আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীপুরীধাম মাহাত্ম্য-মুক্তা-মালা


কালিদাসের ব্যতিক্রম

 

মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন যে কেউ তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না কিন্তু শুধু একমাত্র ভক্তের সম্বন্ধে তিনি বললেন, “ওকে বারণ কর না !” কারণটা কী ?

সে ভক্তের নাম কালিদাস, তিনি রঘুনাথদাস গোস্বামী কাকা ছিলেন । এক দিন তিনি আম ফল নিয়ে ঝড়ু ঠাকুরের বাড়ি এসে ছিলেন । এসে তিনি ঝড়ু ঠাকুর ও তাঁর স্ত্রীকে প্রণাম করে কিছু কথা বললেন আর ঝড়ু ঠাকুর তাঁকে বললেন, “প্রভু, তুমি তো ব্রাহ্মণ আর আমি নিচু জাতি, চামড়া বিক্রি করে খাই । তুমি আমার বাড়িতে এসেছ, তোমাকে প্রসাদ দিতে হবে কিন্তু আমি মুচি, তোমাকে প্রসাদ দিতে পারব না, আমার অপরাধ হবে । যদি কিছু মনে না করে, তাহলে কাছাকাছি একজন ব্রাহ্মণ আছে, আমি তাঁকে প্রসাদ দিতে অনুরোধ করব ।”

কালিদাস বললেন, “কোন অসুবিধা নেই । আমি তোমাদের দর্শন পেতে এসেছি । আপনাদের দেখে আমি পবিত্র হয়ে গেছি । আমি এই আম নিয়ে এসেছি, তাই তোমরা আমটা পরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে প্রসাদ পাবে । আমি আসছি, চিন্তা কর না ।”

আমটা রেখে দিয়ে আর বিদায় নিয়ে তিনি রাস্তা ধরে কিছু দূর গিয়ে ঝড়ু ঠাকুরের বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়লেন । ঝড়ু ঠাকুর কিছু টের করলেন না, আর একটু পরে তাঁর স্ত্রী আমটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলেন । ভোগ দেওয়ার পর তিনি ও তার স্ত্রী প্রসাদ নিয়েছিলেন । আমটা খেয়ে স্ত্রী আমের আঁঠি চুষে চুষে খেয়ে জঙ্গলের দিকে ফেলে দিলেন আর বাড়ির মধ্যে ঢুকলেন । এটা দেখে কালিদাস বেরিয়ে গিয়ে আঁটিটা খুঁজে পেয়ে নিজে চুষতে শুরু করলেন । সেই ভাবে তিনি তাঁদের প্রসাদ যে-কোনভাবে পেয়েছিলেন ।

তিনি সেইভাবে সমস্ত বৈষ্ণবগণের প্রসাদ নিতেন । বৈষ্ণবের কাছে গিয়ে তিনি তাঁর উচ্ছিষ্টের ভিক্ষা করতেন আর কিছু না পেলে তিনি লুকিয়ে থাকতেন আর পরে তাঁদের ফেলা পাতা চেতে খেতেন । মাঝেমাঝে যখন কোথাও বৈষ্ণন-সেবা হত, তিনি সেখানে গেলেন কিন্তু বৈষ্ণবগণের সঙ্গে বসতেন না—যখন সমস্ত বৈষ্ণবগণ প্রসাদ ভক্ষণ করতেন, তখন তাঁরা পাত্র এক জায়গায় ফেলে দিতেন আর কালিদাস সেখানে গিয়ে সব পাত্র নিয়ে বাকি প্রসাদটা চেটে পুটে খেতেন ।

যখন এই কালিদাস পুরীতে এসেছিলেন, তিনি মহাপ্রভুর কাছে গেলেন । সবাই জানতেন যে, কেউ মহাপ্রভুর পায়ে হাত দিতে পারবেন না, সেটা নিষিদ্ধ ছিল, কিন্তু কালিদাস তাঁর কাছে গিয়ে প্রণাম করলেন আর যখন গোবিন্দ মহাপ্রভুর পা ধুতে শুরু করলেন তিনি পায়ে হাত দিয়ে জলটা খেয়ে নিলেন । সবাই তাঁকে জোর করে থামাতে গিয়েছিলেন কিন্তু মহাপ্রভু বললেন, “থাক । ওকে বারণ কর না ।” তিনি জানলেন কি রকম তাঁর বৈষ্ণবের প্রতি ভক্তি ছিল আর তার ফলে তিনি তাঁকে বারণ করলেন না ।

সেই রকম প্রীতি, সেই রকম বৈষ্ণবের প্রতি, ভক্তদের প্রসাদের প্রতি ভক্তি আসতে হয় ।

 


 

← শ্রীআলালনাথের কথা সার্বভৌম ভট্টাচার্য্যের প্রসাদে রুচি →

 

অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্­গুরু শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের পদ্মমুখের হরিকথামৃত


ডাউনলোড


 

সূচীপত্র

সূচনা :
শ্রীজগন্নাথদেব
মহাপ্রভুর ইচ্ছা ও পুরীতে যাত্রার আরম্ভ
মহাপ্রভুর পুরীতে যাত্রা :
শান্তিপুর
রেমুণা
সাক্ষীগোপাল
ভুবনেশ্বর
ভুবনেশ্বর শ্রীলিঙ্গরাজ
আঠারনালা
শ্রীপুরীধামে :
সার্বভৌম ভট্টাচার্য্যের সথে মিলন
সার্বভৌম ভট্টাচার্য্যের শিক্ষা
কাশী মিশ্রের কথা
রামানন্দ রায়ের পুনর্মিলন ও প্রকৃতি
ভক্তদের সহিত শ্রীক্ষেত্রে বার্ষিক মিলন
রাজা প্রতাপরুদ্রের প্রতি কৃপা
গোবিন্দ প্রভুর শিক্ষা
দর্শনের আর্ত্তি
শ্রীআলালনাথের কথা
কালিদাসের ব্যতিক্রম
সার্বভৌম ভট্টাচার্য্যের প্রসাদে রুচি
“ষাঠী বিধবা হয়ে যাক !”
গঙ্গা মাতা গোস্বামিণী
শ্রীগোপাল গুরুর কথা
শ্রীজগদানন্দ পণ্ডিতের প্রেম
শ্রীলসনাতন গোস্বামীর সঙ্গ
রামচন্দ্র পুরীর কথা
শ্রীপরমানন্দ পুরীর ভক্তিকূপ
দামোদর পণ্ডিতের বিদায়
ছোট হরিদাসের শাস্তি
গুণ্ডিচা-মার্জ্জন লীলা
শ্রীনারায়ণ ছাতায়
চটকপর্ব্বতের কথা
গম্ভীরা—বিরহের জ্বলন্ত ঘর
শ্রীল হরিদাসঠাকুর : নামাচার্য্য শিরোমণি
শ্রীগদাধর পণ্ডিত : মহাপ্রভুর ছায়া
শ্রীরঘুনাথদাস গোস্বামীর শ্রীপুরীধামে আগমন ও ভজন
পরিশেষ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥