আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত


৩। প্রথম প্রণাম

 

যাঁর অংশে সত্যভামা দ্বারকায় ধাম ।

সে রাধা-চরণে মোর অসংখ্য প্রণাম ॥১॥

শ্রীনন্দনন্দন এবে শ্রীকৃষ্ণচৈতন্য ।

গদাধরে সঙ্গে আনি’ নদীয়া কৈল ধন্য ॥২॥

গদাধরে লঞা শ্রীপুরুষোত্তম আইল ।

গদাই-গৌরাঙ্গ-রূপে গূঢ়-লীলা কৈল ।

টোটা-গোপীনাথ-সেবা গদাধরে দিল ॥৩॥

মোরে দিল গিরিধারী-সেবা সিন্ধুতটে ।

গৌড়ীয়-ভকত সব আমার নিকটে ॥৪॥

দামোদর স্বরূপ আমার প্রাণের সমান ।

শ্রীকৃষ্ণচৈতন্য যার দেহ-মন-প্রাণ ॥৫॥

নমি প্রাণ-গৌর-পদে সাষ্টাঙ্গে পড়িয়া ।

এ ‘প্রেমবিবর্ত্ত’ লিখি ভক্ত-আজ্ঞা পায়া ॥৬॥

 


 

← ২। গ্রন্থরচনা ৪। গৌরস্য গুরুতা →

 

সূচীপত্র:
১। মঙ্গলাচরণ
২। গ্রন্থরচনা
৩। প্রথম প্রণাম
৪। গৌরস্য গুরুতা
৫। বিবর্ত্তবিলাসসেবা
৬। জীব-গতি
৭। সকলের পক্ষে নাম
৮। কুটীনাটি ছাড়
৯। যুক্তবৈরাগ্য
১০। জাতিকুল
১১। নবদ্বীপ-দীপক
১২। বৈষ্ণব-মহিমা
১৩। শ্রীগৌরদর্শনের ব্যাকুলতা
১৪। বিপরীত বিবর্ত্ত
১৫। শ্রীনবদ্বীপে পূর্ব্বাহ্ণ-লীলা
১৬। পীরিতি কিরূপ ?
১৭। ভক্তভেদে আচারভেদ
১৮। শ্রীএকাদশী
১৯। নামরহস্যপটল
২০। নাম-মহিমা
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥