আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
Our Disciplic Succession:
Srila Bhakti Nirmal Acharya Maharaj  Srila Bhakti Sundar Govinda Dev-Goswami Maharaj  Srila Bhakti Raksak Sridhar Dev-Goswami Maharaj  Bhagavan Srila Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupad
"The Sun Never Sets on Sri Chaitanya Saraswat Math":
Worldwide Affiliate Branches and Centres
 
ABOUT US GUIDANCE LIBRARY DAILY PRACTICE PHOTO CALENDAR CONTACT
 
 

শ্রীগুরু-আরতি

জয় জয় গুরুদেবের আরতি উজ্জ্বল ।
গোবর্দ্ধন-পাদপীঠে ভুবন-মঙ্গল ॥১॥

শ্রীভক্তিসুন্দর দেব প্রভু শিরোমণি ।
গোস্বামী গোবিন্দ জয় আনন্দের খনি ॥২॥

আজানুলম্বিত ভুজ দিব্য কলেবর ।
অনন্ত প্রতিভা ভরা দিব্য গুণধর ॥৩॥

গৌর-কৃষ্ণে জানি তব অভিন্ন স্বরূপ ।
সংসার তারিতে এবে শুদ্ধ-ভক্তরূপ ॥৪॥

রূপানুগ-ধারা তুমি কর আলোকিত ।
প্রভাকর সম প্রভা ভুবন-বিদিত ॥৫॥

শুদ্ধ ভক্তি প্রচারিতে তোমা সম নাই ।
অকলঙ্ক ইন্দু যেন দয়াল নিতাই ॥৬॥

উল্লসিত বিশ্ববাসী লভে প্রেমধন ।
আনন্দে নাচিয়া গাহে তব গুণগণ ॥৭॥

স্থাপিলা আশ্রম বহু জগত মাঝারে ।
পরমহংস-ধর্ম্ম-জ্ঞান-শিক্ষার প্রচারে ॥৮॥

চিন্ত্যাচিন্ত্য-বেদজ্ঞানে তুমি অধিকারী ।
সকল সংশয় ছেত্ত্বা সুসিদ্ধান্তধারী ॥৯॥

তোমার মহিমা গাহে গোলোক মণ্ডলে ।
নিত্য-সিদ্ধ পরিকরে তব লীলাস্থলে ॥১০॥

পতিত-পাবন তুমি দয়ার সমীর ।
সর্ব্বকার্য্যে সুনিপুণ সত্য-সুগম্ভীর ॥১১॥

অপূর্ব্ব লেখনী ধারা প্রগাঢ় পাণ্ডিত্য ।
সদা হাস্য মিষ্ট ভাষী সুশীল কবিত্ব ॥১২॥

সাধুসঙ্গে সদানন্দী সরল বিনয়ী ।
সভামধ্যে বক্তা শ্রেষ্ঠ সর্ব্বত্র বিজয়ী ॥১৩॥

গৌড়ীয় গগনে তুমি আচার্য্য-ভাস্কর ।
নিরন্তর সেবাপ্রিয় মিষ্ট কণ্ঠস্বর ॥১৪॥

তোমার করুণা মাগে ত্রিকাল বিলাসে ।
গান্ধর্ব্বিকা-গিরিধারী সেবামাত্র আসে ॥১৫॥

কৃপা কর ওহে প্রভু শ্রীগৌর-প্রকাশ ।
আরতি করয়ে সদা এ অধম দাস ॥১৬॥

 


 

← গ্রন্থাগারে ফিরে

ডাউনলোড (5 Mb)

 


 

সূচীপত্র:
আমার জীবন সদা
অক্রোধ পরমানন্দ
অরুণ বসনে
আত্মনিবেদন, তুয়া পদে
বড় সুখের খবর গাই
ভয়ভঞ্জন-জয়শংসন
বজহুঁরে মন
ভজ রে ভজ রে আমার
ভুলিয়া তোমারে
বিমল হেমজিনি
দশাবতারস্তোত্রম্
ধন মোর নিত্যানন্দ
দুর্লভ মানব জন্ম
এইবার করুণা কর
এ ঘোর সংসারে
এমন দুর্ম্মতি
গায় গোরা মধুর স্বরে
গোপীনাথ মম নিবেদন শুন
গুরুদেব! বড় কৃপা করি
গুরুদেব! কৃপাবিন্দু দিয়া
শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর)
হরি হরয়ে নমঃ কৃষ্ণ
হরি হে দয়াল মোর
হে দেব ভবন্তং বন্দে
জনম সফল তা'র
জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি)
জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি)
জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি)
জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি)
জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি)
জয় রাধামাধব
জয় রাধে, জয় কৃষ্ণ
জয়রে জয়রে জয় পরমহংস
জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ
কবে হবে বল সে দিন আমার
কবে শ্রীচৈতন্য মোরে
কে যাবি কে যাবি
কি জানি কি বলে
কিরূপে পাইব সেবা
কৃপা কর বৈষ্ণব ঠাকুর
মানস দেহ গেহ
নমো নমঃ তুলসী মহারাণি
নিতাই আমার দয়ার অবধি
নিতাই গুণমণি আমার
নিতাই পদ-কমল
মন, তুমি তীর্থে সদা রত
মানস দেহ গেহ
ময়ূর-মুকুট
পরম করুণ
রাধা ভজনে যদি
করাধাকুণ্ডতট
রাধে রাধে গোবিন্দ
রাধিকা চরণ পদ্ম
সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্)
শ্রীগৌর-মণ্ডল মাঝে
শ্রীগুরুচরণ-পদ্ম
শ্রীগুরুপরম্পরা
শ্রীহরি-বাসরে হরি
শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে
শ্রীরূপমঞ্জরী-পদ
শ্রীশ্রীষড়্­গোস্বাম্যষ্টকম্
শ্রীশ্রীদামোদরাষ্টকম্
শ্রীশ্রীমদ্­গৌরকিশোরনমস্কারদশকম্
শুদ্ধ ভকত-চরণ-রেণু
সুজনার্ব্বুদরাধিতপাদযুগং
শুনহে রসিক জন
ঠাকুর বৈষ্ণবগণ
বৈষ্ণব কে ?
বৈষ্ণব ঠাকুর দয়ার
বন্দনা
বরজ-বিপিনে যমুনা কুলে
যদি, গৌর না হ'ত
যশোদা-নন্দন কৃষ্ণ
যশোমতীনন্দন
যে আনিল প্রেমধন (বিরহ-গীতি)

দশবিধ নামাপরাধ

HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE | HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE