শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
—: শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য :—
ত্রয়োদশ অধ্যায় : শ্রীবিদ্যানগর ও শ্রীজহ্ণুদ্বীপ বর্ণন
(শ্রীশ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রচিত)
জয় গৌর নিত্যানন্দাদ্বৈত গদাধর ।
শ্রীবাস শ্রীনবদ্বীপ কীর্ত্তন সাগর ॥
শ্রীবিদ্যানগরে আসি নিত্যানন্দরায় ।
বিদ্যানগরের তত্ত্ব শ্রীজীবে শিখায় ॥
নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে ।
অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে ॥
সর্ব্ব অবতার আর ধন্যজীব যত ।
কমলের একদেশে থাকে কত শত ॥
ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে ।
মৎস্যরূপী ভগবান সর্ব্ববেদ ধরে ॥
সর্ব্ব বিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া ।
শ্রীবিদ্যানগর নাম এই স্থানে দিয়া ॥
পুন যবে সৃষ্টি মুখে ব্রহ্মা মহাশয় ।
অতি ভীত হন দেখি সকল প্রলয় ॥
সেই কালে প্রভু কৃপা হয় তাঁর প্রতি ।
এই স্থানে পেয়ে ভগবানে করে স্তুতি ॥
মুখ খুলিবার কালে দেবী সরস্বতী ।
ব্রহ্ম জিহ্বা হৈতে জন্মে অতি রূপবতী ॥
সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্ম্মুখ ।
শ্রীকৃষ্ণে করেন স্তব পেয়ে বড় সুখ ॥
সৃষ্টি যবে হয় মায়া সর্ব্বদিক ঘেরি ।
বিরজার পারে থাকে গুণত্রয় ধরি ॥
মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ ।
করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস ॥
এইত সারদা পীঠ করিয়া আশ্রয় ।
ঋষিগণ করে অবিদ্যার পরাজয় ॥
চৌষট্টী বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ ।
ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন ॥
যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন ।
এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ ॥
শ্রীবাল্মিকী কাব্যরস এই স্থানে পায় ।
নারদ কৃপায় তেঁহ আইল হেথায় ॥
ধন্বন্তরী আসি হেথা আয়ুর্ব্বেদ পায় ।
বিশ্বামিত্র আদি ধনুর্ব্বিদ্যা শিখি যায় ॥
শৌনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র ।
দেবদেব মহাদেব আলোচয় তন্ত্র ॥
ব্রহ্মা চারিমুখ হৈতেবেদ চতুষ্টয় ।
ঋষিগণ প্রার্থনায় করিল উদয় ॥
কপিল রচিল সাঙ্খ্য এই স্থানে বসি ।
ন্যায় তর্ক প্রকাশিল শ্রীগৌতম ঋষি ॥
বৈশেষিক প্রকাশিল কণভুক্ মুনি ।
পাতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি ॥
জৈমিনি মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ ।
পুরাণাদি প্রকাশিল ঋষি বেদব্যাস ॥
পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন ।
প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন ॥
এই উপবনে সর্ব্ব উপনিষদগণ ।
বহুকাল শ্রীগৌরাঙ্গ করে আরাধন ॥
অলক্ষ্যে শ্রীগৌরহরি সে সবে কহিল ।
নিরাকার বুদ্ধিতব হৃদয় দূষিল ॥
তুমি সবে শ্রুতিরূপে মোরে না পাইবে ।
আমার পার্ষদ রূপে যবে জন্ম লবে ॥
প্রকট লীলায় তবে দেখিবে আমায় ।
মমগুণ কীর্ত্তন করিবে উভরায় ॥
তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া ।
গোপনে আছিল হেথা কাল অপেক্ষিয়া ॥
এই ধন্য কলিযুগ সর্ব্বযুগ সার ।
যাহাতে হইল শ্রীগৌরাঙ্গ অবতার ॥
বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর ।
গণ সহ বৃহস্পতি জন্মে অতঃপর ॥
বাসুদেব সার্ব্বভৌম সেই বৃহস্পতি ।
গৌরাঙ্গে তুষিতে যত্ন করিলেন অতি ॥
প্রভু মোর নবদ্বীপে শ্রীবিদ্যাবিলাস ।
করিবেন জানি মনে হইয়া উদাস ॥
ইন্দ্রসভা পরিহরি নিজগণ লয়ে ।
জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে ॥
এই বিদ্যানগরেতে করি বিদ্যালয় ।
বিদ্যা প্রচারিল সার্ব্বভৌম মহাশয় ॥
পাছে বিদ্যাজালে ডুবে হারাই গৌরাঙ্গ ।
এই মনে করি এক করিলেন রঙ্গ ॥
নিজ শিষ্যগণে রাখি নদীয়া নগরে ।
গৌর জন্ম পূর্ব্বে তেঁহ গেলা দেশান্তরে ॥
মনে ভাবে যদি আমি হই গৌর দাস ।
কৃপা করি মোরে প্রভু লইবেন পাশ ॥
এই বলি সার্ব্বভৌম যায় নীলাচল ।
মায়াবাদ শাস্ত্র তথা করিল প্রবল ॥
হেথা প্রভু গৌরচন্দ্র শ্রীবিদ্যাবিলাসে ।
সার্ব্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে ॥
ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারায় ।
কভু বিদ্যানগরেতে আইসে গৌররায় ॥
অধ্যাপকগণ আর পড়ুয়ারগণ ।
পরাজিত হয়ে সবে করে পলায়ন ॥
গৌরাঙ্গের বিদ্যালীলা অপূর্ব্ব কথন ।
অবিদ্যা ছাড়ায়ে তার যে করে শ্রবণ ॥
শুনি জীব প্রেমানন্দে সে বেদ নগরে ।
ব্যাসপীঠে গড়াগড়ি যায় প্রেমভরে ॥
নিত্যানন্দ শ্রীচরণে করে নিবেদন ।
আমার সংশয় ছেদ করহ এখন ॥
সাঙ্খ্য বিদ্যা তর্ক বিদ্যা অমঙ্গলময় ।
কেমনে এ নিত্যধামে সে সকল রয় ॥
শুনি প্রভু নিত্যানন্দ জীবে দেয় কোল ।
আদর করিয়া বলে হরি হরি বোল ॥
প্রভুর পবিত্র ধামে নাহি অমঙ্গল ।
তর্ক সাঙ্খ্য স্বতঃ নহে হেথায় প্রবল ॥
ভক্তির অধীন সব ভক্তি দাস্য করে ।
কর্ম্মদোষে দুষ্ট জনে বিপর্য্যয় ধরে ॥
ভক্তি মহাদেবী হেথা আর সব দাস ।
সকলে করয় ভক্তিদেবীর প্রকাশ ॥
নবদ্বীপে নববিধ ভক্তি অধিষ্ঠান ।
ভক্তিরে সেবয় সদা কর্ম্ম আর জ্ঞান ॥
বহির্ম্মুখ জনে শাস্ত্র দেয় দুষ্টমতি ।
শিষ্টজনে সেই শাস্ত্র দেয় কৃষ্ণরতি ॥
প্রৌঢ়ামায়া গৌরদাসী অধিষ্ঠাত্রী দেবী ।
সর্ব্বযুগে এই স্থানে থাকে গৌরসেবী ॥
অতি কর্ম্মদোষ যার বৈষ্ণবেতে দ্বেষ ।
তারে মায়া অন্ধ করি দেয় নানা ক্লেশ ॥
সর্ব্বপাপ সর্ব্বকর্ম্ম হেথা হয় ক্ষয় ।
প্রৌঢ়ামায়া বিদ্যারূপে করে কর্ম্ম লয় ॥
কিন্তু যদি শ্রীবৈষ্ণবে অপরাধ থাকে ।
তবে দূর করে তারে কর্ম্মের বিপাকে ॥
বিদ্যাপড়ি নদীয়ায় সে সব দুর্জ্জন ।
কভু নাহি পায় কৃষ্ণপদে প্রেম ধন ॥
বিদ্যার অবিদ্যা লাভ করে সেই সব ।
নাহি দেখে শ্রীগৌরাঙ্গ নদীয়া বৈভব ॥
অতএব বিদ্যা নহে অমঙ্গলময় ।
বিদ্যার অবিদ্যা ছায়া অমঙ্গল হয় ॥
এ সব স্ফুরিবে জীব গৌরাঙ্গ কৃপায় ।
লিখিবে আপন শাস্ত্রে প্রভুর ইচ্ছায় ॥
তোমা দ্বারা করিবেন শাস্ত্র পরকাশ ।
এবে চল যাই মোরা জহ্ণুর আবাস ॥
বলিতে বলিতে সবে জান্নগর যায় ।
জহ্ণু তপোবন শোভা দেখিবারে পায় ॥
নিত্যানন্দ বলে এই জহ্ণুদ্বীপ নাম ।
ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম ॥
এই স্থানে জহ্ণুমুনি তপ আচরিল ।
সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল ॥
হেথা জহ্ণুমুনি বৈসে সন্ধ্যা করিবারে ।
ভাগীরথী বেগে কোশাকোশী পড়ে ধারে ॥
ধারে পড়ি কোশাকোশী ভাসিয়া চলিল ।
গণ্ডুষে গঙ্গার জল সব পান কৈল ॥
ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল ।
বিহ্বল হইয়া তবে ভাবিতে লাগিল ॥
জহ্ণুমুনি পান কৈল সব গঙ্গাজল ।
জানি ভগীরথ মনে হইল বিকল ॥
কতদিনে মুনিরে পূজিল মহাধীর ।
অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির ॥
সেই হৈতে জাহ্ণবী হইল নাম তাঁর ।
জাহ্ণবী বলিয়া ডাকে সকল সংসার ॥
কতদিন পরে হেথা গঙ্গারনন্দন ।
ভীষ্মদেব কৈল মাতামহ দরশন ॥
ভীষ্মরে আদর করে জহ্ণু মহাশয় ।
বহুদিন রাখে তারে আপন আলয় ॥
জহ্ণু স্থানে ভীষ্ম ধর্ম্ম শিখিল অপার ।
যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্ম্ম সার ॥
নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তিধন ।
বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন ॥
অতএব জহ্ণুদ্বীপ পরম পাবন ।
হেথা বাস করে সদা ভাগ্যবান জন ॥
সেইদিন জহ্ণুদ্বীপে নিত্যানন্দরায় ।
ভক্তগণ সহ রহে ভক্তের আলয় ॥
পরদিন প্রাতে প্রভু লয়ে ভক্তগণ ।
মোদদ্রুমদ্বীপে তবে করিল গমন ॥
জাহ্ণবা নিতাই পদ যাহার গরিমা ।
এ ভক্তিবিনোদ গায় নদীয়া মহিমা ॥
|
|
শ্রীনবদ্বীপধাম
মাহাত্ম্য-মুক্তা-মালা
অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ
পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্গুরু
শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের
পদ্মমুখের হরিকথামৃত
এইগ্রন্থশিরোমণি শ্রীগুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য
মহারাজের ইচ্ছা পূর্ণ করবার জন্য এবং তাঁর শ্রীচরণের তৃপ্তির জন্য তাঁর অহৈতুক
কৃপায় শ্রীচৈতন্য-সারস্বত মঠ হইতে প্রকাশিত হয় শ্রীমন্ মহাপ্রভুর শুভার্বিভাব
তিথিতে শ্রীগৌরাব্দ ৫৩৪, বঙ্গাব্দ ১৪২৬, খৃষ্টাব্দ মার্চ্চ ২০২০ ।
সূচীপত্র:
শ্রীগৌরধাম ও
শ্রীভক্তিবিনোদ
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য
(১) শ্রীশ্রীনবদ্বীপধামের সাধারণ
মাহাত্ম্য কথন
(২) শ্রীশ্রীগৌড়মণ্ডল ও
শ্রীশ্রীনবদ্বীপধামের বাহ্যস্বরূপ ও পরিমাণ
(৩) শ্রীশ্রীনবদ্বীপধাম
পরিক্রমার সাধারণ বিধি
(৪) শ্রীজীবের আগমন ও শ্রীনিত্যানন্দ
প্রভু তাঁহাকে শ্রীনবদ্বীপতত্ত্ব বলেন
(৫) শ্রীমায়াপুর ও
শ্রীঅন্তর্দ্বীপের কথা
(৬) শ্রীগঙ্গানগর,
শ্রীপৃথুকুণ্ড, শ্রীসীমন্তদ্বীপ, শ্রীবিশ্রামস্থানাদি দর্শন
(৭) শ্রীসুবর্ণবিহার ও
শ্রীদেবপল্লী বর্ণন
(৮) শ্রীহরিহরক্ষেত্র,
শ্রীমহাবারাণসী ও শ্রীশ্রীগোদ্রুমদ্বীপ বর্ণন
(৯) শ্রীমধ্যদ্বীপ ও নৈমিষ
বর্ণন
(১০) শ্রীব্রাহ্মণপুষ্কর,
শ্রীউচ্চহট্টাদি দর্শন ও পরিক্রমা-ক্রম বর্ণন
(১১) শ্রীশ্রীকোলদ্বীপ,
শ্রীসমুদ্রগড়, শ্রীচম্পাহট্ট ও শ্রীজয়দেব-কথা বর্ণনা
(১২) শ্রীশ্রীঋতুদ্বীপ ও
শ্রীরাধাকুণ্ড বর্ণন
(১৩) শ্রীবিদ্যানগর ও শ্রীজহ্ণুদ্বীপ বর্ণন
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
•
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনকুটির
(স্বানন্দ-সুখদা-কুঞ্জ)
•
শ্রীনৃসিংহপল্লী
•
শ্রীকোলদ্বীপ
|