শ্রীগুরু-আরতি
জয় জয় গুরুদেবের আরতি উজ্জ্বল ।
গোবর্দ্ধন-পাদপীঠে ভুবন-মঙ্গল ॥১॥
শ্রীভক্তিসুন্দর দেব প্রভু শিরোমণি ।
গোস্বামী গোবিন্দ জয় আনন্দের খনি ॥২॥
আজানুলম্বিত ভুজ দিব্য কলেবর ।
অনন্ত প্রতিভা ভরা দিব্য গুণধর ॥৩॥
গৌর-কৃষ্ণে জানি তব অভিন্ন স্বরূপ ।
সংসার তারিতে এবে শুদ্ধ-ভক্তরূপ ॥৪॥
রূপানুগ-ধারা তুমি কর আলোকিত ।
প্রভাকর সম প্রভা ভুবন-বিদিত ॥৫॥
শুদ্ধ ভক্তি প্রচারিতে তোমা সম নাই ।
অকলঙ্ক ইন্দু যেন দয়াল নিতাই ॥৬॥
উল্লসিত বিশ্ববাসী লভে প্রেমধন ।
আনন্দে নাচিয়া গাহে তব গুণগণ ॥৭॥
স্থাপিলা আশ্রম বহু জগত মাঝারে ।
পরমহংস-ধর্ম্ম-জ্ঞান-শিক্ষার প্রচারে ॥৮॥
চিন্ত্যাচিন্ত্য-বেদজ্ঞানে তুমি অধিকারী ।
সকল সংশয় ছেত্ত্বা সুসিদ্ধান্তধারী ॥৯॥
তোমার মহিমা গাহে গোলোক মণ্ডলে ।
নিত্য-সিদ্ধ পরিকরে তব লীলাস্থলে ॥১০॥
পতিত-পাবন তুমি দয়ার সমীর ।
সর্ব্বকার্য্যে সুনিপুণ সত্য-সুগম্ভীর ॥১১॥
অপূর্ব্ব লেখনী ধারা প্রগাঢ় পাণ্ডিত্য ।
সদা হাস্য মিষ্ট ভাষী সুশীল কবিত্ব ॥১২॥
সাধুসঙ্গে সদানন্দী সরল বিনয়ী ।
সভামধ্যে বক্তা শ্রেষ্ঠ সর্ব্বত্র বিজয়ী ॥১৩॥
গৌড়ীয় গগনে তুমি আচার্য্য-ভাস্কর ।
নিরন্তর সেবাপ্রিয় মিষ্ট কণ্ঠস্বর ॥১৪॥
তোমার করুণা মাগে ত্রিকাল বিলাসে ।
গান্ধর্ব্বিকা-গিরিধারী সেবামাত্র আসে ॥১৫॥
কৃপা কর ওহে প্রভু শ্রীগৌর-প্রকাশ ।
আরতি করয়ে সদা এ অধম দাস ॥১৬॥
← গ্রন্থাগারে ফিরে
|