শ্রীশ্রীগৌরসুন্দরের আবির্ভাব বাসরে
শ্রীল শ্রীমদ্ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ বিরচিত
অরুণ বসনে | সোনার সূরজ |
উদিছে কেন রে আজ । |
বসন্ত সুষমা | উজারি আপনা |
ঢালে কেন জগমাঝ ॥ |
|
তরু গুল্মলতা | অপূর্ব্ব বারতা |
বহে কেন ফলে ফুলে । |
ভৃঙ্গ ও বিহঙ্গে | কেন হেন রঙ্গে |
সঙ্গীত তরঙ্গ তুলে ॥ |
|
পতিত দুর্জ্জন | কেন রে গর্জ্জন |
উল্লাসে ফাটিয়া পড়ে । |
বিদ্যা কুল ধন | অভিমানী জন |
কেন ম্লান দুঃখ ভরে ॥ |
|
আকাশ বাতাস | ঘুচাইয়া ত্রাস |
আশ্বাসে ভাসায়ে দেয় । |
সাধুজন মন | সুখ বিতরণ- |
আবেশে উন্মাদ হয় ॥ |
|
চৌদিকেতে ধ্বনি | কি অপূর্ব্ব শুনি |
বহুজন উচ্চরোল । |
হরে কৃষ্ণ রাম | নাম দিব্যধাম |
হরি হরি হরি বোল ॥ |
|
ফাল্গুনী পূর্ণিমা | হিন্দোল রঙ্গিমা |
সুজন-ভজন রাগে । |
সংকীর্ত্তন সনে | মরম গহনে |
না জানি কিভাবে জাগে ॥ |
|
সন্ধ্যা সমাগম | তপন মগন |
কেন হেম ঘন কোলে । |
অপরূপ কত | পূরব পর্ব্বত |
সুবর্ণ চন্দ্রমা ভালে ॥ |
|
সুবর্ণ চন্দ্রমা | পশিছে নীলিমা |
সে নীল বিলীন হেমে । |
ইথে কিবা ভায় | সাধুজন গায় |
কলঙ্ক না রহে প্রেমে ॥ |
|
মহাজনে বলে | গ্রহণের ছলে |
সঙ্গে নাম সংকীর্ত্তন । |
গৌরচন্দ্রোদয় | পাপ রাহু ক্ষয় |
চন্দ্রশোভা প্রেম ধন ॥ |
|
মর্ম্মজ্ঞ সকলে | কহে কুতূহলে |
নীলিমা বিলীন চাঁদে । |
ছন্ন অবতার | লুকান কাহার |
রাধা-রুচি-রূপ-চাঁদে ॥ |
|
ইথে হেন স্তুতি | রাধাভাব দ্যুতি |
সুবলিত শ্যামরাও । |
উদিল গৌরাঙ্গ | নাম-প্রেম সঙ্গ |
জয় জয় গোরা গাও ॥ |
|
← গ্রন্থাগারে ফিরে
|