আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

আমাদের একমাত্র উপায়

ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তি নির্ম্মল আচার্য্য মহারাজের হরি-কথামৃত
১ জুন ২০১৫

 

বৃন্দাবনের চুরাশী লাখের মধ্যে এক বন কাম্যবন নামে আছে । সে কাম্যবনে এক দেবশিশু (দেবতার শিশু) বাস করল । এক দিন সে হেলায়-ছলনায় দুর্ব্বাসা মুনির জটা কেটে দিয়েছে  ।

দুর্ব্বাসা মুনি তখন তাকে ক্রোধে অভিশাপ দিলেন, “তুই চার জন্ম কুমির হবি !”

দেবশিশু কাঁদতে কাঁদতে শুরু করল, “প্রভু, আমাকে ক্ষমা করুন ! কৃপা করুন !”

মুনি তখন বললেন, “অভিশাপটা আমি দিয়ে দিয়েছি আর প্রত্যাহার করতে এখন পারি না কিন্তু তুই উদ্ধার হয়ে যাবি । তিন জন্ম পরে, চার জন্ম যখন আসবে, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ তখন এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আসবেন—তিনি নাম-কীর্ত্তন করতে করতে লেকের ধারে চলে যাবেন আর ওই হরিনাম করার ফলে তুই উদ্ধার হয়ে যাবি ।”

তখন মহাপ্রভু কলিযুগে এক দিন কীর্ত্তন করতে করতে ওই লেকের ধারে যেখানে দেবশিশু কুমির রূপে থাকত চলে এলেন ।

রাখালগণ প্রভুকে লেকটার কাছাকাছি দেখে বলল, “প্রভু, এই দিকে যাবেন না ! মামা, যাবেন না !”

মহাপ্রভু জিজ্ঞেস করলেন, “কেন ?”

“এই লেকের মধ্যে একটা কুমির আছে । আমরা ভয়ে ওখানে যাই না আর গরুগুলোও ওখানে জল পান করে না ।”

কিন্তু মহাপ্রভু সব জানেন—তিনি কীর্ত্তন করতে করতে ওখানে চলে গিয়েছেন আর তখন দেখলেন যে, লেকের জল থেকে একটা শিশু চলে এল । শিশুটা মহাপ্রভুর পায়ের নিচে পড়ল আর কাঁদতে শুরু করল…

মহাপ্রভু শিশুকে জিজ্ঞেস করলেন, “তুমি কাঁদছো কেন ?”

শিশুটা বলল, “প্রভু, আমি আগের জন্মে কুমির ছিলাম না, আমি দেবশিশু ছিলাম কিন্তু আমি খেলায় দুর্ব্বাসা মুনির জটা কেটে দিয়েছিলাম বলে তিনি আমাকে অভিশাপ দিলেন । আর আপনি এই হরিনাম করে আমাকে উদ্ধার করেছেন !”

এটা হচ্ছে নামের ফল ।

হরিনাম করতে হবে কিন্তু মনের মধ্যে কুটীনাটি দেখে নয়—সরল ভাবে । সরল ভাবে গোরা ভজনা করুন, তবে আপনারা ভগবানকে লাভ করতে পারবেন । কুটীনাটি বাদ দিয়ে সরল ভাবে বৈষ্ণবের সেবা যদি করেন, তাহলে দেখবেন আপনারা ভগবানকে লাভ করতে পারেন এবং কোন দিন আর এই জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি ভোগ করতে হবে না ।

কী হবে, বলুন ? কোথায় স্বর্গে থাকব ? কোথায় দেবতা হব ? কোথায় কীটপতঙ্গ হব ? কোথায় পশুপাখি হব ? কোথায় গাছফল হব ? কোথায় দেবশিশু হব ? কিন্তু সবাইকে ফিরে আসতে হবে, সবাইকে চলে যেতে হবে  । এই মনুষ্য জন্ম লাভ করে যদি আপনারা ভগবান লাভ না করেন, হরি ভজনা না করেন, তাহলে আপনাদের জীবনটা বৃথা চলে যাবে ! সেইজন্য, আপনাদের চরণেই প্রার্থনা যে, আপনারা সবসময় কৃষ্ণনাম করবেন । সবসময় ।

ভগবানের নাম ছাড়া কোন গতি নাই—এই কৃষ্ণনাম করলে অন্য কোন নামের ফল পাওয়া যায় : অন্য যে সব নাম আপনারা শুনতে পারছেন, এই সব নামের ফল একাই কৃষ্ণনামে আছে  । সেইজন্য, এই হরিনামের ফল, অন্য কিছুটা হয় না । আর বৈষ্ণবগণের সেবা করলে সমস্ত বন্ধন মুক্ত হয়ে যায় । আপনি গোহত্যা করছেন, ব্রাহ্মণহত্যা করছেন, স্ত্রীহত্যা করছেন, স্বামীহত্যা করছেন—এই সব হত্যার পাপ এক কৃষ্ণনামে চলে যায় । হরিনাম করলে সব পাওয়া যায়, নাম যদি হেলায় করেন তবুও মুক্তি পেয়ে যাবেন—নামের এটা প্রভাব ।

ডিসিটফুল ডিভোশন (কুটীনাটি) ছাড়তে হবে ।

“গোরার আমি, গোরার আমি” মুখে বলিলে নাহি চলে ।
গোরার আচার, গোরার বিচার লইলে ফল ফলে ॥
লোক দেখান গোরা ভজা তিলক মাত্র ধরি ।
গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি ॥

(শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত, ৮/৬-৭)

গোরার আচার-বিচার নিতে হবে । এখানে তো অনেক সম্প্রদায় আসছেন—এখানেই সব নাম শুনছেন আবার বাড়ি গিয়ে সব ভুলে যাবেন । আমি কী বলছি ? এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলতে চলবে না ! কিন্তু মায়া খুব শক্তিশালী—মায়া আমাদের সময়টা নিয়ে নেয় । কী বলেন আপনারা ? “এখন সময় হয় নি, একটু পরে হরিনাম করব, একটু পরে ।” কিন্তু সময়টা নেই, কখন যে চলে যাব কেউই বলতে পারে না ।

 


 

← গ্রন্থাগারে

অন্য রচনা:
শ্রীনৃসিংহদেবের কথা
দণ্ড মহৎসব
মায়ার চিন্তা বা কৃষ্ণের চিন্তা ?
আমাদের একমাত্র উপায়
ভক্তির অভাব
গৃহে আবদ্ধ
মায়ের পেট থেকে মায়ার পেটের মধ্যে
জীবকে সত্য দয়া কি ?
ভোগী নই ত্যাগীও নই
শ্রবণ-কীর্ত্তনে মতি
ভগবানের কৃপা ও আপনার চেষ্টা
শান্তির গুপ্ত কথা
পবিত্র জীবন
বামনদেবের কথা
ভক্ত ও নাপিত
ভগবানের চরণে পথ
পূজনীয় বিসর্জন
শিবজী মহারাজ : পরম বৈষ্ণব
শ্রীহরিনাম দীক্ষা : গুরুপাদপদ্মের দান
আমি তো সব ব্যবস্থা করি নাকি ?
চকচক করলেই সোনা হয় না
আমার শোচন
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥