শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
—: শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য :—
একাদশ অধ্যায় : শ্রীশ্রীকোলদ্বীপ, শ্রীসমুদ্রগড়, শ্রীচম্পাহট্ট ও শ্রীজয়দেব-কথা বর্ণনা
(শ্রীশ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রচিত)
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ ।
জয়াদ্বৈত শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ॥
জয় জয় গৌড় ভূমি সর্ব্বভূমি সার ।
যথা নাম সহ শ্রীচৈতন্য অবতার ॥
নিত্যানন্দপ্রভু বলে শুন সর্ব্বজন ।
পঞ্চবেণী রূপে গঙ্গা হেথায় মিলন ॥
মন্দাকিনী অলকা সহিত ভাগীরথী ।
গুপ্তভাবে হেথায় আছেন সরস্বতী ॥
পশ্চিমে যমুনা সহ আইসে ভোগবতী ।
তাহাতে মানস গঙ্গা মহা বেগবতী ॥
মহা মহা প্রয়াগ বলিয়া ঋষিগণে ।
কোটী কোটী যজ্ঞ হেথা কৈল ব্রহ্মা সনে ॥
ব্রহ্মসত্র স্থান এই মহিমা অপার ।
হেথা স্নান করিলে জনম নহে আর ॥
ইহার মহিমা কেবা বর্ণিবারে পারে ।
শুষ্কধারাসম কোন তীর্থ হইতে নারে ॥
জলে স্থলে অন্তরীক্ষে ত্যজিয়া জীবন ।
সর্ব্বজীব পায় শ্রীগোলোক বৃন্দাবন ॥
কুলিয়াপাহাড় বলি খ্যাত এই স্থান ।
গঙ্গাতীরে উচ্চভূমি পর্ব্বত সমান ॥
কোলদ্বীপ নাম শাস্ত্রে আছয় বর্ণন ।
সত্যযুগ কথা এক শুন সর্ব্বজন ॥
বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার ।
বরাহ দেবের সেবা করে বারবার ॥
শ্রীবরাহমূর্ত্তি পূজি করে উপাসনা ।
সর্ব্বদা বরাহ দেবের করয় প্রার্থনা ॥
প্রভু মোরে কৃপা করি দেহ দরশন ।
সফল হউক মোর নয়ন জীবন ॥
এই বলি কাঁদে বিপ্র গড়াগড়ি যায় ।
প্রভু নাহি দেখা দিলে জীবন বৃথায় ॥
কতদিনে শ্রীবরাহ অনুকম্পা করি ।
দেখা দিলা বাসুদেবে কোলরূপ ধরি ॥
নানারত্ন ভূষণে ভূষিত কলেবর ।
পদ গ্রীবা নাসা মুখ চক্ষু মনোহর ॥
পর্ব্বত সমান উচ্চ শরীর তাঁহার ।
দেখি বিপ্র নিজে ধন্য মানে বারবার ॥
ভূমে পড়ি বিপ্র প্রণমিয়া প্রভুপায় ।
কাঁদিয়া আকুল হৈল গড়াগড়ি যায় ॥
বিপ্রের ভকতি দেখি বরাহ তখন ।
কহিলেন বাসুদেবে মধুর বচন ॥
ওহে বাসুদেব তুমি ভকত আমার ।
বড় তুষ্ট হৈনু পূজা পাইয়া তোমার ॥
এই নবদ্বীপে মোর প্রকট বিহার ।
কলি আগমনে হবে শুন বাক্য সার ॥
নবদ্বীপ সম ধাম নাহি ত্রিভুবনে ।
অতি প্রিয়ধাম মোর আছে সংগোপনে ॥
ব্রহ্মাবর্ত্ত সহ আছে পুণ্য তীর্থ যত ।
সে সব আছয়ে হেথা শাস্ত্রের সম্মত ॥
যে স্থানে ব্রহ্মার যজ্ঞে প্রকাশ হইয়া ।
নাশিলাম হিরণ্যাক্ষ দন্তে বিদারিয়া ॥
সেই স্থান পুণ্যভূমি এই স্থানে রয় ।
যথায় আমার এবে হইল উদয় ॥
নবদ্বীপ সেবি সর্ব্ব তীর্থ বিরাজয় ।
নবদ্বীপ বাসে সর্ব্ব তীর্থ বাস হয় ॥
ধন্য তুমি নবদ্বীপে সেবিলে আমায় ।
শ্রীগৌর প্রকটকালে জন্মিবে হেথায় ॥
অনায়াসে দেখিবে সে মহাসঙ্কীর্ত্তন ।
অপূর্ব্ব গৌরাঙ্গরূপ পাবে দরশন ॥
এতবলি শ্রীবরাহ হৈল অন্তর্দ্ধান ।
দৈববাণী হৈল বিপ্রে বুঝিতে সন্ধান ॥
পরম পণ্ডিত বাসুদেব মহাশয় ।
সর্ব্ব শাস্ত্র বিচারিয়া জানিল নিশ্চয় ॥
বৈবস্বত মন্বন্তরে কলির সন্ধ্যায় ।
শ্রীগৌরাঙ্গপ্রভু লীলা হবে নদীয়ায় ॥
ঋষিগণ সেই তত্ত্ব রাখিল গোপনে ।
ইঙ্গিতে কহিল সব বুঝে বিজ্ঞজনে ॥
প্রকট হইলে লীলা হইবে প্রকাশ ।
এবে গোপ্য এই তত্ত্ব পাইল আভাস ॥
পরম আনন্দে বিপ্র করে সঙ্কীর্ত্তন ।
গৌর নাম গায় মনে মনে সর্ব্বক্ষণ ॥
পর্ব্বত প্রমাণ কোলদেবের শরীর ।
দেখি বাসুদেব মনে বিচারিল ধীর ॥
কোলদ্বীপ পর্ব্বতাখ্য এই স্থান হয় ।
সেই হইতে পর্ব্বতাখ্য হৈল পরিচয় ॥
ওহে জীব নিত্যলীলাময় বৃন্দাবনে ।
গিরিগোবর্দ্ধন এই জানে ভক্তজনে ॥
শ্রীবহুলবান দেখ ইহার উত্তরে ।
রূপের ছটায় সর্ব্বদিক্ শোভা করে ॥
বৃন্দাবনে যে যে ক্রমে দ্বাদশ কানন ।
সে ক্রম নাহিক হেথা বল্লভ নন্দন ॥
প্রভু ইচ্ছামতে হেথা ক্রম বিপর্য্যয় ।
ইহার তাৎপর্য্য জানে প্রভু ইচ্ছাময় ॥
যেইরূপ আছে হেথা দেখ সেইরূপ ।
বিপর্য্যয়ে প্রেমবৃদ্ধি এই অপরূপ ॥
কিছু দূর গিয়া প্রভু বলেন বচন ।
এই যে সমুদ্রগড়ি কর দরশন ॥
সাক্ষাৎ দ্বারকাপুরী শ্রীগঙ্গাসাগর ।
দুই তীর্থ আছে হেথা দেখ বিজ্ঞবর ॥
শ্রীসমুদ্রসেন রাজা ছিল এই স্থানে ।
বড় কৃষ্ণভক্ত কৃষ্ণবিনা নাহি জানে ॥
যবে ভীমসেন আইল নিজ সৈন্য লয়ে ।
ঘেরিল সমুদ্রগড়ি বঙ্গদিগ্বিজয়ে ॥
রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি ।
পাণ্ডব বিপদে পৈলে আইসে যদুপতি ॥
যদি আমি পারি ভীমে দেখাইতে ভয় ।
ভীম আর্ত্তনাদে হরি হবে দয়াময় ॥
দয়া করি আসিবেন এদাসের দেশে ।
দেখিবে সে শ্যামমূর্ত্তি চক্ষে অনায়াসে ॥
এতভাবি নিজ সৈন্য সাজাইল রায় ।
গজবাজি পদাতিক লয়ে যুদ্ধে যায় ॥
শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বাণ নিক্ষেপয় ।
বাণে জর জর ভীম পাইল বড় ভয় ॥
মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া ।
রক্ষা কর ভীমে নাথ শ্রীচরণ দিয়া ॥
সমুদ্রসেনের সহ যুঝিতে না পারি ।
ভঙ্গ দিলে বড় লজ্জা তাহা সৈতে নারি ॥
পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয় ।
বড়ই লজ্জার কথা ওহে দয়াময় ॥
ভীমের করুণানাদ শুনি দয়াময় ।
সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয় ॥
না দেখে সে রূপ কেহ অপূর্ব্ব ঘটনা ।
শ্রীসমুদ্রসেন মাত্র দেখে একজনা ॥
নবজলধর রূপ কৈশোর মূরতি ।
গলে দোলে বনমালা মুকুতার ভাতি ॥
সর্ব্ব অঙ্গে অলঙ্কার অতি সুশোভন ।
পীতবস্ত্র পরিধান অপূর্ব্ব গঠন ॥
সেরূপ দেখিয়া রাজা প্রেমে মূর্চ্ছা যায় ।
মূর্চ্ছা সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানায় ॥
তুমি কৃষ্ণ জগন্নাথ পতিতপাবান ।
পতিত দেখিয়া মোরে তব আগমন ॥
তব লীলা জগজ্জন করয় কীর্ত্তন ।
শুনি দেখিবার ইচ্ছা হইল কখন ॥
কিন্তু মোর ব্রত ছিল ওহে দয়াময় ।
এই নবদ্বীপে তব হইবে উদয় ॥
হেথায় দেখিব তব রূপ মনোহর ।
নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর ॥
সেই ব্রত রক্ষা মোর করি দয়াময় ।
নবদ্বীপে কৃষ্ণরূপে হইলে উদয় ॥
তথাপি আমার ইচ্ছা অতি গূঢ়তর ।
গৌরাঙ্গ হউন মোর অক্ষির গোচর ॥
দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল ।
রাধাকৃষ্ণ-লীলারূপ মাধুর্য্য অতুল ॥
শ্রীকুমুদবনে কৃষ্ণ সখীগণ সনে ।
অপরাহ্নে করে লীলা গিয়া গোচারণে ॥
ক্ষণেকে হইল সেই লীলা অদর্শন ।
শ্রীগৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন ॥
মহাসঙ্কীর্ত্তনবেশ সঙ্গে ভক্তগণ ।
নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্ত্তন ॥
পুরট সুন্দর কান্তি অতি মনোহর ।
নয়ন মাতায় অতি কাঁপায় অন্তর ॥
সেইরূপ হেরি রাজা নিজে ধন্য মানে ।
বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে ॥
কত ক্ষণে সে সকল হৈল অদর্শন ।
কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্য মন ॥
ভীমসেন এই পর্ব্ব না দেখে নয়নে ।
ভাবে রাজা যুদ্ধে ভীত হৈল এতক্ষণে ॥
অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন ।
রাজা তুষ্ট হয়ে কর যাচে ততক্ষণ ॥
কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায় ।
ভীম দিগ্বিজয় সর্ব্ব জগতেতে গায় ॥
এই সে সমুদ্রগড়ি নবদ্বীপ সীমা ।
ব্রহ্মা নাহি জানে এই স্থানের মহিমা ॥
সমুদ্র আসিয়া হেথা জাহ্ণবী আশ্রয়ে ।
প্রভুপদ সেবা করে ভক্ত ভাব লয়ে ॥
জাহ্ণবী বলেন সিন্ধু অতি অল্প দিনে ।
তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে ॥
সিন্ধু বলে শুন দেবি আমার বচন ।
নবদ্বীপ নাহি ছাড়ে শচীর নন্দন ॥
যদ্যপিও কিছুদিন রহে মম তীরে ।
অপ্রতক্ষে রহে তবু নদীয়া ভিতরে ॥
নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেথায় ।
প্রকট ও অপ্রকট লীলা বেদে গায় ॥
হেথা তবাশ্রয়ে আমি রহিব সুন্দরী ।
সেবিব শ্রীনবদ্বীপে শ্রীগৌরাঙ্গ হরি ॥
এই বলি পয়োনিধি নবদ্বীপে রয় ।
গৌরাঙ্গের নিত্যলীলা সতত চিন্তয় ॥
তবে নিত্যানন্দ আইলা চম্পাহট্ট গ্রাম ।
বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম ॥
অপরাহ্নে চম্পাহট্ট করয় ভ্রমণ ।
নিত্যানন্দ বলে শুন বল্লভনন্দন ॥
এই স্থানে ছিল পূর্ব্বে চম্পক কানন ।
খদির বনের অংশ সুন্দর দর্শন ॥
চম্পলতা সখী নিত্য চম্পক লইয়া ।
মালা গাঁথি রাধাকৃষ্ণ সেবিতেন গিয়া ॥
কলি বৃদ্ধি হৈলে সেই চম্পক-কাননে ।
মালীগণ ফুল লয় অতি হৃষ্টমনে ॥
হট্ট করি চম্পককুসুম লয়ে বসি ।
বিক্রয় করয় লয় যত গ্রামবাসী ॥
সেই হৈতে শ্রীচম্পকহট্ট হৈল নাম ।
চাঁপাহাটি সবে বলে মনোহর ধাম ॥
যেকাল লক্ষ্মণসেন নদীয়ার রাজা ।
জয়দেব নবদ্বীপে হন তাঁর প্রজা ॥
বল্লালদীর্ঘিকাকূলে বাঁধিয়া কুটীর ।
পদ্মাসহ বৈসে তথা জয়দেব ধীর ॥
দশ অবতার স্তব রচিল তথায় ।
সেই স্তব লক্ষ্মণের হস্তে কভু যায় ॥
পরম আনন্দে স্তব করিল পঠন ।
জিজ্ঞাসিল রাজা স্তব কৈল কোন জন ॥
গোবর্দ্ধন আচার্য্য রাজারে তবে কয় ।
মহাকবি জয়দেব রচয়িতা হয় ॥
কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি ।
গোবর্দ্ধন বলে এই নবদ্বীপে স্থিতি ॥
শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান ।
রাত্রযোগে আইল তবে জয়দেব স্থান ॥
বৈষ্ণব বেশেতে রাজা কুটীরে প্রবেশে ।
জয়দেবে নতি করি বৈসে এক দেশে ॥
জয়দেব জানিলেন ভূপতি এজন ।
বৈষ্ণব বেশেতে আইল হয়ে অকিঞ্চন ॥
অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয় ।
জয়দেবে যাচে যাইতে আপন আলয় ॥
অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি ।
বিষয়ি গৃহেতে যেতে না করে সম্মতি ॥
কৃষ্ণভক্ত জয়দেব বলিল তখন ।
তব দেশ ছাড়ি আমি করিব গমন ॥
বিষয়ি সংসর্গ কভু না দেয় মঙ্গল ।
গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল ॥
রাজা বলে শুন প্রভু আমার বচন ।
নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন ॥
তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবে ।
হেন কার্য্য কর দেব মোরে কৃপা যবে ॥
গঙ্গা পারে চম্পহট্ট* স্থান মনোহর ।
[*“তথা চম্পাং সমাসাদ্য ভাগীরথ্যাং কৃতোদকঃ ।” মহাভারত ।]
সেই স্থানে থাক তুমি দু এক বৎসর ॥
মম ইচ্ছামতে স্বামি তথা না যাইব ।
তব ইচ্ছা হলে তব চরণ হেরিব ॥
রাজার বচন শুনি মহা কবিবর ।
সম্মত হইয়া বলে বচন সত্ত্বর ॥
যদ্যপি বিষয়ী তুমি এরাজ্য তোমার ।
কৃষ্ণভক্ত তুমি তব নাহিক সংসার ॥
পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া ।
সম্ভাষিনু তবু তুমি সহিলে শুনিয়া ॥
অতএব জানিলাম তুমি কৃষ্ণভক্ত ।
বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত ॥
চম্পকহট্টেতে আমি কিছু দিন রব ।
গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব ॥
হৃষ্টচিত্ত হয়ে রাজা অমাত্য দ্বারায় ।
চম্পকহট্টেতে গৃহ নির্ম্মাণ করায় ॥
তথা জয়দেব কবি রহে দিন কত ।
শ্রীকৃষ্ণ ভজন করে রাগমার্গ মত ॥
পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার ।
জয়দেব পূজে কৃষ্ণ নন্দেরকুমার ॥
মহাপ্রেমে জয়দেব করয় পূজন ।
দেখিল শ্রীকৃষ্ণ হৈল চম্পক বরণ ॥
পুরট সুন্দর কান্তি অতি মনোহর ।
কোটি চন্দ্র নিন্দি মুখ পরম সুন্দর ॥
চাঁচর চিকুর শোভা গলে ফুলমালা ।
দীর্ঘবাহু রূপে আল করে পর্ণশালা ॥
দেখিয়া গৌরাঙ্গরূপ মহাকবিবর ।
প্রেমে মুর্চ্ছা যায় চক্ষে অশ্রু ঝর ঝর ॥
পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া ।
হইল চৈতন্যহীন ভূমেতে পড়িয়া ॥
পদ্মহস্ত দিয়া প্রভু তোলে দুই জনে ।
কৃপাকরি বলে তবে অমিয়-বচনে ॥
তুমি দোঁহে মম ভক্ত পরম উদার ।
দরশন দিতে ইচ্ছা হইল আমার ॥
অতি অল্পদিনে এই নদীয়ানগরে ।
জনম লইব আমি শচীর উদরে ॥
সর্ব্ব অবতারের সকল ভক্ত সনে ।
শ্রীকৃষ্ণ কীর্ত্তনে বিতরিব প্রেম ধনে ॥
চব্বিশ বৎসরে আমি করিয়া সন্ন্যাস ।
করিব অবশ্য নীলাচলেতে নিবাস ॥
তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেমাবেশে ।
শ্রীগীতগোবিন্দ আস্বাদিব অবশেষে ॥
তব বিরচিত গীতগোবিন্দ আমার ।
অতিশয় প্রিয়বস্তু কহিলাম সার ॥
এই নবদ্বীপধাম পরম চিন্ময় ।
দেহান্তে আসিবে হেথা কহিনু নিশ্চয় ॥
এবে তুমি দোঁহে যাও যথা নীলাচল ।
জগন্নাথে সেব গিয়া পাবে প্রেমবল ॥
এতবলি গৌরচন্দ্র হৈল অদর্শন ।
প্রভুর বিচ্ছেদে মুর্চ্ছা হয় দুই জন ॥
মূর্চ্ছাশেষে অনর্গল কাঁদিতে লাগিল ।
কাঁদিতে কাঁদিতে সব নিবেদন কৈল ॥
হায় কিবা রূপ মোরা দেখিনু নয়নে ।
কেমনে বাঁচিবে এবে তার অদর্শনে ॥
নদীয়া ছাড়িতে প্রভু কেন আজ্ঞা কৈল ।
বুঝি এই ধামে কিছু অপরাধ হৈল ॥
এই নবদ্বীপধাম পরম চিন্ময় ।
ছাড়িতে মানস এবে বিকলিত হয় ॥
ভাল হৈত নবদ্বীপে পশু পক্ষী হয়ে ।
থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে ॥
পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম ।
ছাড়িতে না পারি এই গূঢ় মনস্কাম ॥
ওহে প্রভু শ্রীগৌরাঙ্গ কৃপা বিতরিয়া ।
রাখ আমা দোঁহে হেথা শ্রীচরণ দিয়া ॥
বলিতে বলিতে দোঁহে কাঁদে উচ্চরায় ।
দৈববাণী সেইক্ষণে শুনিবারে পায় ॥
দুঃখ নাহি কর দোঁহে যাও নীলাচল ।
দুই কথা হবে চিত্ত না কর চঞ্চল ॥
কিছুদিন পূর্ব্বে দোঁহে করিলে মানস ।
নীলাচলে বাস করি কতকদিবস ॥
সেই বাঞ্ছা জগবন্ধু পূরাইল তব ।
জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব ॥
জগন্নাথে তুষি পুন ছাড়িয়া শরীর ।
নবদ্বীপে দুইজনে নিত্য হবে স্থির ॥
দৈববাণী শুনি দোঁহে চলে ততক্ষণ ।
পাছে ফিরি নবদ্বীপ করেন দর্শন ॥
ছল ছল করে নেত্র জলধারা বহে ।
নবদ্বীপবাসিগণে দৈন্যবাক্য কহে ॥
তোমরা করিয়া কৃপা এই দুই জনে ।
অপরাধ করিয়াছি করহ মার্জ্জনে ॥
অষ্টদল পদ্ম সম নবদ্বীপ ভায় ।
দেখিতে দেখিতে দোঁহে কতদূরে যায় ॥
দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর ।
কাঁদিতে কাঁদিতে গৌড়ভূমি হয় পার ॥
কতদিনে নীলাচলে পৌঁছিয়া দুজনে ।
জগন্নাথ দরশন কৈল হৃষ্ট মনে ॥
ওহে জীব এই জয়দেব স্থান হয় ।
উচ্চভূমি মাত্র আছে বৃদ্ধলোকে কয় ॥
জয়দেব স্থান দেখি শ্রীজীব তখন ।
প্রেমে গড়াগড়ি যায় করয় রোদন ॥
ধন্য জয়দেব কবি ধন্য পদ্মাবতী ।
শ্রীগীতগোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতি ॥
জয়দেব ভোগ কৈল যেই প্রেমসিন্ধু ।
কৃপাকরি দেহ মোরে তার একবিন্দু ॥
এই কথা বলি জীব ধরণী লোটায় ।
নিত্যানন্দ শ্রীচরণে গড়াগড়ি যায় ॥
সেই রাত্র সবে রয় বাণীনাথ ঘরে ।
বংশ সহ বাণী নিত্যানন্দ সেবা করে ॥
নিতাই জাহ্নবা পদ ছায়া আশ যার ।
নদীয়া মাহাত্ম্য গায় অকিঞ্চন ছার ॥
|
|
শ্রীনবদ্বীপধাম
মাহাত্ম্য-মুক্তা-মালা
অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ
পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্গুরু
শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের
পদ্মমুখের হরিকথামৃত
এইগ্রন্থশিরোমণি শ্রীগুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য
মহারাজের ইচ্ছা পূর্ণ করবার জন্য এবং তাঁর শ্রীচরণের তৃপ্তির জন্য তাঁর অহৈতুক
কৃপায় শ্রীচৈতন্য-সারস্বত মঠ হইতে প্রকাশিত হয় শ্রীমন্ মহাপ্রভুর শুভার্বিভাব
তিথিতে শ্রীগৌরাব্দ ৫৩৪, বঙ্গাব্দ ১৪২৬, খৃষ্টাব্দ মার্চ্চ ২০২০ ।
সূচীপত্র:
শ্রীগৌরধাম ও
শ্রীভক্তিবিনোদ
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য
(১) শ্রীশ্রীনবদ্বীপধামের সাধারণ
মাহাত্ম্য কথন
(২) শ্রীশ্রীগৌড়মণ্ডল ও
শ্রীশ্রীনবদ্বীপধামের বাহ্যস্বরূপ ও পরিমাণ
(৩) শ্রীশ্রীনবদ্বীপধাম
পরিক্রমার সাধারণ বিধি
(৪) শ্রীজীবের আগমন ও শ্রীনিত্যানন্দ
প্রভু তাঁহাকে শ্রীনবদ্বীপতত্ত্ব বলেন
(৫) শ্রীমায়াপুর ও
শ্রীঅন্তর্দ্বীপের কথা
(৬) শ্রীগঙ্গানগর,
শ্রীপৃথুকুণ্ড, শ্রীসীমন্তদ্বীপ, শ্রীবিশ্রামস্থানাদি দর্শন
(৭) শ্রীসুবর্ণবিহার ও
শ্রীদেবপল্লী বর্ণন
(৮) শ্রীহরিহরক্ষেত্র,
শ্রীমহাবারাণসী ও শ্রীশ্রীগোদ্রুমদ্বীপ বর্ণন
(৯) শ্রীমধ্যদ্বীপ ও নৈমিষ
বর্ণন
(১০) শ্রীব্রাহ্মণপুষ্কর,
শ্রীউচ্চহট্টাদি দর্শন ও পরিক্রমা-ক্রম বর্ণন
(১১) শ্রীশ্রীকোলদ্বীপ, শ্রীসমুদ্রগড়, শ্রীচম্পাহট্ট ও শ্রীজয়দেব-কথা
বর্ণনা
(১২) শ্রীশ্রীঋতুদ্বীপ ও
শ্রীরাধাকুণ্ড বর্ণন
(১৩) শ্রীবিদ্যানগর ও
শ্রীজহ্ণুদ্বীপ বর্ণন
শ্রীনবদ্বীপধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
•
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনকুটির
(স্বানন্দ-সুখদা-কুঞ্জ)
•
শ্রীনৃসিংহপল্লী
•
শ্রীকোলদ্বীপ
|