ৫।৪৪।৪৪, অঃ ৫।৪৩।২১ । ২৭ গোবিন্দ, ৮ চৈত্র, ২২ মার্চ, শুক্রবার, গৌর দ্বাদশী প্রাতঃ ৫।৪৫।৪৫ । প্রাতঃ ৫।৪৩।৪৪ গতে প্রাতঃ ৫।৪৫।৪৫ মধ্যে ব্যঞ্জুলী মহাদ্বাদশীর পারণ । শ্রীকোলদ্বীপ পরিক্রমা : শ্রীচৈতন্য-সারস্বত মঠ, বৃদ্ধশিব, প্রৌঢ়মায়া, শ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রীগৌরাঙ্গের বিগ্রহ, শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের সমাধি মন্দিরের দর্শন উঃ ৫।৪৩।৪৪, অঃ ৫।৪৩।৪৪ । ২৮ গোবিন্দ, ৯ চৈত্র, ২৩ মার্চ, শনিবার, গৌর ত্রয়োদশী দিবা ৭।৩৫।৪৪ । শ্রীগোদ্রুমদ্বীপ ও শ্রীমধ্যদ্বীপ পরিক্রমা : শ্রীসুরভিকুঞ্জ, স্বানন্দ-সুখদা-কুঞ্জ, শ্রীসুবর্ণ বিহার, শ্রীহরিহরক্ষেত্র, হংসবাহন ও শ্রীনৃসিংহ পল্লীর দর্শন । উঃ ৫।৪২।৪৫, অঃ ৫।৪৪।৮ । ২৯ গোবিন্দ, ১০ চৈত্র, ২৪ মার্চ, রবিবার, গৌর চতুর্দ্দশী দিবা ৯।৪২।২১ । শ্রীগৌরাবির্ভাব মহামহোৎসবের আধিবাস । শ্রীকোলদ্বীপ, শ্রীঋতুদ্বীপ, শ্রীজহ্নুদ্বীপ ও শ্রীমোদদ্রুমদ্বীপ পরিক্রমা : শ্রীসমুদ্রগড়, সুপ্রাচীন শ্রীগৌরগদাধর মন্দির (শ্রীচাঁপাহাটি), বিদ্যানগর (সার্ব্বভৌম গৌড়ীয় মঠ, সার্ব্বভৌম ভট্টাচার্য্যের জন্মস্থান), শ্রীসারঙ্গ মুরারী ও শ্রীবাসুদেব দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাটের দর্শন । উঃ ৫।৪১।৪৬, অঃ ৫।৪৪।৩১ । ৩০ গোবিন্দ, ১১ চৈত্র, ২৫ মার্চ, সোমবার, পূর্ণিমা দিবা ১১।৪৭।৩২ । শ্রীগৌরপূর্ণিমা । শ্রীগৌরাবির্ভাব পৌর্ণমাসীর উপবাস ও শ্রীশ্রীরাধাগোবিন্দের বসন্তোৎসব ও দোলযাত্রা । শ্রীচৈতন্য-সারস্বত মঠে ও বিশ্বব্যাপী তৎ শাখাসমূহে শ্রীবিগ্রহগণের বিশেষ ভোগরাগ, পূজা, আরতি, শ্রীচৈতন্য-চরিতামৃত পারায়ণ ও সংকীর্ত্তন মহামহোৎসব । ৫৩৮ শ্রীগৌরাব্দ আরম্ভ । উঃ ৫।৪০।৪৫, অঃ ৫।৪৪।৫৩ । বিষ্ণু মাস—২৯ দিন ১ বিষ্ণু, ১২ চৈত্র, ২৬ মার্চ, মঙ্গলবার, কৃষ্ণ প্রতিপদ দিবা ১।৪৩।২৫ । প্রাতঃ ৫।৩৯।৪৬ গতে পূর্ব্বাহ্ন ৯।৪১।৩৬ মধ্যে শ্রীগৌর-পূর্ণিমার পারণ । শ্রীজগন্নাথ মিশ্রের আনন্দোৎসব । শ্রীধাম নবদ্বীপস্থ শ্রীচৈতন্য-সারস্বত মঠে সাধারণ মহামহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ । উঃ ৫।৩৯।৪৬, অঃ ৫।৪৫।১৭ । ৫ বিষ্ণু, ১৬ চৈত্র, ৩০ মার্চ, শনিবার, কৃষ্ণ পঞ্চমী সন্ধ্যা ৫।৩৫।১১ । শ্রীগুর্ব্বাবির্ভাব পীঠ শ্রীপাট হাপানিয়া শ্রীচৈতন্য-সারস্বত আশ্রমে শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ-রাধা-গোপীনাথ জীউর শ্রীবিগ্রহগণের প্রাকট্য মহামহোৎসব ও পঞ্চম দোল উৎসব । ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিশরণ শান্ত মহারাজের আবির্ভাব । উঃ ৫।৩৫।৪৭, অঃ ৫।৪৬।৪৮ ।
|
||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |