শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
—: শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য :—
সপ্তম অধ্যায় : শ্রীসুবর্ণবিহার ও শ্রীদেবপল্লী বর্ণন
(শ্রীশ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রচিত)
জয় জয় শ্রীচৈতন্যচন্দ্র, জয় প্রভু নিত্যানন্দ,
জয়াদ্বৈত জয় গদাধর ।
জয় শ্রীবাসাদি ভক্ত,গৌরপদে অনুরক্ত,
জয় নবদ্বীপধামবর ॥
ছাড়িয়া বিশ্রামস্থান, শ্রীজীবে লইয়া যান,
যথা গ্রাম সুবর্ণবিহার ।
ওহে জীব প্রভু কয়,অপূর্ব্ব এস্থান হয়,
নবদ্বীপ প্রকৃতির পার ॥
সত্যযগে এইস্থানে, ছিল রাজা সবে জানে,
শ্রীসুবর্ণসেন তার নাম ।
বহুকাল রাজ্য কৈল, পরেতে বার্দ্ধক্য হৈল,
তবু নাহি কার্য্যেতে বিশ্রাম ॥
বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত,
এই চিন্তা করে নরবর ।
কি জানি কি ভাগ্যবশে, শ্রীনারদ তথা আইসে,
রাজা তাঁরে পূজিল বিস্তর ॥
নারদের দযা হৈল, তত্ত্ব উপদেশ কৈল,
রাজারে ত লইয়া নির্জ্জনে ।
নারদ কহেন রায়, বৃথা তব দিন যায়,
অর্থ চিন্তা করি মনে মনে ॥
অর্থকে অনর্থ জান, পরমার্থ দিব্যজ্ঞান,
হৃদয়ে ভাবহ একবার ।
দারা পুত্র বন্ধুজন, কেহ নহে নিজ জন,
মরণেতে কেহ নহে কার ॥
তোমার মরণ হলে, দেহটী ভাসায়ে জলে,
সবে যাবে গৃহে আপনার ।
তবে কেন মিথ্যা আশা, বিষয় জল পিপাশা,
যদি কেহ নাহি হৈল কার ॥
যদি বল লভি সুখ, জীবনে না পাই দুঃখ,
অতএব অর্থ চেষ্টা করি ।
সেহ মিথ্যা কথা রায়, জীবন অনিত্য হায়,
নাহি রহে শত বর্ষোপরি ॥
অতএব জান সার, যেতে হবে মায়াপার,
যথা সুখে দুঃখ নাহি হয় ।
কিসে বা সাধিব বল, সেই ত অপূর্ব্ব ফল,
যাহে নাহি শোক দুঃখ ভয় ॥
কেবল বৈরাগ্য করি, তাহা না পাইতে পারি,
কেবল জ্ঞানেতে তাহা নাই ।
বৈরাগ্য জ্ঞানের বলে, বিষয় বন্ধন গলে,
জীবের কৈবল্য হয় ভাই ॥
কৈবল্যে আনন্দ নাই, সর্ব্বনাশ বলি তাই,
কৈবল্যের নিতান্ত ধিক্কার ।
এদিকে বিষয় গেল, শ্রেষ্ঠ কিছু না মিলিল,
কৈবল্যের করহ বিচার ॥
অতএব জ্ঞানীজন, ভুক্তি মুক্তি নাহি লন,
কৃষ্ণ ভক্তি করেন সাধন ।
বিষয়েতে অনাশক্তি, কৃষ্ণ পদে অনুরক্তি,
সম্বন্ধাভিধেয় প্রয়োজন ॥
জীব সে কৃষ্ণের দাস, ভক্তিবিনা সর্ব্বনাশ,
ভক্তিবৃক্ষে ফলে প্রেম ফল ।
সেইফল প্রয়োজন, কৃষ্ণপ্রেম নিত্যধন,
ভুক্তি মুক্তি তুচ্ছ সে সকল ॥
কৃষ্ণচিদানন্দ রবি, মায়া তাঁর ছায়া ছবি,
জীব তাঁর কিরণানুগণ ।
তটস্থ ধর্ম্মের বশে, জীব যদি মায়া স্পর্শে,
মায়া তারে করয় বন্ধন ॥
কৃষ্ণবহির্ম্মুখ যেই, মায়াস্পর্শী জীব সেই,
মায়া স্পর্শে কর্ম্ম সঙ্গ পায় ।
মায়া জালে ভ্রমি মরে, কর্ম্ম জ্ঞানে নাহি তরে,
কষ্টনাশ মন্ত্রণা করায় ॥
কভু কর্ম্ম আচরয়, অষ্টাঙ্গাদি যোগময়,
কভু ব্রহ্ম জ্ঞান আলোচন ।
কভু কভু তর্ক করে, অবশেষে নাহি তরে,
নাহি মানে আত্মতত্ত্ব ধন ॥
ভ্রমিতে ভ্রমিতে যবে, ভক্তজন সঙ্গ হবে,
তবে শ্রদ্ধা লভিবে নির্ম্মল ।
সাধু সঙ্গে কৃষ্ণ ভজি, হৃদয় অনর্থ ত্যজি,
নিষ্ঠা লাভ করে সুবিমল ॥
ভজিতে ভজিতে তবে, সেই নিষ্ঠা রুচি হবে,
ক্রমে রুচি হইবে আসক্তি ।
আসক্তি হইবে ভাব, তাহে হবে প্রেমলাভ,
এই ক্রমে হয় শুদ্ধভক্তি ॥
শ্রবণ কীর্ত্তন মতি, সেবা কৃষ্ণার্চ্চন নতি,
দাস্য সখ্য আত্ম নিবেদন ।
নবধা সাধন এই, ভক্ত সঙ্গে করে যেই,
সেই লভে কৃষ্ণ প্রেম ধন ॥
তুমি রাজা ভাগ্যবান, নবদ্বীপে তব স্থান,
ধামবাসে তব ভাগ্যোদয় ।
সাধুসঙ্গে শ্রদ্ধা পেয়ে, কৃষ্ণনাম গুণ গেয়ে,
প্রেমসূর্য্যে করাও উদয় ॥
ধন্যকলি আগমনে, হেথা কৃষ্ণ লয়ে গণে,
শ্রীগৌরাঙ্গ লীলা প্রকাশিবে ।
যেই গৌরনাম লবে, তাতে কৃষ্ণ কৃপা হবে,
ব্রজে বাস সেই ত করিবে ॥
গৌরনাম না লইয়া, যেই কৃষ্ণ ভজে গিয়া,
সেই কৃষ্ণ বহুকালে পায় ।
গৌরনাম লয় যেই, সদ্য কৃষ্ণ পায় সেই,
অপরাধ নাহি রহে তায় ॥
বলিতে বলিতে মুনি, অধৈর্য্য হয় অমনি,
নাচিতে লাগিল গৌর বলি ।
গৌর হরি বোল ধরি, বীণা বলে গৌরহরি,
কবে সে আসিবে ধন্যকলি ॥
এই সব বলি তায়, নারদ চলিয়া যায়,
প্রেমোদয় হইল রাজার ।
গৌরাঙ্গ বলিয়া নাচে, সাধু হৈতে প্রেম হাচে
বিষয় বাসনা ঘুচে তার ॥
নিদ্রাকালে নরবর, দেখে গৌর গদাধর,
সপার্ষদে তাঁহার অঙ্গনে ।
নাচে হরে কৃষ্ণ বলি, করে সবে কোলাকুলি,
সুবর্ণ প্রতিমা গৌর সনে ॥
নিদ্রাভাঙ্গি নরপতি,কাতর হইল অতি,
গৌর লাগি করয় ক্রন্দন ।
দৈববাণী হৈল তায়, প্রকট সময়ে রায়,
হবে তুমি পার্ষদে গণন ॥
বুদ্ধিমন্তখাঁন নাম,পাইবে হে গুণধাম,
সেবিবে গৌরাঙ্গ রীচরণে ।
দৈববাণী কাণে শুনি, স্থির হৈল নরমণি,
করে তবে গৌরাঙ্গ ভজন ॥
নিত্যানন্দ কথা শেষে, নারদের শক্ত্যাবেশে,
শ্রীবাস হইল অচেতন ।
মহাপ্রেমাবেশে তবে, গৌরনামামৃতাসবে,
ভূমে লোটে শ্রীজীব তখন ॥
আহা কি গৌরাঙ্গরায়, দেখিব আমি হেথায়,
সুবর্ণ পুতলী গোরামণি ।
বলিতে বলিতে তবে, শ্রীগৌর কীর্ত্তন সবে,
নয়নেতে দেখয় অমনি ॥
আহা সে অমিয় জিনি, গৌরাঙ্গের রূপ খানি,
নাচিতে লাগিল সেই মানে ।
তবে নিত্যানন্দ রায়, গৌরাঙ্গের গুণগায়,
অদ্বৈত সহিত সর্ব্বজনে ॥
মৃদঙ্গ মন্দিরা বাজে, সঙ্কীর্ত্তন সুবিরাজে,
পূর্ব্বলীলা হইল বিস্তর ।
কত যে আনন্দ হয়,বর্ণিতে শকতি নয়,
বেলা হৈল দ্বিতীয় প্রহর ॥
তবেত চলিল সবে, গৌর গীত কলরবে,
দেবপল্লী গ্রামের ভিতর ।
তথায় বিশ্রাম কৈল, দেবের অতিথি হৈল,
মধ্যাহ্ণ ভোজন অতঃপর ॥
দিবসের শেষ যামে, সকলে ভ্রময় গ্রামে,
প্রভু নিত্যানন্দ তবে কয় ।
দেবপল্লী এই হয়,শ্রীনৃসিংহ দেবালয়,
সত্যযুগ হৈতে পরিচয় ॥
প্রহ্লাদেরে দয়া করি, হিরণ্যে বধিয়া হরি,
এইস্থানে করিল বিশ্রাম ।
ব্রহ্মা আদি দেবগণ, নিজ নিজ নিকেতন,
করি এক বসাইল গ্রাম ॥
মন্দাকিনী তট ধরি, টিলায় বসতি করি,
নৃসিংহ সেবায় হৈল রত ।
শ্রীনৃসিংহক্ষেত্র নাম, নবদ্বীপে এই ধাম,
পরমপাবন শাস্ত্রমত ॥
সূর্য্যটিলা ব্রহ্মটিলা, নৃসিংহ পূরবে ছিলা,
এবে স্থানে হৈল বিপর্য্যয় ।
গণেশের টিলা হের,ইন্দ্রটিলা তারপর,
এইরূপ বহু টিলাময় ॥
বিশ্বকর্ম্মা মহাশয়,নির্ম্মিল প্রস্তরময়,
কতশত দেবের বসতি ।
কালে সব লোপ হৈল, মন্দাকিনী শুকাইল,
টিলামাত্র আছয় সম্প্রতি ॥
শিলাখণ্ড অগণন, কর এবে দরশন,
সেই সব মন্দিরের শেষ ।
পুন কিছুদিন পরে, এক ভক্ত নরবরে,
পাবে নৃসিংহের কৃপালেশ ॥
বৃহৎ মন্দির করি, বসাইবে নরহরি,
পুনসেবা করিবে প্রকাশ ।
নবদ্বীপ পরিক্রমা, তার এই এক সীমা,
ষোলক্রোশ মধ্যে এইবাস ॥
নিতাই জাহ্ণবা পদ, যে জনার সম্পদ,
সেই ভক্তিবিনোদ কাঙ্গাল ।
নবদ্বীপ সুমহিমা, নাহি তার কভু সীমা,
তাহা গায় ছাড়ি মায়াজাল ॥
|
|
শ্রীনবদ্বীপধাম
মাহাত্ম্য-মুক্তা-মালা
অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ
পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্গুরু
শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের
পদ্মমুখের হরিকথামৃত
এইগ্রন্থশিরোমণি শ্রীগুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য
মহারাজের ইচ্ছা পূর্ণ করবার জন্য এবং তাঁর শ্রীচরণের তৃপ্তির জন্য তাঁর অহৈতুক
কৃপায় শ্রীচৈতন্য-সারস্বত মঠ হইতে প্রকাশিত হয় শ্রীমন্ মহাপ্রভুর শুভার্বিভাব
তিথিতে শ্রীগৌরাব্দ ৫৩৪, বঙ্গাব্দ ১৪২৬, খৃষ্টাব্দ মার্চ্চ ২০২০ ।
সূচীপত্র:
শ্রীগৌরধাম ও
শ্রীভক্তিবিনোদ
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য
(১) শ্রীশ্রীনবদ্বীপধামের সাধারণ
মাহাত্ম্য কথন
(২) শ্রীশ্রীগৌড়মণ্ডল ও
শ্রীশ্রীনবদ্বীপধামের বাহ্যস্বরূপ ও পরিমাণ
(৩) শ্রীশ্রীনবদ্বীপধাম
পরিক্রমার সাধারণ বিধি
(৪) শ্রীজীবের আগমন ও শ্রীনিত্যানন্দ
প্রভু তাঁহাকে শ্রীনবদ্বীপতত্ত্ব বলেন
(৫) শ্রীমায়াপুর ও
শ্রীঅন্তর্দ্বীপের কথা
(৬) শ্রীগঙ্গানগর,
শ্রীপৃথুকুণ্ড, শ্রীসীমন্তদ্বীপ, শ্রীবিশ্রামস্থানাদি দর্শন
(৭) শ্রীসুবর্ণবিহার ও শ্রীদেবপল্লী বর্ণন
(৮) শ্রীহরিহরক্ষেত্র,
শ্রীমহাবারাণসী ও শ্রীশ্রীগোদ্রুমদ্বীপ বর্ণন
(৯) শ্রীমধ্যদ্বীপ ও নৈমিষ
বর্ণন
(১০) শ্রীব্রাহ্মণপুষ্কর,
শ্রীউচ্চহট্টাদি দর্শন ও পরিক্রমা-ক্রম বর্ণন
(১১) শ্রীশ্রীকোলদ্বীপ,
শ্রীসমুদ্রগড়, শ্রীচম্পাহট্ট ও শ্রীজয়দেব-কথা বর্ণনা
(১২) শ্রীশ্রীঋতুদ্বীপ ও
শ্রীরাধাকুণ্ড বর্ণন
(১৩) শ্রীবিদ্যানগর ও
শ্রীজহ্ণুদ্বীপ বর্ণন
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
•
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনকুটির
(স্বানন্দ-সুখদা-কুঞ্জ)
•
শ্রীনৃসিংহপল্লী
•
শ্রীকোলদ্বীপ
|