নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি । আনিয়া প্রেমের বন্যা ভাসাল অবনী ॥ প্রেমবন্যা লয়ে নিতাই আইল গৌড় দেশে । ডুবিল ভকতগণ দীনহীন ভাসে ॥ দীনহীন পতিত পামর নাহি বাছে । ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সবাকারে যাচে ॥ আবদ্ধ করুণাসিন্ধু কাটিয়া মুহান । ঘরে ঘরে বুলে প্রেম-অমিয়ার বান ॥ লোচন বলে হেন নিতাই যেবা না ভজিল । জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হৈল ॥
← গ্রন্থাগারে ফিরে
• (১) ডাউনলোড (1 Mb)
• (২) ডাউনলোড (1.2 Mb)
সূচীপত্র: • আমার জীবন সদা • অক্রোধ পরমানন্দ • অরুণ বসনে • আত্মনিবেদন, তুয়া পদে • বড় সুখের খবর গাই • ভয়ভঞ্জন-জয়শংসন • বজহুঁরে মন • ভজ রে ভজ রে আমার • ভুলিয়া তোমারে • বিমল হেমজিনি • দশাবতারস্তোত্রম্ • ধন মোর নিত্যানন্দ • দুর্লভ মানব জন্ম • এইবার করুণা কর • এ ঘোর সংসারে • এমন দুর্ম্মতি • গায় গোরা মধুর স্বরে • গোপীনাথ মম নিবেদন শুন • গুরুদেব! বড় কৃপা করি • গুরুদেব! কৃপাবিন্দু দিয়া • শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর) • হরি হরয়ে নমঃ কৃষ্ণ • হরি হে দয়াল মোর • হে দেব ভবন্তং বন্দে • জনম সফল তা'র • জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি) • জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি) • জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি) • জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি) • জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি) • জয় রাধামাধব • জয় রাধে, জয় কৃষ্ণ • জয়রে জয়রে জয় পরমহংস • জয় শচীনন্দন সুর-মুনিবন্দন • শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ • কবে হবে বল সে দিন আমার • কবে শ্রীচৈতন্য মোরে • কে যাবি কে যাবি • কি জানি কি বলে • কিরূপে পাইব সেবা • কৃপা কর বৈষ্ণব ঠাকুর • মানস দেহ গেহ • নমো নমঃ তুলসী মহারাণি • নিতাই আমার দয়ার অবধি • নিতাই গুণমণি আমার • নিতাই পদ-কমল • মন, তুমি তীর্থে সদা রত • মানস দেহ গেহ • ময়ূর-মুকুট • পরম করুণ • রাধা ভজনে যদি • করাধাকুণ্ডতট • রাধে রাধে গোবিন্দ • রাধিকা চরণ পদ্ম • সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্) • শ্রীগৌর-মণ্ডল মাঝে • শ্রীগুরুচরণ-পদ্ম • শ্রীগুরুপরম্পরা • শ্রীহরি-বাসরে হরি • শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক • শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক • শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে • শ্রীরূপমঞ্জরী-পদ • শ্রীশ্রীষড়্গোস্বাম্যষ্টকম্ • শ্রীশ্রীদামোদরাষ্টকম্ • শ্রীশ্রীমদ্গৌরকিশোরনমস্কারদশকম্ • শুদ্ধ ভকত-চরণ-রেণু • সুজনার্ব্বুদরাধিতপাদযুগং • শুনহে রসিক জন • ঠাকুর বৈষ্ণবগণ • বৈষ্ণব কে ? • বৈষ্ণব ঠাকুর দয়ার • বন্দনা • বরজ-বিপিনে যমুনা কুলে • যদি, গৌর না হ'ত • যশোদা-নন্দন কৃষ্ণ • যশোমতীনন্দন • যে আনিল প্রেমধন (বিরহ-গীতি) • দশবিধ নামাপরাধ