আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীভক্তিরক্ষক হরিকথামৃত


১৪ । মা মুঞ্চ-পঞ্চ-দশকম্

 

রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ বিরচিতম

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
পতিতং ঘোর-সংসারে হ্যবশং প্রকৃতের্বশাৎ ॥১॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । মায়ার কবলে কবলিত হয়ে ঘোর সংসার গহ্বরে পতিত ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
অনাদি-ভাগ্য-বৈগুণ্যাৎ ভোগমুগ্ধং দুরাশয়ম্ ॥২॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । অনাদিভাগ্য বৈগুণ্য জন্য দুরাশয় দুষ্টু অভিপ্রায় ইচ্ছা বাসনায় মোহমুগ্ধ ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
মায়া-ক্রীড়নকং দীনং নিরালম্বং নিরাশ্রয়ম্ ॥৩॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । মায়ার ক্রীড়নক দীন, দরিদ্র, দুঃখিত দুর্গত নিরালম্ব নিরাশ্রয় ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি-ভীতি-চিন্তাতি-কাতরম্ ॥৪॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । জন্ম মৃত্যু জরা ব্যাধি ভীতিতে চিন্তার্ত্ত কাতর ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
জ্ঞানাজ্ঞান-কৃতানন্ত-পাপ-ভোগ-ভয়াকূলম্ ॥৫॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । জ্ঞানে অজ্ঞানে কৃত কাজের পরিণামে অনন্ত পাপ ভোগ ভয়ে আকুল ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
কাম-ক্রোধাদি-দস্যুভির্নির্দ্দয়ং পদমর্দ্দিতম্ ॥৬॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । কাম ক্রোধাদি দস্যুর নির্দ্দয় পদমর্দ্দিত ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
অন্তঃশত্রু-বিপর্য্যস্তং পুনঃ পুনর্বিলাঞ্ছিতম্ ॥৭॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । অন্তঃশত্রু দ্বারা বিপর্যস্ত পুনঃ পুনঃ লাঞ্ছিত ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
ত্রাণার্থং প্রার্থ্যমানোঽপি ন মাং পশ্যতি কশ্চনঃ ॥৮॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করেও কেউ আমায় দেখছে না ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
পিতরো বান্ধবা দেবা অসমর্থাঃ পরাঙ্মুখাঃ ॥৯॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । পিতা বান্ধবগণ দেবতাগণ অসমর্থ পরাম্মুখ ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
স্ব-পর-ভরসা-হীনং নিরুপায়ং নিরাকৃতম্ ॥১০॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । নিজের ও পরের উপর ভরসা শূন্য নিরুপায় নিরাকৃত ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
মহাপরাধ-রাশিনামালয়ং ত্যক্ত-সাধনম্ ॥১১॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । মহাপরাধ রাশির ঘরে সাধনা ত্যাগ করে ঢুকে রয়েছি ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
হে সদসদবিচারোর্দ্ধ-প্রপন্নার্ত্তিহরো হরে! ॥১২॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । হে সদ্ অসদ্ বিচারের উর্দ্ধে শরণাগতদের আর্ত্তি হরণকারী হরি !

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
দাসত্বং দেহি দাসানাং তব দেব দয়ানিধে ! ॥১৩॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । হে দেব দয়ানিধি! দয়াসাগর! দাসগণকে আপনার দাসত্ব প্রদান করুন ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
নিযুঙ্ক্ষ্ব নিত্যদাস্যে মাং প্রদায় প্রেম-বর্ত্তনম্ ॥১৪॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । প্রেম স্থিতিতে উন্নতি করে নিত্যদাসত্বে আমাদের নিযুক্ত করুন ।

মা মুঞ্চ মুঞ্চ মাং কৃষ্ণ! দাসং দীন-দয়ার্ণব !
স্বান্তরঙ্গ-সেবং দেহি হে গোপীজনবল্লভ ! ॥১৫॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । হে গোপীজনবল্লভ নিজ অন্তরঙ্গ সেবা প্রদান করুন ।

মা মুঞ্চ-পঞ্চ-দশকং ! কৃষ্ণ দীন-দয়ার্ণব !
ত্রিদণ্ডি-শ্রীধরোদ্গীতং গৃহানেদং স্তবামৃতম্ ॥১৬॥

আমাকে পরিত্যাগ কর না, এই দাসের পরিত্রাণ কর কৃষ্ণ । দীনের প্রতি আপনি দয়া সমুদ্র । ত্রিদণ্ডী শ্রীধর কীর্ত্তিত এই স্তবমালা গ্রহণ করুন ।

 


 

← ১৩. আগুন জ্বালো, বাতাস আপনি আসবে গ্রন্থাগারে ফিরে →

 

সূচীপত্র:

শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গ-প্রণতি
নম্র নিবেদন
প্রণতি-দশকম্
শ্রীগুরু আরতি-স্তুতি
শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ সম্পর্কে
১। আত্মতত্ত্ব ও ভগবৎ-তত্ত্ব
২। জীবের চরম প্রাপ্তি
৩। সমস্যা ও সমাধান
৪। পরমার্থ লাভের পন্থা
৫। বন্ধন মুক্তির উপায়
৬। বৈষ্ণব জীবনে আনুগত্য
৭ । ধর্ম্ম শিক্ষা ও বিশ্বাস
৮ । শ্রীশরণাগতি
৯ । বজীবের স্বাধীন ইচ্ছার নিশ্চয়াত্মক স্বার্থকতা
১০ । সর্ব্বাবস্থায় ভগবানের কৃপাদর্শনেই প্রকৃত সুখ লাভ
১১ । মানব জীবনের কর্ত্তব্য
১২ । ভগবানের সঙ্গে যোগাযোগের উপায়
১৩ । আগুন জ্বালো, বাতাস আপনি আসবে
১৪ । মা মুঞ্চ-পঞ্চ-দশকম্


PDF ডাউনলোড (26.7 Mb)
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥