গায় গোরা মধুর স্বরে ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
গৃহে থাক, বনে থাক, সদা হরি বলে' ডাক ।
সুখে দুঃখে ভুলো নাক, বদনে হরিনাম কর রে ॥
মায়াজালে বদ্ধ হ'য়ে, আছ নিছে কাজ ল'য়ে ।
এখনও চেতন পেয়ে, রাধামাধব-নাম বল রে ॥
জীবন হইল শেষ, না ভজিলে হৃষীকেশ ।
ভক্তিবিনোদ-উপদেশ, একবার নামরসে মাত রে ॥
|