জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
জয় শচীনন্দন | সুর-মুনিবন্দন |
ভবভয়-খণ্ডন জয় হে । |
জয় হরিকীর্ত্তন | নর্ত্তনা বর্ত্তন |
কলিমল-কর্ত্তন জয় হে ॥ |
নয়ন-পুরন্দর | বিশ্বরূপ স্নেহধর |
বিশ্বম্ভর বিশ্বের কল্যাণ । |
জয় লক্ষ্মী-বিষ্ণুপ্রিয়া | বিশ্বম্ভর-প্রিয়হিয়া |
জয় প্রিয় কিঙ্কর ঈশান ॥ |
শ্রীসীতা-অদ্বৈতরায় | মালনী-শ্রীবাস জয় |
জয় চন্দ্রশেখর আচার্য্য । |
জয় নিত্যানন্দরায় | গদাধর জয় জয় |
জয় হরিদাস নামাচার্য্য ॥ |
মুরারি মুকুন্দ জয় | প্রেমনিধি মহাশয় |
জয় যত প্রভু পারিষদ । |
বন্দি সবাকার পায় | অধমেরে কৃপা হয় |
ভক্তি সপার্ষদ-প্রভুপাদ ॥ |
← গ্রন্থাগারে ফিরে
|