শ্রীপুরীধাম মাহাত্ম্য-মুক্তা-মালা
অনন্তশ্রীবিভূষিত ওঁ বিষ্ণুপাদ
পরমহংসকুলচূড়ামণি বিশ্ববরেণ্য জগদ্গুরু
শ্রীশ্রীমদ্ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের
পদ্মমুখের হরিকথামৃত
শ্রীগুরুপাদপদ্ম ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজের তৃপ্তির
জন্য ও তাঁর অহৈতুক কৃপায় শ্রীচৈতন্য-সারস্বত মঠ হইতে প্রকাশিত শ্রীপুরীধামে
প্রতিষ্ঠিত শ্রীচৈতন্যসারস্বত মঠের ৩০তম বার্ষিকী উপলক্ষে শ্রীগৌরাব্দ ৫৩৫,
বঙ্গাব্দ ১৪২৬, খৃষ্টাব্দ ২০১৯ ।
"শ্রীজগন্নাথ—দৃশ্য নহেন, জগন্নাথ—দ্রষ্টা । জীবের
দ্রষ্ট-অভিমান পরিত্যাগ করিয়া যখন সম্পূর্ণভাবে জগন্নাথের দৃশ্য বা ভোগ্যরূপে
শুদ্ধ স্বরূপগত অভিমান হয়, তখনই জীব সেবোন্মুখ হইয়া থাকেন এবং সেই
সেবোন্মুখ-প্রেম-নেত্রেই শ্রীজগন্নাথের দর্শন লাভ করেন ।
"যতক্ষণ আমরা মনে করি,—আমরা জগন্নাথকে দেখিয়া লইব, ততক্ষণ
আমরা জগন্নাথ না দেখিয়া কাঠ, পাথর, বৌদ্ধ সাহিত্যিক বা ঐতিহাসিকের ঠুঁটো
ভোগ্য-মূর্ত্তি-বিশেষ দেখিয়া থাকি ; আর যখন সর্ব্বান্তঃকরণে জানিতে পারি,—তিনি
আমাদিগকে দেখিবেন, আমরা তাঁহার ভোগের উপকরণ, তাঁহার ভোগে আমাদের সম্ভোগের কোন
অবগুন্ঠন নাই, তাঁহারই নিরঙ্কুশ যথেচ্ছাচারিতা আছে, তখনই আমাদের নিকট জগন্নাথ
তাঁহাকে প্রকাশ করেন ।"
এই বই এখানে ডাউনলোড
করতে পারেন (PDF, 12 Mb) ।
|