আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত

শ্রীল জগদানন্দ পণ্ডিত

 

"মনের কথা গোরা জানে ফাঁকি কেমনে দিবে 
সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে, আনের মন রাখিতে গিয়া আপনাকে দিবে ফাঁকি 
মনের কথা জানে গোরা কেমনে হৃদয় ঢাকি । গোরা বলে, 'আমার মত করহ চরিত 
আমার আজ্ঞা পালন কর চাহ যদি হিত' । 'গোরার আমি, গোরার আমি' মুখে বলিলে নাহি চলে, 
গোরার আচার, গোরার বিচার লইলে ফল ফলে, লোক দেখান গোরা ভজা তিলক মাত্র ধরি'
গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি ।"

"সর্ব্বার্থপ্রদাতা নাম, সর্ব্বশক্তিময় 
জগৎ-আনন্দকারী নামের ধর্ম্ম হয়, নাম লঞা জগদ্বন্দ্য হয় সর্ব্বজন 
অগতির গতি নাম পতিতপাবন, সর্ব্বত্র সর্ব্বদা সেব্য সর্ব্বমুক্তিদাতা 
বৈকুণ্ঠপ্রাপক নাম হরিপ্রীতিদাতা ।"

 

সূচীপত্র:
১। মঙ্গলাচরণ
২। গ্রন্থরচনা
৩। প্রথম প্রণাম
৪। গৌরস্য গুরুতা
৫। বিবর্ত্তবিলাসসেবা
৬। জীব-গতি
৭। সকলের পক্ষে নাম
৮। কুটীনাটি ছাড়
৯। যুক্তবৈরাগ্য
১০। জাতিকুল
১১। নবদ্বীপ-দীপক
১২। বৈষ্ণব-মহিমা
১৩। শ্রীগৌরদর্শনের ব্যাকুলতা
১৪। বিপরীত বিবর্ত্ত
১৫। শ্রীনবদ্বীপে পূর্ব্বাহ্ণ-লীলা
১৬। পীরিতি কিরূপ ?
১৭। ভক্তভেদে আচারভেদ
১৮। শ্রীএকাদশী
১৯। নামরহস্যপটল
২০। নাম-মহিমা

 

এই বই এখানে ডাউনলোড করতে পারেন (PDF, 3.6 Mb) বা আমাদের অনলাইনে বইয়ের দোকানে কিনতে পারেন

 

← গ্রন্থাগারে ফিরে ১। মঙ্গলাচরণ →

 

ডাউনলোড
কিনতে
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥