মানস, দেহ, গেহ, যো কিছু মোর ।
অর্পিলুঁ তুয়া পদে নন্দকিশোর ॥১॥
সম্পদে বিপদে জীবনে মরণে ।
দায় মম গেলা তুয়া ও পদ বরণে ॥২॥
মারবি রাখবি যো ইচ্ছা তোহারা ।
নিত্যদাস প্রতি তুয়া অধিকারা ॥৩॥
জন্মাওবি মোয়ে ইচ্ছা যদি তোর ।
ভক্তগৃহে জনি জন্ম হউ মোরে ॥৪॥
কীট জন্ম হউ যথা তুয়া দাস ।
বহির্ম্মুখ ব্রহ্মজন্মে নাহি আশ ॥৫॥
ভুক্তি-মুক্তিস্পৃহা-বিহীন যে ভক্ত ।
লভইতে তাঁ'ক সঙ্গ অনুরক্ত ॥৬॥
জনক-জননী-দয়িত-তনয় ।
প্রভু, গুরু, পতি তুহুঁ—সর্ব্বময় ॥৭॥
ভকতিবিনোদ কহে শুন কান !
রাধানাথ ! তুহুঁ হামার পরাণ ॥৮॥
|