শ্রীহরিবাসর-গীতি
শ্রীহরি-বাসরে হরি-কীর্ত্তন-বিধান । নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ ॥ পুণ্যবন্ত শ্রীবাস-অঙ্গনে শুভারম্ভ । উঠিল কীর্ত্তন-ধ্বনি গোপাল গোবিন্দ ॥ মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল । সঙ্কীর্ত্তন সঙ্গে সব হইল মিশাল ॥ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ । চৌদিকের অমঙ্গল যায় সব নাশ ॥ চতুর্দ্দিকে শ্রীহরি-মঙ্গল সঙ্কীর্ত্তন । মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন ॥ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন-মালা । আনন্দে নাচয়ে সবে হইয়ে বিভোলা ॥ নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর । চরণে তালি শুনি অতি মনোহর ॥ ভাবাবেশে মালা নাহি রহয়ে গলায় । ছিণ্ডিয়া পড়য়ে গিয়ে ভকতের গায় ॥ যাঁর নামানন্দে শিব বসন না জানে । যাঁর রসে নাচে শিব সে নাচে আপনে ॥ যাঁর নামে বাল্মীকি হইল তপোধন । যাঁর নামে অজামিল পাইল মোচন ॥ যাঁর নাম শ্রবনে সংসার-বন্ধ ঘুচে । হেন প্রভু অবতরি কলিযুগে নাচে ॥ যাঁর নাম লই শুক নারদ বেড়ায় । সহস্রবদন-প্রভু যার গুণ গায় ॥ সর্ব্ব-মহা-প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম । সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান্ ॥ শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দচাঁদ জান । বৃন্দাবন দাস তছু পদযুগে গান ॥
← গ্রন্থাগারে ফিরে
শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ: • ডাউনলোড (1.9 Mb)
সূচীপত্র: • আমার জীবন সদা • অক্রোধ পরমানন্দ • অরুণ বসনে • আত্মনিবেদন, তুয়া পদে • বড় সুখের খবর গাই • ভয়ভঞ্জন-জয়শংসন • বজহুঁরে মন • ভজ রে ভজ রে আমার • ভুলিয়া তোমারে • বিমল হেমজিনি • দশাবতারস্তোত্রম্ • ধন মোর নিত্যানন্দ • দুর্লভ মানব জন্ম • এইবার করুণা কর • এ ঘোর সংসারে • এমন দুর্ম্মতি • গায় গোরা মধুর স্বরে • গোপীনাথ মম নিবেদন শুন • গুরুদেব! বড় কৃপা করি • গুরুদেব! কৃপাবিন্দু দিয়া • শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর) • হরি হরয়ে নমঃ কৃষ্ণ • হরি হে দয়াল মোর • হে দেব ভবন্তং বন্দে • জনম সফল তা'র • জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি) • জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি) • জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি) • জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি) • জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি) • জয় রাধামাধব • জয় রাধে, জয় কৃষ্ণ • জয়রে জয়রে জয় পরমহংস • জয় শচীনন্দন সুর-মুনিবন্দন • শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ • কবে হবে বল সে দিন আমার • কবে শ্রীচৈতন্য মোরে • কে যাবি কে যাবি • কি জানি কি বলে • কিরূপে পাইব সেবা • কৃপা কর বৈষ্ণব ঠাকুর • মানস দেহ গেহ • নমো নমঃ তুলসী মহারাণি • নিতাই আমার দয়ার অবধি • নিতাই গুণমণি আমার • নিতাই পদ-কমল • মন, তুমি তীর্থে সদা রত • মানস দেহ গেহ • ময়ূর-মুকুট • পরম করুণ • রাধা ভজনে যদি • করাধাকুণ্ডতট • রাধে রাধে গোবিন্দ • রাধিকা চরণ পদ্ম • সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্) • শ্রীগৌর-মণ্ডল মাঝে • শ্রীগুরুচরণ-পদ্ম • শ্রীগুরুপরম্পরা • শ্রীহরি-বাসরে হরি • শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক • শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক • শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে • শ্রীরূপমঞ্জরী-পদ • শ্রীশ্রীষড়্গোস্বাম্যষ্টকম্ • শ্রীশ্রীদামোদরাষ্টকম্ • শ্রীশ্রীমদ্গৌরকিশোরনমস্কারদশকম্ • শুদ্ধ ভকত-চরণ-রেণু • সুজনার্ব্বুদরাধিতপাদযুগং • শুনহে রসিক জন • ঠাকুর বৈষ্ণবগণ • বৈষ্ণব কে ? • বৈষ্ণব ঠাকুর দয়ার • বন্দনা • বরজ-বিপিনে যমুনা কুলে • যদি, গৌর না হ'ত • যশোদা-নন্দন কৃষ্ণ • যশোমতীনন্দন • যে আনিল প্রেমধন (বিরহ-গীতি) • দশবিধ নামাপরাধ