|
শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
[১]
| যবে রূপ-সনাতন, | ব্রজে গেলা দুই জন, |
| শুনইতে রঘুনাথদাস । |
| নিজরাজ্য অধিকার, | ইন্দ্রসম-সুখ যাব, |
| ছাড়িয়া চলিলা প্রভু-পাশ ॥ |
| |
| উঠি' রাত্রে নিশা-ভাগে, | দুয়ারে প্রহরী জাগে, |
| পথ ছাড়ি' বিপথে গমন । |
| ক্ষুধা তৃষ্ণা নাহি পায়, | মনোদ্বেগে চলি যায়, |
| সদা চিন্তে চৈতন্য চরণ ॥ |
| |
| একদিন এক গ্রামে, | সন্ধ্যাকালে গোবাথানে, |
| 'হা চৈতন্য' বলিয়া বসিলা । |
| এক গোপ দুগ্ধ দিলা, | তাহা খেয়ে বিশ্রামিলা, |
| সেই রাত্রে তথাই কহিলা ॥ |
| |
| যে অঙ্গ পালঙ্ক বিনে, | ভুমি-শয্যা নাহি জানে, |
| সে অঙ্গ বাথানে গড়ি যা । |
| যেই ঘোড়া গলা বিনে, | পথ শ্রম নাহি জানে, |
| কণ্টকে হাঁটয়ে সেই পায় ॥ |
| |
| যিঁহো বেলা দণ্ড চারি, | তোলা জলে স্নান করি, |
| ষড়্রস করিত ভোজন । |
| এবে যদি কিছু পান, | সন্ধ্যাকালে তাহা খান, |
| না পাইলে অমনি শয়ন ॥ |
| |
| বার দিনের পথ যান, | তিন সন্ধ্যা অন্ন খান, |
| প্রবেশিলা নীলাচল-পুরে । |
| দেখিয়া সে শ্রীমন্দির, | দুনয়নে বহে নীর, |
| 'হা চৈতন্য' বলে উচ্চৈঃস্বরে ॥ |
| |
| এ রাধাবল্লভদাস, | মনে করি অভিলাষ, |
| কোথা মোর রঘুনাথদাস । |
| তাঁহার প্রসঙ্গ-মাত্র, | পুলকিত হয় গাত্র, |
| তাঁর পদরেণু করি আশ ॥ |
| |
← গ্রন্থাগারে ফিরে
|