আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীপুরীধাম মাহাত্ম্য-মুক্তা-মালা


মহাপ্রভুর পুরীতে যাত্রা : ভুবনেশ্বর
(বিন্দু সরোবর, শ্রীঅনন্তবাসুদেব)

 

এই প্রাচীন তীর্থের সম্বন্ধে একটা বিরাট বর্ণনা আছে ।

বহু কাল আগে পার্বতী তাঁর স্বামীর মুখে শুনেছিলেন যে, জগতে এক স্থান আছে যে কাশির কৈলাসের চাইতে রমণীয় । শুনে তাঁর সেই স্থান দর্শন করতে ইচ্ছা জেগে উঠল । ঐ স্থানটায় পৌঁছে গিয়ে পার্বতী দেখলেন যে, সেই স্থান সত্যই কৈলাসের চাইতে মনোরম । তাই তিনি এখানে ১৫ বছর ধরে গোপীরূপে থাকতেন ।

এক দিন দুটো অসুর ওই বনে গিয়েছিল । পার্বতীকে দেখে ওরা অবাক হয়ে গেল, “কি সুন্দরী মেয়ে ! তুমি এখানে একা কী করছ ?” পার্বতী ওদেরকে দেখে ভয়ে স্বামীকে প্রার্থনা করতে লাগলেন । মহাদেব শিবজি মহারাজ সেইক্ষণেই ওখানে গোপীরূপে হাজির হয়েছিলেন । বদমাশের কথা শুনে শিবজি মহারাজ পার্বতীদেবীকে বললেন, “ওরা দেবতার থেকে এমন বর পেয়েছিল যে, যার বলে ওদেরকে কোন অস্ত্র দ্বারা মারা যাবে না । ভগবানের ইচ্ছায় তোমাকে নিজে ওদেরকে বধ করতে হবে । চিন্তা কর না, আমি তোমাকে বলে দেব কি করে ওদেরকে বধ করা যায় ।”

তখন পার্বতীদেবী অসুরদের কাছে গিয়ে বললেন, “আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে । যে আমাকে কান্ধে বহন করতে পারবে, তারই স্ত্রী আমি হব ।” দুটো অসুর ঝগড়া করতে লাগল (কে ওদের মধ্যে পার্বতীদেবীকে বহন করবে ?), তখন পার্বতীদেবী উভয় অসুরের কান্ধে এক এক পা রেখে দিলেন আর ভীষণ ভারি হয়ে গিয়ে উভয়কে চাপ দিয়ে মেরে ফেললেন ।

অসুরদের বধ করিয়া পার্বতীদেবী ক্লান্ত হয়ে শুয়ে পড়ল । হঠাৎ তাঁর দারুন তৃষ্ণা পেল । শিবজি মহারাজ এসে তাঁর জন্য একটা পুকুর সৃষ্টি করলেন কিন্তু পার্বতীদেবী বললেন, “আমি শুধু নিত্য প্রতিষ্ঠিত জলাশয় থেকে জল খাব !” তখন শিবজি মহারাজ সব তীর্থের জল বিন্দু বিন্দু করে নিয়ে এসেছিলেন আর সেই পুকুরের মধ্যে রাখলেন । সেই জন্য সরোবর নাম হচ্ছে “বিন্দু সরোবর” । সেই সরোবর শিবজি মহারাজ নিজে নির্মাণ করেছিলেন ।

যখন ব্রহ্মাদি সহ সব দেবতাগণ ওখানে স্নান করেছিলেন, তখন শিবজি মহারাজ ভগবানকে প্রার্থনা করলেন, “হে প্রভু, হে পুরুষোত্তম ! তুমি কৃপা করে অনন্তর বাসুদেবের কাছে এই সরোবরের তীরে বাস করার অনুমতি দাও ।” শিবজি মহারাজের প্রার্থনা শুনে ভগবান অনন্তবাসুদেব নিজ প্রিয় ভক্তের ইচ্ছা পূর্ণ করে তিনি ক্ষেত্রপালকরূপে বিন্দু সরোবরের তীরে বাস করেছিলেন ।

শিবজি মহারাজও কাশি ছেড়ে দিয়ে তাঁর সঙ্গে ওখানে বাস করতে লাগলেন । আর সেই সময় থেকে প্রথমে ভোগ শ্রীঅনন্তবাসুদেবকে নিবেদন করা যায়, তারপরই সেই প্রসাদ শ্রীশিবজি মহারাজকে নিবেদন করা যায় । সেই শ্রীঅনন্তবাসুদেবের সুপ্রাচীন মন্দির আজও বিরাজমান রয়েছে । এই বিন্দু সরোবরে স্নান করলে পিতৃদেবের আত্মা মুক্তি পেয়ে থাকে । এই বিন্দু সরোবরে স্নান সর্ব্ব তীর্থের স্নানের তুল্য । শ্রীঅনন্তবাসুদেবের দর্শনে অনন্ত ফল হয় ।

সেই শিবের প্রিয় সরোবরে মহাপ্রভু এসে স্নান করার পর শ্রীভুবনেশ্বর অনন্তবাসুদেবের মন্দিরে এসে তার সামনে নৃত্য কীর্ত্তন করেছিলেন ।

জয় শ্রীঅনন্তবাসুদেব কি জয় ।

 


 

← মহাপ্রভুর পুরীতে যাত্রা : সাক্ষীগোপাল মহাপ্রভুর পুরীতে যাত্রা : ভুবনেশ্বর শ্রীলিঙ্গরাজ →

 

অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্­গুরু শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের পদ্মমুখের হরিকথামৃত


ডাউনলোড


 

সূচীপত্র

সূচনা :
শ্রীজগন্নাথদেব
মহাপ্রভুর ইচ্ছা ও পুরীতে যাত্রার আরম্ভ
মহাপ্রভুর পুরীতে যাত্রা :
শান্তিপুর
রেমুণা
সাক্ষীগোপাল
ভুবনেশ্বর
ভুবনেশ্বর শ্রীলিঙ্গরাজ
আঠারনালা
শ্রীপুরীধামে :
সার্বভৌম ভট্টাচার্য্যের সথে মিলন
সার্বভৌম ভট্টাচার্য্যের শিক্ষা
কাশী মিশ্রের কথা
রামানন্দ রায়ের পুনর্মিলন ও প্রকৃতি
ভক্তদের সহিত শ্রীক্ষেত্রে বার্ষিক মিলন
রাজা প্রতাপরুদ্রের প্রতি কৃপা
গোবিন্দ প্রভুর শিক্ষা
দর্শনের আর্ত্তি
শ্রীআলালনাথের কথা
কালিদাসের ব্যতিক্রম
সার্বভৌম ভট্টাচার্য্যের প্রসাদে রুচি
“ষাঠী বিধবা হয়ে যাক !”
গঙ্গা মাতা গোস্বামিণী
শ্রীগোপাল গুরুর কথা
শ্রীজগদানন্দ পণ্ডিতের প্রেম
শ্রীলসনাতন গোস্বামীর সঙ্গ
রামচন্দ্র পুরীর কথা
শ্রীপরমানন্দ পুরীর ভক্তিকূপ
দামোদর পণ্ডিতের বিদায়
ছোট হরিদাসের শাস্তি
গুণ্ডিচা-মার্জ্জন লীলা
শ্রীনারায়ণ ছাতায়
চটকপর্ব্বতের কথা
গম্ভীরা—বিরহের জ্বলন্ত ঘর
শ্রীল হরিদাসঠাকুর : নামাচার্য্য শিরোমণি
শ্রীগদাধর পণ্ডিত : মহাপ্রভুর ছায়া
শ্রীরঘুনাথদাস গোস্বামীর শ্রীপুরীধামে আগমন ও ভজন
পরিশেষ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥