আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীপুরীধাম মাহাত্ম্য-মুক্তা-মালা


কাশী মিশ্রের কথা

 

কাশী মিশ্র কে দ্বাপর যুগে ছিলেন ? কুব্জা, একটি মেয়ে যে খুঁড়িয়ে হাঁটতেন, গায়ের রং কাল, আর বৃন্দাবনে তার একটা অন্য রকম ইচ্ছা জেগে উঠল—তিনি ভাবলেন, “কৃষ্ণ তো সব জায়গায়ই যায়, সব গোপীদের কাছে থাকে । আমার কাছেও যদি একটা রাত কাটাতে পারত, তাহলে ভাল হত ।” তখন তার কী হল ? যখন তিনি কৃষ্ণকে তার ইচ্ছা বলে দিল, কৃষ্ণ বললেন, “তোমার বাসনা পূর্ণ হবে, কিন্তু এখন নয়—কলিযুগে ।”

তখন কলি যুগে কুব্জা কাশী মিশ্র হয়ে জন্ম গ্রহণ করলেন আর স্বয়ং শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু (স্বয়ং শ্রীকৃষ্ণ) ১৮ বছর ধরে তার বাড়িতে থাকতেন । এক রাত নয়—১৮ বছর তিনি ওখানে কাটিয়ে দিলেন ।

সার্বভৌম ভট্টাচার্য্যকে উদ্ধার করবার পর মহাপ্রভু দক্ষিণ দেশে ভ্রমণ করতে গেলেন আর চলে যাওয়ার আগে কাশী মিশ্র তাঁকে বললেন, “ততোমার ঘোরাঘুরি হয়ে গেলেই পুরীতে থাকবে । তোমার জন্য আমি জায়গা ঠিক করে রেখে দেব ।” মহাপ্রভু কথা দিলেন যে, ফিরে আসার পর তিনি তাঁর বাড়িতে থাকবে । এই ঘরের নামটাই হচ্ছে গম্ভীরা—“ঘরের মধ্যে ঘর” । সেখানেই মহাপ্রভু থাকতেন ।

 


 

← সার্বভৌম ভট্টাচার্য্যের শিক্ষা রামানন্দ রায়ের পুনর্মিলন ও প্রকৃতি →

 

অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্­গুরু শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের পদ্মমুখের হরিকথামৃত


ডাউনলোড


 

সূচীপত্র

সূচনা :
শ্রীজগন্নাথদেব
মহাপ্রভুর ইচ্ছা ও পুরীতে যাত্রার আরম্ভ
মহাপ্রভুর পুরীতে যাত্রা :
শান্তিপুর
রেমুণা
সাক্ষীগোপাল
ভুবনেশ্বর
ভুবনেশ্বর শ্রীলিঙ্গরাজ
আঠারনালা
শ্রীপুরীধামে :
সার্বভৌম ভট্টাচার্য্যের সথে মিলন
সার্বভৌম ভট্টাচার্য্যের শিক্ষা
কাশী মিশ্রের কথা
রামানন্দ রায়ের পুনর্মিলন ও প্রকৃতি
ভক্তদের সহিত শ্রীক্ষেত্রে বার্ষিক মিলন
রাজা প্রতাপরুদ্রের প্রতি কৃপা
গোবিন্দ প্রভুর শিক্ষা
দর্শনের আর্ত্তি
শ্রীআলালনাথের কথা
কালিদাসের ব্যতিক্রম
সার্বভৌম ভট্টাচার্য্যের প্রসাদে রুচি
“ষাঠী বিধবা হয়ে যাক !”
গঙ্গা মাতা গোস্বামিণী
শ্রীগোপাল গুরুর কথা
শ্রীজগদানন্দ পণ্ডিতের প্রেম
শ্রীলসনাতন গোস্বামীর সঙ্গ
রামচন্দ্র পুরীর কথা
শ্রীপরমানন্দ পুরীর ভক্তিকূপ
দামোদর পণ্ডিতের বিদায়
ছোট হরিদাসের শাস্তি
গুণ্ডিচা-মার্জ্জন লীলা
শ্রীনারায়ণ ছাতায়
চটকপর্ব্বতের কথা
গম্ভীরা—বিরহের জ্বলন্ত ঘর
শ্রীল হরিদাসঠাকুর : নামাচার্য্য শিরোমণি
শ্রীগদাধর পণ্ডিত : মহাপ্রভুর ছায়া
শ্রীরঘুনাথদাস গোস্বামীর শ্রীপুরীধামে আগমন ও ভজন
পরিশেষ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥