| |||||||
|
|||||||
শ্রীশ্রীমদ্গৌরকিশোরনমস্কারদশকম্ (শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ বিরচিতম্)
শ্রীশ্রীমদ্গৌরকিশোর নমস্কার দশকের অনুবাদ হে গুরুর গুরু ! আমার পরমগুরু, তুমি শ্রীগৌরাঙ্গগণের অগ্রগণ্য সমাজে পরম বরেণ্য । তোমার দয়িতদাসের আশ্রিত এই ভৃত্যের প্রতি প্রসন্ন হও । হে গৌরকিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥১॥ হে দেব ! জগতে পতিত জনের একমাত্র বন্ধু শ্রীভক্তিসিদ্ধান্ত সরস্বতী নামক ভুবনবিখ্যাত প্রভুকে তুমিই প্রকাশ করিয়াছ । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥২॥ তুমি কখন ব্রজধামে একান্ত বাস করিয়া ব্রজকিশোরযুগলের পরম গোপনীয় বিলাসপরায়ণ ; কিন্তু বাহিরে বৈরাগ্যবিধি পালন কর, কভু বা অবধূত বেশ গ্রহণ কর । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৩॥ কখনও বা তুমি গৌর-বনান্তে বিচরণ কর—গঙ্গাতটে সৈকতভূমিতে পরিভ্রমণকর ; পবিত্র কৌপীন ও করঙ্গধারী । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৪॥ সর্ব্বদা পরমসুখে শ্রীহরিনামগানকারী এবং গৃহে গৃহে মাধুকরী ভিক্ষা গ্রহণকারী যে মহাপুরুষকে দেবতাগণও নমস্কার করিয়া থাকেন—হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৫॥ নিজের ইষ্টদেবতার প্রণয়াভিভূত হইয়া কখন নৃত্য, কখন রোদন, কখন হাস্য, আবার কখন উচ্চ গীতপরায়ণ তোমাকে জনগণ প্রভূত নমস্কার বিধান করিয়া থাকেন । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৬॥ হে মহাযশস্বী ঠাকুর ভক্তিবিনোদের বন্ধো, হে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের একমাত্র প্রেমামৃতসিন্ধো ! হে বৈষ্ণবসার্ব্বভৌম শ্রীজগন্নাথের কৃপাভাজন চন্দ্র ! হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৭॥ পরমোত্তম ঊর্জ্জব্রত উদ্যাপন করিয়া শ্রীদামোদরের উত্থানদিন-অবলম্বনে তুমি শ্রীরাধিকার আদরের সখীত্বসম্পৎ প্রাপ্ত হইয়াছ । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৮॥ কুলিয়া নগরের অধিবাসিগণের সঙ্গ পরিহার করিয়া তোমার অনুগত শ্রীদয়িতদাসের সেবা অঙ্গীকারপূর্ব্বক শ্রীধাম মায়াপুরের শ্রীমন্দিরে তুমি বিরাজ করিতেছ । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥৯॥ সর্ব্বদা অপরাধপঙ্কে নিমগ্ন থাকিয়াও এই (অধমজন) তোমার অহৈতুকী কৃপা যাচ্ঞা করিতেছে । দীন ব্যক্তিকে উদ্ধার করিয়া দয়া বিধান কর । হে গৌরকিশোর ! তোমাকে পুনঃ পুনঃ নমস্কার ॥১০॥
|
• অনলাইনে শুনতে: • ডাউনলোড (3 Mb)
সূচীপত্র: |
||||||
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥ | |||||||
© Sri Chaitanya Saraswat Math, Nabadwip, West Bengal, India. For any enquiries please visit our contact page. |