রাধা-ভজনে যদি মতি নাহি ভেলা ।
কৃষ্ণ ভজন তব অকারণে গেলা ॥
আতপ রহিত সূরয নাহি জানি ।
রাধা-বিরহিত মাধব নাহি মানি ॥
কেবল মাধব পূজয়ে সো অজ্ঞানী ।
রাধা অনাদর করই অভিমানী ॥
কবহি নাহি করবি তাঁকর সঙ্গ ।
চিত্তে-ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ ॥
রাধিকা দাসী যদি হোয় অভিমান ।
শীঘ্রই মিলই তব গোকুল কান ॥
ব্রহ্মা, শিব, নারদ, শ্রুতি, নারায়ণী ।
রাধিকা পদরজ পূজয়ে মানি ॥
উমা, রমা, সত্যা, শচী, চন্দ্রা, রুক্মিণী ।
রাধা অবতার সবে অম্নায় বাণী ॥
হেন-রাধা-পরিচর্য্যা যাঁকর ধন ।
ভকতিবিনোদ তাঁর মাগয়ে চরণ ॥
|