করাধাকুণ্ডতট-কুঞ্জকুটীর ।
গোবর্দ্ধনপর্ব্বত, যামুনতীর ॥১॥
কুসুমসরোবর, মানসগঙ্গা ।
কলিন্দনন্দিনী বিপুলতরঙ্গা ॥২॥
বংশীবট, গোকুল, ধীরসমীর ।
বৃন্দাবনতরু-লতিকা-বানীর ॥৩॥
খগমৃগকুল, মলয়-বাতাস ।
ময়ূর, ভ্রমর, মুরলী-বিলাস ॥৪॥
বেণু, শৃঙ্গ, পদচিহ্ণ, মেঘমালা ।
বসন্ত, শশাঙ্ক, শঙ্খ, করতালা ॥৫॥
যুগলবিলাসে অনুকূল জানি ।
লীলা-বিলাস-উদ্দীপক মানি ॥৬॥
এ সব ছোড়ত কাঁহা নাহি যাউঁ ।
এ সব ছোড়ত পরাণ হারাউঁ ॥৭॥
ভকতিবিনোদ কহে শুন কান !
তুয়া উদ্দীপক হামার পরাণ ॥৮॥
|