| |||||||
|
|||||||
শ্রীশ্রীপ্রপন্নজীবনামৃতম্
নিবেদন
মদীয় শ্রীগুরুপাদপদ্ম শ্রীব্রহ্ম-মাধ্ব-গৌড়ীয়-সম্প্রদায়-সংরক্ষকাচার্য্যবর্য্য অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ-সঙ্কলিত ঐকান্তিক ভক্তজনের প্রাণস্বরূপ গ্রন্থরাজ শ্রীশ্রীপ্রপন্নজীবনামৃতম্-এর প্রথম ও দ্বিতীয় সংস্করণ নিঃশেষিত হওয়ার দীর্ঘকাল পরে নিষ্কিঞ্চন ভক্তজনের আকিঞ্চনে ও সর্ব্বভারতীয় সজ্জনগণের সনির্বন্ধ অনুরোধে পুনরায় প্রকাশিত হইলেন । এই প্রপত্তিবিষয়ক গ্রন্থরাজ যে ভক্তসমাজে কিরূপ সমাদৃত হইয়াছেন, তাহার নিদর্শন আমরা বহু পাঠকভক্তের নিকট হইতে প্রাপ্ত হইয়াছি । অনেক উচ্চাঙ্গের নৈষ্ঠিক ভক্ত তাঁহাদের প্রাত্যহিক সাধনের অঙ্গ রূপে শ্রীমদ্ভগবদ্গীতার ন্যায় ইহাকে নিত্যপাঠ্য গ্রন্থ স্বরূপে গ্রহণ করিয়া নিজেদের ভক্তিময় জীবনের সমৃদ্ধি ও পরিতৃপ্তি লাভ করিয়াছেন বলিয়াও জানাইয়াছেন । সুধী ভক্তগণ এই গ্রন্থ পাঠে মহাজনকৃত ভক্তিগ্রন্থের ও মহাভাগবতগণের ভজনামৃতের আস্বাদন লাভ করিয়া ধন্য হইতে পারিবেন । পরমারাধ্য গ্রন্থকার স্বয়ং এই গ্রন্থ সঙ্কলনের উপসংহারে যে অপূর্ব্ব শ্লোকরত্নটি প্রদান করিয়াছেন, তাহাতেই উক্তবাক্যের বাস্তবতা প্রমাণিত । যথা—
শ্রীশ্রীমদ্ভগবৎপদাম্বুজমধুস্বাদোৎসবৈঃ ষট্পদৈ- তাঁহার ব্যক্তিগত প্রাথমিক পরিচয় প্রথম সংস্করণের প্রকাশকের নিবেদনেরই প্রদত্ত হইয়াছে । আমাদের পরম বান্ধব এবং "বৈষ্ণব-তোষণী"র সুপ্রসিদ্ধ সম্পাদক স্নেহময় প্রভু শ্রুতশ্রবার অতুলনীয় ও অক্লান্ত সেবাপ্রচেষ্টায় ও অর্থানুকূল্যে এই গ্রন্থ প্রকাশিত হইলেন । তজ্জন্য তিনি সর্ব্বসজ্জনগণের বিশেষ কৃতজ্ঞতাভাজন হইয়াছেন এবং শ্রীমতী দেবময়ী দেবী দাসীও তাঁহাকে প্রুফ্রিডিং কার্য্যে বিশেষ-ভাবে সহযোগিতা করায় সকলের ধন্যবাদার্হ । এই গ্রন্থ সুষ্ঠুভাবে মুদ্রণকার্য্যে সান্তাক্রুজ্-স্থিত "অনন্তপ্রিন্টিং"এর স্বত্বাধিকারী প্রভু শ্রীনবদ্বীপ দাস ও প্রভু শ্রীসর্ব্বভাবন দাসের সহযোগিতা অবিস্মরণীয় । তাঁহাদের সকলকে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । পরিশেষে শ্রীগুরু-গৌরাঙ্গ-গান্ধর্ব্বা-গোবিন্দসুন্দরগণের শ্রীচরণে আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে, তাঁহাদের অপার করুণায় এই শ্রৌতসিদ্ধান্তামৃতধারা মাদৃশ ত্রিতাপদগ্ধ জীবের হৃদয়ে নিরন্তর প্রবাহিত হইয়া পারমার্থিক শান্তি বিধান করুন । অলমতি বিস্তরেণ ।
|
সূচিপত্র: প্রকাশকের নিবেদন নিবেদন ১ উপক্রমামৃতম্ ২ শ্রীশাস্ত্রবচনামৃতম্ শ্রীভক্তবচনামৃতম্—
৩ আনুকূল্যস্য সঙ্কল্পঃ
গ্রন্থকারের রচিত কতিপয় স্তব-রত্ন৪ প্রাতিকূল্য-বিবর্জ্জনম্ ৫ রক্ষিষ্যতীতি বিশ্বাসঃ ৬ গোপ্তৃত্বে-বরণম্ ৭ আত্মনিক্ষেপঃ ৮ কার্পণ্যম্ ৯ শ্রীশ্রীভগবদ্বচনামৃতম্ ১০ অবশেষামৃতম্
শ্রীশ্রীপ্রভুপাদপদ্ম-স্তবকঃ
প্রণতি-দশকম্শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ শ্রীশ্রীমদ্গৌরকিশোরনমস্কারদশকম্ শ্রীশ্রীদয়িতদাসদশকম্ শ্রীমদ্রূপপদরজঃ-প্রার্থনা-দশকম্ শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকম্ শ্রীগুরু আরতি-স্তুতি প্রণাম-মন্ত্রম্ |
||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |