—: শ্রীগুর্ব্বাবির্ভাব প্রশস্তি :—
শ্রীগৌর-মণ্ডল মাঝে হাপানিয়া গ্রাম ।
যেথা অবতীর্ণ মোর প্রভু গুণ-ধাম ॥
পতিত-পাবনী গঙ্গা-তীর-সন্নিহিত ।
ন্যায়রত্ন-বিদ্যাপীঠ ভুবন-বিদিত ॥
সেথা বৈসে বিপ্রবর প্রশান্ত উদার ।
শ্রীউপেন্দ্রচন্দ্র বিদ্যারত্ন নাম যাঁর ॥
ভট্টাচার্য্যকুলরবি পরম বিদ্বান ।
নিরন্তর সেবাপর লক্ষ্মী-নারায়ণ ॥
তাঁর পত্নী গৌরিদেবী পরমপাবনী ।
মহাসাধ্বী জগন্মাতা প্রভুর জননী ॥
আঠারশ সতের শকে সৌরাশ্বিন মাস ।
শনিবার ছাব্বিশ দিবস পরকাশ ॥
বুধাদিত্য জীব-যোগে তুঙ্গগ্রহগণে ।
রামচন্দ্র-রাশ্যাশ্রয়ে বীরচন্দ্র-দিনে ॥
শুভঙ্করী পুষ্যা-অঙ্কে কার্ত্তিকী-নবমী ।
ধরণী হইলা ধন্য প্রভুপদ চুমি' ॥
উঠিল আনন্দরোল আচার্য্য-ভবনে ।
শঙ্খ-ঘন্টা হুলুধ্বনি দেয় নারীগণে ॥
আজানুলম্বিতভুজ পুরট-সুন্দর ।
দেবী অঙ্কে শোভে দিব্য-জ্যোতি মনোহর ॥
হেরিয়া পুত্রের মুখ মুগ্ধ পিতামাতা ।
মুগ্ধ হইল পুত্র-রূপে যত পতিব্রতা ॥
রামচন্দ্র জন্মক্ষণ স্মরি বিপ্রবর ।
রাখিলা পুত্রের নাম রামেন্দ্রসুন্দর ॥
অপূর্ব্ব বালক শোভা ব্যাপিল ভুবনে ।
অনিন্দ্য রামেন্দ্র চন্দ্র বাড়ে দিনে দিনে ॥
দেখিতে দেখিতে প্রভু লভিলা যৌবন ।
পরম সমৃদ্ধ করি ধন উপার্জ্জন ॥
দিব্য সুবিমল তনু মহাজ্যোতির্ম্ময় ।
নিরখি সকল লোক সাধ্বস মানয় ॥
বৈরাগ্য-ভাবিত-ভক্তি-পূর্ণ কলেবর ।
শৈবাল-পিহিত যেন মহাসরোবর ॥
মহাজ্ঞানী শুকপ্রায় বিরক্ত-প্রধান ।
হেরি পিতা-মাতা মনে চিন্তে অনুক্ষণ ॥
সন্ন্যাসী হইবে পুত্র না রহিবে ঘরে ।
মহাযোগী মহাত্যাগী লক্ষণ শরীরে ॥
অন্তরে আনন্দ বাহ্যে দুঃখ পরকাশ ।
কথোদিনে কৈলা বিপ্র শ্রীবৈকুন্ঠবাস ॥
ক্রমে ক্রমে প্রভু মোর আপনা প্রকাশি ।
স্বেচ্ছায় বন্ধন খণ্ডি হইলা সন্ন্যাসী ॥
গৃহত্যজি মায়াপুর করিলা বিজয় ।
শ্রীগৌরাঙ্গ-জন্মভূমি চিদানন্দময় ॥
শ্রীভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভু-স্থানে ।
লইলা সন্ন্যাস দীন-উদ্ধার কারণে ॥
শ্রীভক্তিরক্ষক সংকীর্ত্তন-মূর্ত্তিধর ।
সেই হেতু গুরু নাম রাখিলা শ্রীধর ॥
পতিতপাবনরূপে ত্রিদণ্ডির বেশে ।
নাম-প্রেম বিতরিয়া বুলে দেশে দেশে ॥
দীন হীন পাপী তাপী সবারে উধারি ।
অমৃত সিঞ্চিলা বিশ্বে, যথা গৌরহরি ॥
জয় জয় পতিত-পাবন প্রভুবর ।
ন্যাসী চূড়ামণি ভক্তিরক্ষক শ্রীধর ॥
অসংখ্য প্রণতি তব পাদপদ্মে মোর ।
কৃপায় করহ নাশ কর্ম্মবন্ধ ঘোর ॥
ভবার্ণবে পড়ি শুধু হাবুডুবু খাই ।
এ অধমে উদ্ধারিয়া দেহ পদে ঠাঁই ॥
বন্দি আবির্ভাব তিথি শ্রীকৃষ্ণানবমী ।
যেঁহ ধন্য হইল প্রভুপাদপদ্ম চুমি ॥
বন্দি হাপানিয়া গ্রাম মহাতীর্থাবধি ।
বন্দি প্রভু শ্রীউপেন্দ্রচন্দ্রদয়াম্বুধি ॥
বন্দি নিত্য ভট্টাচার্য্য কুলাব্ধ-ভাস্কর ।
বন্দি বিদ্যারত্ন পুত্র রামেন্দ্রসুন্দর ॥
সাবধানে বন্দো মুই গৌরিদেবী মাতা ।
যাঁর অঙ্ক আলো করি প্রভু প্রকাশিতা ॥
প্রভুর সম্বন্ধধারী যতেক সুজন ।
সানন্দে বন্দনা করি সবার চরণ ॥
সবে কৃপা করি মোরে কর আশীর্ব্বাদ ।
নির্ব্বিঘ্নে হউক লাভ প্রভুর প্রসাদ ॥
|
← গ্রন্থাগারে ফিরে
|