| |||||||
|
|||||||
শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত শ্রীল জগদানন্দ পণ্ডিত
"মনের কথা গোরা জানে ফাঁকি কেমনে দিবে সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে, আনের মন রাখিতে গিয়া আপনাকে দিবে ফাঁকি মনের কথা জানে গোরা কেমনে হৃদয় ঢাকি । গোরা বলে, 'আমার মত করহ চরিত আমার আজ্ঞা পালন কর চাহ যদি হিত' । 'গোরার আমি, গোরার আমি' মুখে বলিলে নাহি চলে, গোরার আচার, গোরার বিচার লইলে ফল ফলে, লোক দেখান গোরা ভজা তিলক মাত্র ধরি' গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি ।" "সর্ব্বার্থপ্রদাতা নাম, সর্ব্বশক্তিময় জগৎ-আনন্দকারী নামের ধর্ম্ম হয়, নাম লঞা জগদ্বন্দ্য হয় সর্ব্বজন অগতির গতি নাম পতিতপাবন, সর্ব্বত্র সর্ব্বদা সেব্য সর্ব্বমুক্তিদাতা বৈকুণ্ঠপ্রাপক নাম হরিপ্রীতিদাতা ।"
এই বই এখানে ডাউনলোড করতে পারেন (PDF, 3.6 Mb) বা আমাদের অনলাইনে বইয়ের দোকানে কিনতে পারেন ।
|
ডাউনলোড কিনতে |
||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |