দুষ্ট মন ! তুমি কিসের বৈষ্ণব ? |
প্রতিষ্ঠার তরে | নির্জ্জনের ঘরে |
তব হরিনাম কেবল কৈতব ॥১॥ |
|
জড়ের প্রতিষ্ঠা | শূকরের বিষ্ঠা |
জান না কি তাহা মায়ার বৈভব ? |
কনক-কামিনী | দিবস-যামিনী |
ভারিয়া কি কাজ, অনিত্য সে সব ॥২॥ |
|
তোমার কনক | ভোগের জনক |
কনকের দ্বারে সেবহ মাধব । |
কামিনীর কাম | নহে তব ধাম |
তাহার মালিক কেবল যাদব ॥৩॥ |
|
প্রতিষ্ঠাশা-তরু | জড়মায়ামরু |
না পেল রাবণ যুঝিয়া রাঘব । |
বৈষ্ণবী প্রতিষ্ঠা | তাতে কর নিষ্ঠা |
তাহা না ভজিলে লভিবে রৌরব ॥৪॥ |
|
হরিজনদ্বেষ | প্রতিষ্ঠাশাক্লেশ |
কর কেন তবে তাহার গৌরব । |
বৈষ্ণবের পাছে | প্রতিষ্ঠাশা আছে |
তাত কভু নহে অনিত্য বৈভব ॥৫॥ |
|
সে হরিসম্বন্ধ | শূন্য-মায়াগন্ধ |
তাহা কভু নয় জড়ের কৈতব । |
প্রতিষ্ঠা-চণ্ডালী | নির্জ্জনতা-জালি |
উভয়ে জানিহ মায়িক রৌরব ॥৬॥ |
|
কীর্ত্তন ছাড়িব | প্রতিষ্ঠা মাগিব |
কি কাজ ঢুঁড়িয়া তাদৃশ গৌরব । |
মাধবেন্দ্রপুরী | ভাব-ঘরে চুরি |
না করিল কভু সদাই জানব ॥৭॥ |
|
তোমার প্রতিষ্ঠা | শূকরের বিষ্ঠা |
তার-সহ সম কভু না মানব । |
মৎসরতা-বশে | তুমি জড়রসে |
ম' জেছ ছাড়িয়া কীর্ত্তনসৌষ্ঠব ॥৮॥ |
|
তাই দুষ্ট মন | নির্জ্জন ভজন |
প্রচারিছ ছলে কুযোগী-বৈভব । |
প্রভু সনাতনে | পরম যতনে |
শিক্ষা দিল যাহা, চিন্ত' সেই সব ॥৯॥ |
|
সেই দুটি কথা | ভুল' না সর্ব্বথা |
উচ্চৈঃস্বরে কর হরিনাম-রব । |
ফল্গু, আর যুক্ত, | বদ্ধ আর মুক্ত |
কভু না ভাবিহ 'একাকার' সব ॥১০॥ |
|
কনক-কামিনী | প্রতিষ্ঠা-বাঘিনী |
ছাড়িয়াছে যারে, সেই ত বৈষ্ণব । |
সেই অনাসক্ত | সেই শুদ্ধ ভক্ত |
সংসার তথা পায় পরাভব ॥১১॥ |
|
যথাযোগ্য ভোগ | নাহি তথা রোগ |
অনাসক্ত সেই, কি আর কহব । |
আসক্তিরহিত | সম্বন্ধসহিত |
বিষয়সমূহ সকলি মাধব ॥১২॥ |
|
সে যুক্ত-বৈরাগ্য | তাহা ত সৌভাগ্য |
তাহাই জড়েতে হরির বৈভব । |
কীর্ত্তনে যাহার | প্রতিষ্ঠাসম্ভার |
তাহার সম্পত্তি কেবল কৈতব ॥১৩॥ |
|
বিষয়-মুমুক্ষ | ভোগের বুভুক্ষু |
দু'য়ে ত্যজ মন, দুই অবৈষ্ণব । |
কৃষ্ণের সম্বন্ধ | অপ্রাকৃত স্কন্ধ |
কভু নহে তাহা জড়ের সম্ভব ॥১৪॥ |
|
মায়াবাদী জন | কৃষ্ণেতর মন |
মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব । |
বৈষ্ণবের দাস | তব ভক্তি আশ |
কেন বা ডাকিছ নির্জ্জন আহব ॥১৫॥ |
|
যে ফল্গু-বৈরাগী | কহে নিজে ত্যাগী |
সে না পারে কভু হইতে বৈষ্ণব । |
হরিপদ ছাড়ি' | নির্জ্জনতা বাড়ি |
লভিয়া কি ফল, ফল্গু সে বৈভব ॥১৬॥ |
|
রাধা-দাস্যে রহি | ছাড় ভোগ-অহি |
প্রতিষ্ঠাশা নহে কীর্ত্তনগৌরব । |
রাধা-নিত্যজন | তাহা ছাড়ি মন |
কেন বা নির্জ্জন-ভজনকৈতব ॥১৭॥ |
|
ব্রজবাসিগণ | প্রচারক ধন |
প্রতিষ্ঠা-ভিক্ষুক তারা নহে শব । |
প্রাণ আছে তার | সে হেতু প্রচার |
প্রতিষ্ঠাশাহীন-কৃষ্ণগাথা সব ॥১৮॥ |
|
শ্রীদয়িতদাস | কীর্ত্তনেতে আশ |
কর উচ্চৈঃস্বরে হরিনাম রব । |
কীর্ত্তন-প্রভাবে | স্মরণ হইবে |
সে কালে ভজন নির্জ্জন সম্ভব ॥১৯॥ |
|